ফেসবুকের মতো নতুন একটি সামাজিক যোগাযোগমাধ্যম তৈরি করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) এক শিক্ষার্থী। দীর্ঘ কয়েক মাস কাজ করার পর সাইটটি তৈরি করেছেন তিনি। গতকাল শুক্রবার বিকেলে অফিসিয়ালি ব্যবহারের জন্য উন্মুক্ত করেছেন তার ওয়েবসাইটটি।
এই সামজিক যোগাযোগমাধ্যম অন্য যে কোনো মাধ্যমের চেয়ে নিরাপদ ও সহজ বলে দাবি করেছেন ওই শিক্ষার্থী। কারণ পুরো সাইটটিতে ওপেন সোর্স কোডিং ব্যবহার করা হয়েছে।
শিক্ষার্থীর নাম মো. মেহেদি হাসান। তিনি বর্তমানে বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগে মাস্টার্সে অধ্যয়নরত। এ ছাড়া backspace-journal নামক একটি ব্লগিং সাইটের অ্যাডমিন তিনি। গত কয়েক বছর ধরে ব্লগিং ও ওয়েব সাইট ডেভেলপমেন্টের কাজ করছেন তিনি।
ইংরেজি সাহিত্যে পড়ে প্রোগ্রামিং ও ওয়েব ডেভেলপমেন্টর বিষয়ে কাজ করার বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, সাহিত্যে পড়লে যে প্রোগ্রামিং করা যাবে না এমন কোনো কথা নেই। বর্তমানে এখন ‘Stack Overflow’-এর মতো হাজারো সাইট আছে যেখানে আপনি ওপেন সোর্চ কোড পাবেন। এ ছাড়া বর্তমানে এ আই প্রযুক্তি আমাকে অনেক সাহায্য করেছে।
তিনি আরও বলেন, এটি যে আমি পুরোপুরি করছি তা নয়। বরং বিভিন্ন সোর্স থেকে সাহায্য করে আমি সাইটটি তৈরি করেছি। যাতে বাংলাদেশেরও একটা নিজস্ব সামাজিক যোগাযোগমাধ্যম থাকে। যেটা বিশ্বের অনেক দেশের রয়েছে। আর ফেসবুক থেকে মাঝে মাঝে তথ্য চুরির সংবাদ পাওয়া যায়। সেদিক বিবেচনায় ওপেস সোর্স কোডিং ব্যবহার করেছি। যাতে সবার তথ্য নিরাপদ থাকে।
নতুন এই সাইটে সব ধরনের পোস্ট করা যাবে, ছবি-অডিও ক্লিপ-ভিডিও ইত্যাদিও শেয়ার করতে পারবেন। পেজ, গ্রুপ, ইভেন্ট ইত্যাদি তৈরি করতে পারবেন। বন্ধু তালিকায় একে অন্যের সাথে যুক্ত থাকতে পারবেন। এ ছাড়া ম্যাসেজে সরাসরি নন-ড্রপ অডিও/ভিডিও কল নিতে পারবেন যা বেশ উচ্চ কোয়ালিটির।
নতুন এই সামাজিক যোগাযোগমাধ্যম কীভাবে ব্যবহার করা যাবে এ বিষয়ে জানতে চাইলে তিনি বলেন, https://social.backspace-journal.com, এখানে এখন শুধু নাম ও ই-মেইল দিয়ে রেজিস্ট্রেশন করলেই হবে।
এ ছাড়া যে কোনো সমস্যার জন্য আমাকে ই-মেইলও করতে পারবেন, [email protected] এই ঠিকানায়। আমাদের ক্ষুদ্র একটি টিম আছে তারা প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।
মন্তব্য করুন