কুবি প্রতিনিধি
প্রকাশ : ১৩ ডিসেম্বর ২০২৪, ০২:০৯ এএম
আপডেট : ১৩ ডিসেম্বর ২০২৪, ০৭:৫৪ এএম
অনলাইন সংস্করণ

ছাত্র আন্দোলনে হামলা, কুবির ২ শিক্ষার্থীকে পুলিশে সোপর্দ

গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা
গ্রেপ্তার দুই শিক্ষার্থীকে নিয়ে যায় পুলিশ। ছবি : কালবেলা

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় শিক্ষার্থীদের ওপর হামলার অভিযোগে রাকেশ দাস ও এসকে মাসুম নামে দুই শিক্ষার্থীকে পুলিশে দিয়েছেন শিক্ষার্থীরা।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয় এলাকার পৃথক স্থান থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আটক রাকেশ দাস বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের ২০১৯-২০ সেশনের শিক্ষার্থী এবং নিষিদ্ধ সংগঠন শাখা ছাত্রলীগের উপপ্রচার সম্পাদক ছিলেন। আরেক শিক্ষার্থী শেখ মাসুমও একই ব্যাচের শিক্ষার্থী এবং সামাজিক বিজ্ঞান অনুষদ ছাত্রলীগের উপ-প্রচার সম্পাদক।

তারা দুজনই ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক রেজা ই এলাহীর অনুসারী ছিলেন। তিনি গত ২৯ জুলাই কুবিতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শিক্ষার্থীদের ওপর হামলায় জড়িত ছিলেন। ওইদিন এক শিক্ষার্থী গুলিবিদ্ধ হন এবং ২০/৩০ জন শিক্ষার্থীকে মারধর করা হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, সকালে বিশ্ববিদ্যালয়ের পাশে রাকেশকে আটক করে কয়েকজন শিক্ষার্থী। অন্যদিকে পরে পুলিশে খবর দিলে কোটবাড়ি পুলিশ ফাঁড়ির তিন পুলিশ সদস্য তাকে আটক করে নিয়ে যায়। শেখ মাসুমকেও বিশ্ববিদ্যালয়ের পাশে অবস্থিত একটি হোটেলের সামনে থেকে আটক করে পুলিশ।

কুমিল্লা জেলা ডিবি পুলিশের ওসি সাজ্জাদ করিম খান বলেন, আটক দুই ব্যক্তির নামে মামলা রয়েছে। তাই আমরা তাদের গ্রেপ্তার করেছি। আমরা তাদের আদালতে সোপর্দ করব।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম বলেন, বিশ্ববিদ্যালয়ের দুজন শিক্ষার্থীকে গ্রেপ্তার করা হয়েছে বলে আমি দুই বিভাগের চেয়ারম্যানের মাধ্যমে জানতে পেরেছি। এরপর আমি প্রশাসনের সঙ্গে যোগাযোগ করেছি। প্রশাসন বলেছে ওদের নামে মামলা আছে। আদালতে চালান করার পর আইনিভাবে ওদের ছাড়িয়ে আনতে হবে।

উল্লেখ্য, এর আগে গত ২৯ জুলাই ছাত্র আন্দোলন চলাকালীন সাবেক সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের নেতৃত্বে কুমিল্লা বিশ্ববিদ্যালয় সংলগ্ন ছাত্র আন্দোলন চত্বরে শিক্ষার্থীদের ওপর হামলায় ছাত্রলীগ নেতাকর্মীদের সঙ্গে অংশ নেন আসামিরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কুয়েট শিক্ষার্থীদের রেললাইন অবরোধ

ভোটকেন্দ্রে সেনাবাহিনী রাখা নিয়ে উমামার উদ্বেগ

বিনামূল্যে অতিরিক্ত ব্যাগেজ সুবিধা নিয়ে ‘বড় সুখবর’ দিল নভোএয়ার 

আমির হোসেন আমুর সহকারী আজাদ গ্রেপ্তার

বাংলাদেশ ও পশ্চিমবঙ্গের ভাষা এক হলে আমি কী করব : মমতা

একসঙ্গে ২২৫ কর পরিদর্শককে বদলি

আমাদের সময় বেশি দিন নাই : স্বরাষ্ট্র উপদেষ্টা

কুকুরের তাড়া খেয়ে ড্রেনে পড়ে স্কুল শিক্ষার্থীর মৃত্যু

সুন্দরবনে মুক্তিপণের জন্য চার জেলেকে অপহরণ

তামাক নিয়ন্ত্রণ আইনের খসড়া সংশোধনী অবিলম্বে পাসের দাবি

১০

বেসরকারি অ্যাম্বুলেন্স চালকদের অনির্দিষ্টকালের ধর্মঘট ঘোষণা

১১

পিআর টিআর বুঝি না, আগের পদ্ধতিতে নির্বাচন হবে : বুলু

১২

হাসিনা গেল, কিন্তু হাসিনার পুলিশ গেল না : ফাইয়াজ

১৩

‘নগদ’র জন্য বিনিয়োগকারী খুঁজছে বাংলাদেশ ব্যাংক

১৪

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ১৯ গরু ও ২ লাখ টাকা লুট

১৫

গাজার অসহায় মানুষের পাশে বাংলাদেশি ৪ তরুণ

১৬

আসামে ‘দেখামাত্র গুলির নির্দেশ’ দুর্গাপূজা পর্যন্ত বহাল

১৭

বরিশাল নার্সিং কলেজে চোখে কালো কাপড় বেঁধে শিক্ষার্থীদের বিক্ষোভ

১৮

বরেন্দ্র বিশ্ববিদ্যালয় / এআই ক্যারিয়ার ও উচ্চশিক্ষা বিষয়ে সেমিনার অনুষ্ঠিত

১৯

‘র’-এর এজেন্ডা বাস্তবায়নের জন্য কাউকে উপদেষ্টা করা হয়নি : জুলাই ঐক্য

২০
X