ঢাকা কলেজ প্রতিনিধি
প্রকাশ : ১৮ নভেম্বর ২০২৪, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

ট্রেনে হামলার প্রতিবাদে ঢাকা কলেজে বিক্ষোভ

ট্রেনে হামলার প্রতিবাদে ঢাকা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা
ট্রেনে হামলার প্রতিবাদে ঢাকা কলেজে শিক্ষার্থীদের বিক্ষোভ মিছিল। ছবি : কালবেলা

সরকারি তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয় করার দাবিতে মহাখালী সড়ক ও রেলপথ অবরোধ করে উপকূল এক্সপ্রেস ট্রেনে হামলা চালিয়েছে শিক্ষার্থীরা। এর প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা।

সোমবার (১৮ নভেম্বর) বিকাল ৫টার দিকে ঢাকা কলেজের শহীদ মিনার থেকে বিক্ষোভ মিছিল বের করেন শিক্ষার্থীরা। মিছিলটি হলপাড়া ঘুরে ঢাকা কলেজে মূল ফটক দিয়ে মিরপুর সড়ক প্রদক্ষিণ করে নীলক্ষেত মোড় ঘুরে ঢাকা কলেজে এসে সমাপ্ত হয়।

এ সময় তারা ‘শিক্ষা-সন্ত্রাস এক সঙ্গে চলে না, সন্ত্রাসীদের কালো হাত ভেঙে দাও গুঁড়িয়ে দাও, ট্রেনে হামলা কেন? প্রসাশন জবাব চাই’ ইত্যাদি স্লোগান দেন।

মিছিল শেষে সংক্ষিপ্ত সমাবেশে ঢাকা কলেজের শিক্ষার্থী আফজাল হোসেন রাকিব বলেন, আমরা দীর্ঘদিন ধরে সাত কলেজ নিয়ে সুষ্ঠু আন্দোলন করছি। কিন্তু তিতুমীর সরকারি কলেজের কতিপয় শিক্ষার্থীরা চলন্ত ট্রেনে হামলা চালিয়েছে, ফলে শিশুসহ অনেকে আহত হয়েছেন। আমরা ঢাকা কলেজসহ বাকি ছয় কলেজের শিক্ষার্থীরা এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

ঢাকা কলেজের আরেক শিক্ষার্থী আবদুর রহমান বলেন, সরকার চাইলে একটা না ১০টা বিশ্ববিদ্যালয় করুক, তাতে আমাদের কোনো আপত্তি নেই। আমরা দীর্ঘদিন আন্দোলন করলেও জানমালের ওপর আঘাত করিনি। কিন্তু আজ তিতুমীর কলেজের শিক্ষার্থীরা আলাদা বিশ্ববিদ্যালয়ের দাবিতে চলন্ত ট্রেনে হামলা চালিয়ে সাত কলেজ শিক্ষার্থীদের এক কলঙ্কজনক অধ্যায়ের সূচনা করেছে।

তিনি আরও বলেন, আমরা বলে দিতে চাই তিতুমীর কলেজের এই ন্যক্কারজনক ঘটনার সঙ্গে বাকি ছয় কলেজের কোনো সম্পর্ক নেই। তিতুমীর আলাদাভাবে আন্দোলন করছে বিশ্ববিদ্যালয়ের জন্য। কিন্তু নিরীহ মানুষের ওপর সন্ত্রাসী হামলাকে ঢাকা কলেজের শিক্ষার্থীরা কখনো সমর্থন করে না। এর আগে, বেলা ১১টার দিকে তিতুমীরের শিক্ষার্থীরা মহাখালীতে সড়ক অবরোধ করেন। মহাখালী ওভারব্রিজের নিচে অবস্থান নেওয়ার কারণে সড়কের পাশাপাশি বন্ধ হয়ে যায় রেল চলাচলও। পরে ধীরগতিতে একটি ট্রেন আসলে তা আটকে দেন আন্দোলনরত শিক্ষার্থীরা। বিক্ষোভরত কয়েকজন ট্রেনটিতে ঢিল ছুড়লে শিশুসহ কয়েকজন আহত হন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশের কাছ থেকে মাদক ব্যবসায়ীকে ছিনতাই, এসআইসহ আহত ২

রাজধানীতে আজ কোথায় কী

বিক্ষোভে অল্পের জন্য প্রাণে বাঁচলেন ইকুয়েডরের প্রেসিডেন্ট

বৃহস্পতিবার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

০৯ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

একাধিক দেশের পাসপোর্টধারীরাই ‘সেফ এক্সিটের’ তালিকা করে: আসিফ মাহমুদ

শহিদুল আলমের মুক্তির জন্য সোচ্চার হতে হবে : তাসলিমা আখতার

স্থানীয় সমস্যা সমাধানে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আনোয়ারুজ্জামানের

সবাইকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে দেশকে এগিয়ে নিয়ে যাব: নীরব

‘হামজা আমার দলে হলে বেঞ্চেই বসে থাকত’

১০

লন্ডনে টাওয়ার হ্যামলেটসের মেয়রের সঙ্গে বাসস চেয়ারম্যানের মতবিনিময়

১১

আফগানদের কাছে হারার পর যা বললেন মিরাজ

১২

অল্প পুঁজি নিয়ে আফগানদের সাথে পারল না বাংলাদেশ

১৩

‘দেশের সার্বিক উন্নয়নে প্রবীণদের অভিজ্ঞতাকে কাজে লাগাতে হবে’

১৪

রাবেতাতুল ওয়ায়েজীনের সঙ্গে সম্মিলিত খতমে নবুওয়ত পরিষদের মতবিনিময়

১৫

ডিএনসিসি এলাকায় টাইফয়েডের টিকা পাবে ১৩ লাখ শিশু

১৬

অক্টোবরের প্রথম সপ্তাহে রেমিট্যান্স এসেছে ৬৯ কোটি ডলার

১৭

৭ বছর পর শহীদ জিয়ার মাজার জিয়ারত করলেন খালেদা জিয়া

১৮

ফার্মগেটে ককটেল বিস্ফোরণ

১৯

কালবেলার সংবাদের পর স্বপ্নের রঙিন ঘরে শাহারবানু

২০
X