কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৯ ডিসেম্বর ২০২৪, ০৯:২৬ পিএম
অনলাইন সংস্করণ

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী পালন

ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী পালন। ছবি : সংগৃহীত
ব্র্যাক ইউনিভার্সিটিতে ফজলে হাসান আবেদের মৃত্যুবার্ষিকী পালন। ছবি : সংগৃহীত

ব্র্যাক ইউনিভার্সিটিতে বিভিন্ন আয়োজনের মধ্য দিয়ে বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ফজলে হাসান আবেদের পঞ্চম মৃত্যুবার্ষিকী পালন করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ ডিসেম্বর) সকালে বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে ‘আবেদ ভাইকে ঘিরে কথকতা’ শীর্ষক আয়োজিত অনুষ্ঠানের মধ্যে ছিল আলোচনা সভা, ফজলের জীবন-দর্শন নিয়ে স্মৃতিচারণ, শিল্পকর্ম প্রদর্শনী, পোস্টার উপস্থাপনা ও বিভিন্ন সামাজিক উদ্যোগ প্রকল্পের সম্মাননা প্রদান।

ফজলে হাসান আবেদ বাংলাদেশের আর্থসামাজিক উন্নয়নের পথিকৃৎ। ২০১৯ সালের ২০ ডিসেম্বর ঢাকায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। তার রেখে যাওয়া আদর্শ ও কাজ সারা বিশ্বের মানুষের অনুপ্রেরণার উৎস।

ফজলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের এক্সিবিশন গ্যালারিতে মাসব্যাপী শিল্পকর্ম প্রদর্শনীর উদ্বোধন করেন। বিশ্ববিদ্যালয়ের প্রো ভাইস-চ্যান্সেলর প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ ও ব্র্যাক ইনস্টিটিউট অফ ল্যাঙ্গুয়েজেসের প্রতিষ্ঠাতা ও উপদেষ্টা লেডি সৈয়দা সারওয়াত আবেদ। প্রদর্শনীতে ফজলের পছন্দের শিল্পকর্ম, শিক্ষার্থীদের তৈরি চিত্রকর্ম এবং তার সামাজিক উদ্যোগের প্রতি শ্রদ্ধা জানিয়ে বিভিন্ন পোস্টার প্রেজেন্টশন অনুষ্ঠিত হয়। তিনজন শিক্ষার্থীর শিল্পকর্মকে পুরস্কৃত করা হয় এবং দুজনকে বিশেষ সম্মাননা জানানো হয়।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- স্কুল অফ আর্কিটেকচার অ্যান্ড ডিজাইনের ডিন প্রফেসর ফুয়াদ হাসান মল্লিক, ডিপার্টমেন্ট অফ আর্কিটেকচারের চেয়ারপারসন জয়নাব ফারুকী আলী, রেজিস্ট্রার ড. ডেভিড ডাউল্যান্ড এবং অফিস অব কমিউনিকেশন্সের ডিরেক্টর খায়রুল বাশার।

প্রফেসর সৈয়দ মাহফুজুল আজিজ তার বক্তব্যে বলেন, স্যার ফজলে হাসান আবেদের আদর্শ ও কর্মময় জীবন আমাদের সবার জন্য অনুপ্রেরণার উৎস। ব্র্যাক ইউনিভার্সিটির শিক্ষার্থী বা দেশের বিভিন্ন প্রান্তিক পর্যায়ে ব্র্যাকের বিভিন্ন প্রকল্পের মাধ্যমে তিনি সারাজীবন আমাদের সবার অন্তরে বেঁচে থাকবেন।

বিশ্ববিদ্যালয়ের লেকচার থিয়েটারে ‘আবেদ ভাইকে ঘিরে কথকতা’ শীর্ষক অনুষ্ঠানে ফজলের জীবন দর্শন নিয়ে আলোচনা করেন ব্র্যাক ইনস্টিটিউট অফ এডুকেশনাল ডেভেলপমেন্টের নির্বাহী পরিচালক ইরাম মারিয়াম। তিনি তার বক্তব্যে তুলে ধরেন ফজলে আবেদ কীভাবে শিশুদের মনে সাহস জোগাতেন এবং তাদের স্বপ্ন দেখতে উৎসাহিত করতেন।

এদিন বিকেলে বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয় ‘তুমি রবে নীরবে’ শীর্ষক স্মরণসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ফজলের পছন্দের দুটি কবিতা আবৃত্তি করেন রেজিস্ট্রার ডেভিড ডাউল্যান্ড। এরপর বিশ্ববিদ্যালয়ের বর্তমান এবং সাবেক শিক্ষার্থীদের নিয়ে একটি প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়। ফজলে আবেদের আদর্শ কীভাবে শিক্ষার্থীদের গবেষণা এবং আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখতে অনুপ্রাণিত করেছে আলোচকরা সেটি তুলে ধরেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন খায়রুল বাশার। অনুষ্ঠানে শিক্ষার্থীদের ১৮টি সামাজিক প্রকল্পকে বিশেষ সম্মাননা জানানো হয়।

এর আগে, গত ১৮ই ডিসেম্বর স্যার ফজলের মৃত্যুবার্ষিকী উপলক্ষে একটি দাবা প্রতিযোগিতার আয়োজন করে ব্র্যাক ইউনিভার্সিটির দাবা ক্লাব।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

এসিআই মটরসে চাকরির সুযোগ

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

‘প্রমাণ ছাড়া যেকোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

ইসলামনগরে আগুন, জাবির দুই শিক্ষার্থীসহ দগ্ধ ৪

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

১০

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

১১

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

১২

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

১৩

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

১৪

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

১৫

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

১৬

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

১৭

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

১৮

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১৯

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

২০
X