বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১০:৪৩ পিএম
অনলাইন সংস্করণ

স্মার্ট ম্যানুফ্যাকচারিং ও নির্মাণে জিওপলিমারের ব্যবহার কমাবে কার্বন নিঃসরণ

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেমিনার। ছবি : কালবেলা
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে সেমিনার। ছবি : কালবেলা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ‘জিওপলিমার কম্পোজিট : এ রোড টু নোবেল ওয়েস্ট ইউটিলাইজেশন ফ্রোম ডিকার্বনাইজেশন টু স্মার্ট ম্যানুফ্যাকচারিং অ্যান্ড কনস্ট্রাকশন’ শীর্ষক একটি সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (২৬ নভেম্বর) সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয়ের কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অফিসের সম্মেলন কক্ষে ওই সেমিনারের আয়োজন করা হয়।

কৃষি প্রকৌশল এবং প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীনের সভাপতিত্বে সেমিনারের প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি কলেজ অফ টেকনোলজি, সিটি ইউনিভার্সিটি অফ নিউইয়র্কের (সিইউএনওয়াই) মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং টেকনোলজি বিভাগের সহযোগী অধ্যাপক ও প্রধান ড. এ কে এম এস রহমান। এ ছাড়া সেমিনারে ওই অনুষদের শিক্ষকরা এবং স্নাতকোত্তর শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

মূল প্রবন্ধ উপস্থাপনকালে ড. এ কে এম এস রহমান বলেন, জিওপলিমার কম্পোজিট হচ্ছে একটি অত্যাধুনিক, পরিবেশবান্ধব এবং টেকসই উপাদান, যা বর্জ্য উপকরণ থেকে তৈরি করা যায়। এই কম্পোজিট উপাদানগুলি সাধারণত সিলিকা, এলুমিনা এবং অন্যান্য শিল্প বর্জ্য থেকে প্রস্তুত করা হয়, যা পরিবেশের উপর নেতিবাচক প্রভাব কমাতে সহায়তা করে। গ্লোবাল কার্বন ডাইঅক্সাইড নির্গমন কমানোর প্রচেষ্টায় জিওপলিমার কম্পোজিট একটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে পারে।

ডিকার্বনাইজেশন বা কার্বন নিঃসরণ কমানোর ক্ষেত্রে জিওপলিমার কম্পোজিট ব্যবহার করে নির্মাণ ও অন্যান্য শিল্প খাতে একটি নতুন যুগের সূচনা হতে পারে। এর ব্যবহারে কংক্রিটের মতো ঐতিহ্যবাহী উপাদানগুলোর তুলনায় শক্তি সাশ্রয়ী এবং পরিবেশবান্ধব বিকল্প তৈরি করা সম্ভব হয়।

এ ছাড়া স্মার্ট ম্যানুফ্যাকচারিং এবং কনস্ট্রাকশনে জিওপলিমার কম্পোজিটের ব্যবহার ভবিষ্যতে এক নতুন দিগন্ত উন্মোচন করতে পারে। এই উপাদানগুলির কারণে উৎপাদন প্রক্রিয়া হতে পারে আরও দক্ষ, কম শক্তি ব্যবহারকারী এবং কম পরিবেশগত প্রভাব সৃষ্টিকারী। বর্জ্য ব্যবহার করার মাধ্যমে রিসোর্স সাশ্রয়ী প্রযুক্তি তৈরি সম্ভব, যা শিল্পখাতে বর্জ্য ব্যবস্থাপনাকে আরও কার্যকরী করবে। বর্তমান সময়ে, বিভিন্ন শিল্প যেমন নির্মাণ, পরিবহন এবং অটোমোবাইল খাতে জিওপলিমার কম্পোজিটের ব্যবহার বাড়ানোর মাধ্যমে সাস্টেইনেবল ডেভেলপমেন্ট লক্ষ্য অর্জন করা সম্ভব হবে।

এতে করে কেবল পরিবেশের উন্নতি হবে না বরং অর্থনৈতিক লাভও অর্জিত হবে। এই প্রক্রিয়ার মাধ্যমে তৈরি নতুন বর্জ্য ব্যবহার উপযোগী প্রযুক্তি পরবর্তী প্রজন্মের জন্য একটি নতুন প্রেরণা হতে পারে।

কৃষি প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জয়নুল আবেদীন বলেন, সিটি ইউনিভার্সিটি অব নিউইয়র্কের সঙ্গে আমরা কোলাবোরেশন এবং যোগাযোগ তৈরি করবো। আমাদের শিক্ষার্থীরা এমন যৌথ কাজে আগ্রহী হলে তাদের দক্ষতা বহুগুণে বৃদ্ধি পাবে। এতে করে উচ্চশিক্ষার জন্য আমাদের শিক্ষার্থীদের গ্রহণযোগ্যতা বাড়বে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ড্যাফোডিলের ১৩তম সমাবর্তনে চার হাজার শিক্ষার্থীকে ডিগ্রি প্রদান

স্ত্রী-সন্তানের কবর ছুঁয়ে কান্নায় ভেঙে পড়লেন সাদ্দাম

উন্নয়ন ও সেবায় কেউ পিছিয়ে থাকবে না : আবু আশফাক

ফুটসাল চ্যাম্পিয়নদের বরণে প্রস্তুত ছাদখোলা বাস

৩ দিনের সফরে উত্তরাঞ্চল যাচ্ছেন তারেক রহমান, থাকছে যেসব কর্মসূচি

৬৯ হাজার রোহিঙ্গা পাচ্ছে পাসপোর্ট, কারণ জানালেন পররাষ্ট্র উপদেষ্টা

পাকিস্তান ক্রিকেটে ‘গৃহযুদ্ধ’!

একটি দল ধর্মীয় অনুভূতির অপব্যবহার করছে : মাহদী আমিন

উৎসবমুখর পরিবেশে মোহাম্মদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা সম্পন্ন

গভীর নলকূপ থেকে উদ্ধার শিশুটি মারা গেছে

১০

আবারও স্বর্ণের দামে রেকর্ড

১১

এমপিওভুক্তির আবেদন যাচাইয়ে ১১ সদস্যের কমিটি

১২

ইইউ নির্বাচন পর্যবেক্ষকদের যে অভিযোগ দিল জামায়াত

১৩

চট্টগ্রামকে বাণিজ্যিক রাজধানী করতে তরুণদের নেতৃত্ব জরুরি : মেয়র ডা. শাহাদাত

১৪

গভীর নলকূপে পড়া সেই শিশু উদ্ধার

১৫

১৪ বছর পর ঢাকা থেকে করাচি যাবে বিমানের ফ্লাইট 

১৬

বিএনপিতে যোগ দিলেন জাতীয় পার্টির ৩ শতাধিক নেতাকর্মী

১৭

খেলাপিদের নাম-ছবি প্রকাশ ও বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা দিতে চায় ব্যাংকগুলো

১৮

সুষ্ঠু নির্বাচন নিশ্চিতে সর্বোচ্চ নিরাপত্তা প্রস্তুত : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

দাঁড়িপাল্লায় ভোট চাওয়ায় জামায়াত নেতার বাড়িতে আগুন

২০
X