পাবিপ্রবি প্রতিনিধি
প্রকাশ : ২১ নভেম্বর ২০২৪, ০৯:২০ পিএম
অনলাইন সংস্করণ

নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল পাবিপ্রবি ছাত্রশিবির

পাবিপ্রবি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল পাবনা শহর ছাত্রশিবির। ছবি : কালবেলা
পাবিপ্রবি ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল পাবনা শহর ছাত্রশিবির। ছবি : কালবেলা

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পাবিপ্রবি) ২০২৩-২৪ শিক্ষাবর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করে নিল পাবনা শহর ছাত্রশিবির।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) সকাল সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের পার্শ্ববর্তী রত্মদ্বীপ রিসোর্টে আড়াইশ শিক্ষার্থী নিয়ে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয় ছাত্রশিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় শিবিরের সাবেক সভাপতি ও বর্তমান কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম এবং রাজশাহী বিশ্ববিদ্যালয় শিবিরের বর্তমান সভাপতি আব্দুল মোহাইমিন।

অনুষ্ঠানে পাবনা শহর ছাত্রশিবিরের সভাপতি ফিরোজ হোসেনের সভাপতিত্ব করেন।

প্রধান অতিথির বক্তব্যে কেন্দ্রীয় প্রকাশনা সম্পাদক আজিজুর রহমান আজাদ বলেন, ‘আজকে আমরা যাদের নিয়ে এ অনুষ্ঠান করছি তাদের কাছে প্রত্যাশা তারা এ দেশ ও জাতির জন্য তৈরি হবে। সে জন্য বিশ্ববিদ্যালয়ের প্রথম সেমিস্টার থেকেই আপনাদের পড়াশোনা শুরু করতে হবে। ক্লাসে কীভাবে ভালো ফলাফল করা যায় সে জন্য শিক্ষক, সিনিয়রদের পরামর্শ নিতে হবে।

তিনি বলেন, ‘নিয়মিত পড়াশোনা করতে হবে, পরীক্ষায় ভালো ফলাফল করতে হবে। তবে আপনাদের শুধু পড়াশোনার মধ্যে থাকলেই হবে না। পড়াশোনার পাশাপাশি আপনাদের বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাবগুলোতে যুক্ত হতে হবে। যার যেটা ভালো লাগে সেই ধরনের ক্লাবে যুক্ত হয়ে যাবেন, যাতে আপনি পড়াশোনার বাইরের জগতটা জানতে পারেন। একাডেমিক পড়াশোনার পাশাপাশি নিজের দক্ষতা উন্নয়ন করতে হবে। দক্ষতা উন্নয়ন ছাড়া বর্তমান পৃথিবীতে টিকে থাকা কঠিন।’

তিনি আরও বলেন, ‘ছাত্রশিবির এদেশে সৎ, দক্ষ ও দেশপ্রেমিক নাগরিক তৈরির কাজ করে যাচ্ছে। আমরা চেষ্টা করেছি প্রতিটি সেক্টরে সৎ ও দক্ষ লোক তৈরি করার। আমরা বৈষম্যমুক্ত একটা সমাজের স্বপ্ন দেখি, সে জন্য আপনাদের তরুণদের আমাদের বেশি প্রয়োজন। বিগত ফ্যাসিস্ট সরকারের পতনের পেছনে তরুণদের অবদান অনস্বীকার্য। জুলাই-আগস্টে ঘটে যাওয়া বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এদেশের ছাত্র-জনতার আন্দোলন। শিবির এই আন্দোলনকে কখনো নিজেদের একার দাবি করে না। তবে শিবির আন্দোলনে শিবিরের সর্বোচ্চটুকু দেওয়ার চেষ্টা করেছে। জুলাই-আগস্টের শহীদদের নিয়ে দলাদলি করা হচ্ছে। আমরা বলবো শহীদদের নিয়ে দলাদলি বন্ধ হোক, শহীদরা সবার।’ অনুষ্ঠানে অন্যদের মধ্যে বক্তব্য রাখেন কেন্দ্রীয় মানব সম্পদ উন্নয়ন সম্পাদক সাইদুল ইসলাম, রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সভাপতি আব্দুল মোহাইমিন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুরোনো টুথব্রাশ ব্যবহার করলে হতে পারে যেসব ক্ষতি

বরাদ্দের চাল ‘জোরপূর্বক’ নিয়ে গেল নারী ইউপি সদস্য

অন্তর্বর্তী সরকার সফল হোক : তারেক রহমান

বিশ্বকাপের ম্যাচে আজ বাংলাদেশের প্রতিপক্ষ ইংল্যান্ড

ভ্যানের ওপর গৃহবধূর মরদেহ রেখে পালালেন শ্বশুরবাড়ির লোকজন

সড়ক দুর্ঘটনার শিকার বিজয় দেবেরাকোন্ডা

‘ভারত স্বৈরাচারকে আশ্রয় দিয়ে দেশের মানুষের বিরাগভাজন হলে আমাদের কিছু করার নাই'

বৈষম্যবিরোধী ছাত্র হত্যা মামলায় আ.লীগের ৫ নেতা গ্রেপ্তার

গাজায় যুদ্ধবিরতি নিয়ে আলোচনার মধ্যেও থেমে নেই ইসরায়েলি হামলা

বোর্ডসভায় শৃঙ্খলা ফেরাতে নতুন নিয়ম চালু করলেন নবনির্বাচিত সভাপতি

১০

নতুন দুই দিবস চালু সরকারের, একটি আজ

১১

মুক্তির অপেক্ষায় দেবের ‘প্রজাপতি ২’

১২

কিউআর কোড স্ক্যান করার আগে সতর্ক থাকুন

১৩

মাঠে নামছে ব্রাজিল ও আর্জেন্টিনা, জেনে নিন কবে কখন ম্যাচ

১৪

প্রবারণা পূর্ণিমার শোভাযাত্রায় ফানুস থেকে আগুন

১৫

প্রথম সপ্তাহে যা আয় করল ‘কান্তারা চ্যাপ্টার ১’

১৬

প্রজ্ঞাপন জারি / আইসিটিতে কারও বিরুদ্ধে অভিযোগ থাকলে অংশ নেওয়া যাবে না নির্বাচনে

১৭

আজ থেকে নতুন দামে স্বর্ণ বিক্রি শুরু, ভরি কত

১৮

আজ দেশের সব শিল্পকলায় আবরার ফাহাদের প্রমাণ্যচিত্র প্রদর্শনী

১৯

স্বর্ণের দাম আকাশছোঁয়া, আসল কারণ কী

২০
X