শনিবার, ২৩ আগস্ট ২০২৫, ৮ ভাদ্র ১৪৩২
পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল পাবিপ্রবি ছাত্রশিবির

পাবিপ্রবি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল পাবনা শহর ছাত্রশিবির। ছবি : কালবেলা
পাবিপ্রবি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল পাবনা শহর ছাত্রশিবির। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল পাবনা শহর ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রত্মদ্বীপ রিসোর্টে আড়াইশ শিক্ষার্থী নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের বর্তমান সভাপতি আব্দুল মোহাইমিন।

অনুষ্ঠানে পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, ‘আজকে আমরা যাদের নিয়ে এ অনুষ্ঠান করছি তাদের কাছে প্রত্যাশা তারা এ দেশ ও জাতির জন্য তৈরি হবে। সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার থেকেই আপনাদের পড়াশোনা শুরু করতে হবে। ক্লাসে কীভাবে ভালো ফলাফল করা যায় সে জন্য শিক্ষক, সিনিয়রদের পরামর্শ নিতে হবে।

তিনি বলেন, ‘নিয়মিত পড়াশোনা করতে হবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। তবে আপনাদের শুধু পড়াশোনার মধ্যে থাকলেই হবে না। পড়াশোনার পাশাপাশি আপনাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবগুলোতে যুক্ত হতে হবে। যার যেটা ভালো লাগে সেই ধরনের ক্লাবে যুক্ত হয়ে যাবেন, যাতে আপনি পড়াশোনার বাইরের জগতটা জানতে পারেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা উন্নয়ন করতে হবে। দক্ষতা উন্নয়ন ছাড়া বর্তমান পৃথিবীতে টিকে থাকা কঠিন।’

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির এদেশে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি প্রতিটি সেক্টরে সৎ ও দক্ষ লোক তৈরি করার। আমরা বৈষম্যমুক্ত একটা সমাজের স্বপ্ন দেখি, সে জন্য আপনাদের তরুণদের আমাদের বেশি প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে তরুণদের অবদান অনস্বীকার্য। জুলাই-আগস্টে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদেশের ছাত্র-জনতার আন্দোলন। শিবির এই আন্দোলনকে কখনো নিজেদের একার দাবি করে না। তবে শিবির আন্দোলনে শিবিরের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছে। জুলাই-আগস্টের শহীদদের নিয়ে দলাদলি করা হচ্ছে। আমরা বলবো শহীদদের নিয়ে দলাদলি বন্ধ হোক, শহীদরা সবার।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল মোহাইমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিভুরঞ্জন সরকারের মৃত্যু অনাকাঙ্ক্ষিত: রাষ্ট্রদূত আনসারী

লা লিগার কাছে যে অনুরোধ করতে চায় বার্সা

‘নির্বাচনে আমলাদেরকে নিরপেক্ষ ভূমিকা পালন করে গ্রহণযোগ্যতার প্রমাণ দিতে হবে’

সাবেক এডিসি শচীন মৌলিক কারাগারে

পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ঢাকা আসছেন শনিবার, যেসব বিষয়ে আলোচনা

সিদ্ধিরগঞ্জে হেফাজতে ইসলামের শানে রিসালাত সম্মেলন

শেষ দিনেও ‘জুলাই সনদ’ নিয়ে মতামত দেয়নি ৭ রাজনৈতিক দল

ইউরোপের লিগগুলোতে দল কমানোর প্রস্তাব ব্রাজিল কোচ আনচেলত্তির

নেপালে মার্কিন কর্মকর্তার সঙ্গে বৈঠকের প্রচার, তাসনিম জারার ব্যাখ্যা

মাওয়া এক্সপ্রেসওয়ে মৃত্যুর মিছিল, তিন বছরে প্রাণ হারান ১৮৩ জন

১০

স্বর্ণ ব্যবসায়ীর বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

১১

সুদ দিতে না পারায় বসতঘরে তালা, বারান্দায় রিকশাচালকের পরিবার

১২

দেশ বাঁচাতে পিআর পদ্ধতিতে নির্বাচন দিতে হবে : চরমোনাই পীর

১৩

এএসপির বাসায় চাঁদাবাজি-ভাঙচুর, যুবলীগ নেতা গ্রেপ্তার

১৪

জেলের জালে বড় ইলিশ, ৯ হাজারে বিক্রি 

১৫

এমপিওভুক্ত শিক্ষকদের বেতন নিয়ে নতুন নির্দেশনা

১৬

আগামী সংসদ প্রথম তিন মাস ‘সংবিধান সংস্কার সভা’ হিসেবে কাজ করার প্রস্তাব

১৭

ধরলার তীব্র ভাঙন, টেকসই বাঁধ নির্মাণের দাবি

১৮

নেতা ও ভোটারের জবাবদিহিই হবে শ্রেষ্ঠ সংস্কার : মঈন খান

১৯

পাপের ফল ওদের ভোগ করতেই হবে : রাশেদ খান

২০
X