ঢাবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ ডিসেম্বর ২০২৪, ০৮:৩৮ এএম
অনলাইন সংস্করণ

সম্প্রীতির ঢাবি আন্তঃহল ফুটবল টুর্নামেন্টের চ্যাম্পিয়ন জগন্নাথ হল

‘সম্প্রীতির ঢাবি আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৪’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। ছবি : কালবেলা
‘সম্প্রীতির ঢাবি আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৪’-এর ফাইনালে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) ‘সম্প্রীতির ঢাবি আন্তঃহল ফুটবল টুর্নামেন্ট-২০২৪’-এর ফাইনালে ২-০ গোলের ব্যবধানে শেখ মুজিবুর রহমান হলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়েছে জগন্নাথ হল।

শুক্রবার (০৬ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের কবি জসীমউদ্দিন হল খেলার মাঠে এই ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।

ফাইনাল খেলা শেষে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ উদ্দিন আহমেদ খান প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন।

খেলা শুরু হবার পর প্রথমার্ধে ০-০ গোলে দুই দল শেষ করলেও দ্বিতীয়ার্ধে জগন্নাথ হলের স্ট্রাইকার উঁচু প্রথম গোল করে দলকে এগিয়ে নিয়ে যান ১-০ ব্যবধানে। খেলা শেষ হওয়ার ৩ মিনিট পূর্বে জগন্নাথ হলের পক্ষে দ্বিতীয় গোল করে জয় সুনিশ্চিত করেন হলটির শিক্ষার্থী শুভ বালা।

ফাইনালে ম্যান অব দ্য ফাইনালের পাশাপাশি প্লেয়ার অব দ্যা টুর্নামেন্ট নির্বাচিত হন জগন্নাথ হলের শিক্ষার্থী উঁচু। এ ছাড়া টুর্নামেন্ট সেরা গোলকিপার নির্বাচিত হন একই হলের শিক্ষার্থী সুজন।

শারীরিক শিক্ষা কেন্দ্রের ভারপ্রাপ্ত পরিচালক এস এম জাকারিয়ার সভাপতিত্বে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ, সহকারী প্রক্টর ড. মুহা. রফিকুল ইসলাম, মুহাম্মদ মাহবুব কায়সার, মর্নিং রাইডার্স-এর মডারেটর এবং বিশ্ববিদ্যালয়ের ম্যানেজমেন্ট ও ইনফরমেশন সিস্টেম বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আরিফুল ইসলাম অপু, শেখ মুজিবুর রহমান হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান, জগন্নাথ হলের প্রাধ্যক্ষ দেবাশীষ পালসহ হল দ্বয়ের হাউস টিউটররা এবং বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য ড. নিয়াজ আহমদ খান বলেন, মর্নিং রাইডার্স কর্তৃক আয়োজিত এ টুর্নামেন্টটি আমাদের জন্য নতুন ভাবধারার বাংলাদেশের সম্প্রীতির এক অনন্য নিদর্শন হিসেবে উদাহরণ সৃষ্টি করেছে। শারীরিক সুস্থতাই নয় বরং পাশাপাশি সুন্দর জীবনের উদ্দেশ্যকে বাস্তবায়ন করতে এক দারুণ লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে মর্নিং রাইডার্স।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ বলেন, কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়াই এত সুন্দর আয়োজন সম্পন্ন করে মর্নিং রাইডার্স আমাদেরকে শিখিয়েছে কীভাবে ঝামেলামুক্তভাবে টুর্নামেন্ট আয়োজন করা যায়। যে সুন্দর সম্প্রীতির ক্যাম্পাস আমরা দেখতে চাই সেই ক্যাম্পাস বিনির্মানে মর্নিং রাইডার্সের এই আয়োজন অনন্য দৃষ্টান্ত হয়ে থাকবে।

টুর্নামেন্টের মূল আয়োজক ঢাবি শিক্ষার্থী হাসান আল বান্না বলেন, ক্যাম্পাসের শিক্ষার্থীদের মানসিক ও শারীরিক অসুস্থতার অন্যতম কারণ হিসেবে ধরলে বলা যায় সকালের সময়টাকে কাজে না লাগানো এবং শারীরিক ব্যায়ামের প্রতি অবহেলা। এই বিষয়গুলোকে সামনে রেখে সকলের সম্মিলিত অংশগ্রহণে সম্প্রীতির সুঘ্রাণ ছড়িয়ে দিতে আমাদের এই আয়োজন।

আরেক আয়োজক আইন বিভাগের শিক্ষার্থী রুহুল আমিন বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশের সামগ্রিক পরিস্থিতিতে আমাদের কাছে একটি চ্যালেঞ্জ ছিল সম্প্রীতির প্রকৃত অবস্থা সকলের মাঝে তুলে ধরা। সেই লক্ষ্যে আয়োজিত এই টুর্নামেন্টে সকলের আন্তরিক অংশগ্রহণই আমাদেরকে সম্প্রীতির ঢাবি সম্পর্কে স্পষ্ট ধারণা প্রদান করে।

উল্লেখ্য, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীদের উদ্যোগে গঠিত সংগঠন 'মর্নিং রাইডার্স' কর্তৃক এই টুর্নামেন্ট অনুষ্ঠিত হয়। এতে ১৩টি হলের শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্য পরামর্শ / রান্নায় সরিষার তেলে ঝুঁকি ও অসংক্রামক রোগ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে আবারো দুর্ঘটনা, নিহত আরও ৩

ফিলিস্তিন রাষ্ট্রের পক্ষে ৫৮% মার্কিনি : রয়েটার্স

স্পেনের বাইরে লা লিগার ম্যাচ খেলার ব্যাপারে সিদ্ধান্ত জানাল ফুটবলাররা

দুবাইয়ে যাওয়ার ৪ মাস পরই ৩ কোটির লটারি জিতলেন প্রবাসী

এনজো ফার্নান্দেজের মুখে রিয়াল মাদ্রিদের নাম, বাড়ছে গুঞ্জন

কেশবপুরে নারী সমাবেশ/ / ধানের শীষের পক্ষে ঐক্যবদ্ধভাবে কাজ করার প্রতিশ্রুতি

সাভারে বাংলাদেশ খেলাফত মজলিসের দাওয়াতি মাসের শুভ উদ্বোধন

তারেক রহমান শিগগিরই দেশে ফিরবেন, নির্বাচনের পর প্রধানমন্ত্রীও হবেন : এ্যানি

দলবদলের বাজারে প্রিমিয়ার লিগের ক্লাবগুলোর রেকর্ড ভাঙা খরচ

১০

ধর্মগড় সীমান্তে বিজিবির হাতে আটক চার বাংলাদেশি

১১

হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে মোদিকে ওয়েইসির প্রশ্ন

১২

জাকসুতে প্যানেল দ্বন্দ্ব, পদত্যাগ করে বাগছাস নেতার মিষ্টি বিতরণ

১৩

সৈয়দপুর বিমানবন্দরে যাত্রীসেবা আন্তর্জাতিক মানের করতে চাই : বেবিচক চেয়ারম্যান

১৪

‘আ. লীগ বিদ্যুৎ খাতে চুরির লাইসেন্স দিয়েছিল’

১৫

আ.লীগ নেত্রী রুনু গ্রেপ্তার

১৬

ইসির ইউটিউব চ্যানেল চালু, মিলবে যেসব তথ্য

১৭

শিশু ধর্ষণচেষ্টার অভিযোগ, গ্রেপ্তারের দাবি শিক্ষার্থী

১৮

চার বিভাগে ভারী বর্ষণের সতর্কতা জারি, পাহাড়ধসের আশঙ্কা

১৯

ভোলায় পাঁচ দিন ২০ নৌরুটে লঞ্চ চলাচল বন্ধ, ভোগান্তি চরমে

২০
X