বুধবার, ২৮ জানুয়ারি ২০২৬, ১৫ মাঘ ১৪৩৩
কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে হামলা, কুবির ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাকেশ দাস ও এসকে মাসুম নামে দুই শিক্ষার্থীকে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক রাকেশ দাস বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। আরেক শিক্ষার্থী শেখ মাসুমও একই ব্যাচের শিক্ষার্থী এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক।

তারা দুজনই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা ই এলাহীর অনুসারী ছিলেন। তিনি গত ২৯ জুলাই কুবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। ওইদিন এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং ২০/৩০ জন শিক্ষার্থীকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের পাশে রাকেশকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। অন্যদিকে পরে পুলিশে খবর দিলে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্য তাকে আটক করে নিয়ে যায়। শেখ মাসুমকেও বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত একটি হোটেলের সামনে থেকে আটক করে পুলিশ।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি সাজ্জাদ করিম খান বলেন, আটক দুই ব্যক্তির নামে মামলা রয়েছে। তাই আমরা তাদের গ্রেপ্তার করেছি। আমরা তাদের আদালতে সোপর্দ করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি দুই বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। এরপর আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলেছে ওদের নামে মামলা আছে। আদালতে চালান করার পর আইনিভাবে ওদের ছাড়িয়ে আনতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন আসামিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১০

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১১

বিজয় থালাপতি এখন বিপাকে

১২

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৩

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৪

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৫

সুর নরম আইসিসির

১৬

অরিজিতের বড় ঘোষণা, হতবাক সংগীতপ্রেমীরা

১৭

অধ্যক্ষ-উপাধ্যক্ষ নিয়োগের ক্ষমতা এনটিআরসিএর হাতে

১৮

পল্টনে শিশু নির্যাতনের বিষয়ে আদালতকে যা বললেন পবিত্র কুমার

১৯

নুরুদ্দিন অপুর ধানের শীষকে সমর্থন জানালেন ৩ শতাধিক আ.লীগের নেতাকর্মী

২০
X