মঙ্গলবার, ২৩ ডিসেম্বর ২০২৫, ৮ পৌষ ১৪৩২
কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে হামলা, কুবির ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাকেশ দাস ও এসকে মাসুম নামে দুই শিক্ষার্থীকে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক রাকেশ দাস বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। আরেক শিক্ষার্থী শেখ মাসুমও একই ব্যাচের শিক্ষার্থী এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক।

তারা দুজনই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা ই এলাহীর অনুসারী ছিলেন। তিনি গত ২৯ জুলাই কুবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। ওইদিন এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং ২০/৩০ জন শিক্ষার্থীকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের পাশে রাকেশকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। অন্যদিকে পরে পুলিশে খবর দিলে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্য তাকে আটক করে নিয়ে যায়। শেখ মাসুমকেও বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত একটি হোটেলের সামনে থেকে আটক করে পুলিশ।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি সাজ্জাদ করিম খান বলেন, আটক দুই ব্যক্তির নামে মামলা রয়েছে। তাই আমরা তাদের গ্রেপ্তার করেছি। আমরা তাদের আদালতে সোপর্দ করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি দুই বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। এরপর আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলেছে ওদের নামে মামলা আছে। আদালতে চালান করার পর আইনিভাবে ওদের ছাড়িয়ে আনতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন আসামিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপি নেতাকে গুলি, দেশত্যাগ ঠেকাতে বিজিবির কড়া নজরদারি

মহিলা দলের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক হলেন নার্গিস

আপনার একটি ভোটে নির্ধারণ হবে আগামী পাঁচ বছরের ভাগ্য : সেলিমুজ্জামান

জার্নাল ও গঠনতন্ত্রের মোড়ক উন্মোচন / ‘নিকডু’ একটি আন্তর্জাতিক মানের চিকিৎসা কেন্দ্রে পরিণত হবে, প্রত্যাশা চিকিৎসকদের

রাতে অভিযান চালিয়ে আ.লীগের তিন নেতাকে গ্রেপ্তার

সংখ্যালঘু ঐক্যমোর্চার বিক্ষোভ / সহিংসতা-নৃশংসতায় তীব্র ক্ষোভ, জড়িতদের শাস্তি দাবি

শারীরিক অসুস্থতা দেখিয়ে আ.লীগ নেতার পদত্যাগ

রাতে সড়কে ঝরল তাজা তিন প্রাণ

এবার সরকারের প্রস্তাব প্রত্যাখ্যান করলেন নুর

রেকর্ড মুনাফায় বাংলাদেশ শিপিং করপোরেশন

১০

যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে, মার্কিন বিশেষ দূতকে প্রধান উপদেষ্টা

১১

পটুয়াখালীতে কুকুরছানা পিটিয়ে হত্যার পর এলাকায় ক্ষোভ

১২

ঝিনাইদহ-৪ আসনে মনোনয়নপত্র কিনলেন স্বেচ্ছাসেবক দল নেতা ফিরোজ

১৩

ঢাকা কলেজ ছাত্রদলের ‘ভিন্নরকম’ কর্মসূচি

১৪

জামায়াতের এক নেতা বহিষ্কার

১৫

তারেক রহমানের স্বদেশ প্রত্যাবর্তন, ঢাকায় যাবেন বরিশালের পাঁচ লক্ষাধিক নেতাকর্মী

১৬

বিলের লিজের টাকা চাওয়ায় জমির মালিকদের বাড়িঘরে হামলা

১৭

গ্রিনল্যান্ডে বিশেষ দূত নিয়োগ, যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ ডেনমার্কের

১৮

২০২৬ বিশ্বকাপের স্বপ্নে বিভোর নেইমার

১৯

এবার আগরতলা-শিলিগুড়িতেও ভিসা কার্যক্রম বন্ধ

২০
X