রাবি প্রতিনিধি
প্রকাশ : ২২ ডিসেম্বর ২০২৪, ১১:০৭ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে বিভিন্ন অপরাধে শাস্তি পেলেন যারা

উপর-বাঁ থেকে- মুস্তাফিজুর রহমান বাবু, ফয়সাল আহমেদ রুনু, গোলাম কিবরিয়া ও আসাদুল্লা-আল-গালিব। ছবি : সংগৃহীত
উপর-বাঁ থেকে- মুস্তাফিজুর রহমান বাবু, ফয়সাল আহমেদ রুনু, গোলাম কিবরিয়া ও আসাদুল্লা-আল-গালিব। ছবি : সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে সরাসরি হামলাসহ বিভিন্ন অপরাধে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ১৫ নেতাকর্মীসহ ১৮ শিক্ষার্থীকে বহিষ্কার করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। এছাড়া আরও ১৪ শিক্ষার্থীকে হলের আবাসিকতা বাতিল, জরিমানাসহ বিভিন্ন শাস্তি দেওয়া হয়েছে। তবে তাদের শাস্তির সুনির্দিষ্ট কারণ জানায়নি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

শনিবার (২১ ডিসেম্বর) বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. আখতার হোসাইন মজুমদার স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে।

এর আগে গত ১২ ডিসেম্বর বিশ্ববিদ্যালয়ের শৃঙ্খলা উপ-কমিটির সুপারিশের প্রেক্ষিতে গত সিন্ডিকেটের ৫৩৫তম সভায় এ সিদ্ধান্তের অনুমোদন দেওয়া হয়।

এদের মধ্যে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বিশ্ববিদ্যালয় শাখার সভাপতি মুস্তাফিজুর রহমান বাবু ও সাধারণ সম্পাদক আসাদুল্লা-আল-গালিবসহ সাবেক ও বর্তমান চারজন নেতাকর্মীকে স্থায়ী বহিষ্কার করা হয়েছে। স্থায়ী বহিষ্কার হওয়া অন্য নেতাকর্মীরা হলেন- ছাত্রলীগের সাবেক সভাপতি গোলাম কিবরিয়া ও সাধারণ সম্পাদক ফয়সাল আহমেদ রুনু। মাদারবখশ হলের যুগ্ম-সাধারণ সম্পাদক ও গণিত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী জয়ন্ত কুমার রায়, একই হলের দায়িত্বপ্রাপ্ত নেতা এবং হিসাববিজ্ঞান ও তথ্য ব্যবস্থা বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মিশকাত হাসান। এক্ষেত্রে কারও ছাত্রত্ব না থাকলে তাদের সনদ বাতিল করা হবে বলে উল্লেখ করা হয়েছে।

এদের মধ্যে পাঁচ জনকে ২ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। বহিষ্কৃতরা হলেন- নবাব আব্দুল লতিফ হল শাখা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. শামীম রেজা। একই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মো. আব্দুল্লাহ আত তাসরীফ, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী ও বঙ্গবন্ধু হল শাখার সাবেক দপ্তর সম্পাদক মিনহাজুল ইসলাম এবং একই বিভাগের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী মুজাহিদ আল হাসান। এছাড়া আরবি বিভাগের ২০১৯-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আরিফুল ইসলামকেও একই শাস্তি দেওয়া হয়েছে। তবে আরিফুলের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

এদিকে রোকেয়া হল শাখা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক ও সমাজকর্ম বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলফি শাহরিন আরিয়ানা ও একই বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও ছাত্রলীগ কর্মী জারিফা আহনাফ ইলমা, দর্শন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও মাদার বখ্শ হল শাখা ছাত্রলীগের সাবেক যুগ্ম-সাধারণ সম্পাদক কিশোর পাল এবং প্রাণিবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. আহসানুল হক মিলনকে ১ বছরের জন্য বহিষ্কার করা হয়েছে। তবে সাময়িকভাবে মিলনের রাজনৈতিক পরিচয় পাওয়া যায়নি।

এছাড়াও সমাজকর্ম বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং একই বিভাগের মরিয়ম আক্তার শান্তাকে ৬ মাসের জন্য বহিষ্কার করা হয়েছে। তারা দুজনই ছাত্রলীগের কর্মী ছিল বলে জানা গেছে।

এদিকে র‌্যাগিংয়ের অভিযোগে মার্কেটিং বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী অন্তর বিশ্বাসকে ৬ মাসের জন্য বহিষ্কার ও পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে। একই অভিযোগে মার্কেটিং বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. নাজমুল হোসেন নাবিলকে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

এছাড়া ছাত্রলীগের সঙ্গে জড়িত থাকা এবং হলের শিক্ষার্থীদের অভিযোগের প্রেক্ষিতে ১৪ জনের আবাসিকতা বাতিল করা হয়েছে। তারা হলেন- শাখা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও আইন বিভাগের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তাজরীন আহমেদ খান মেধা, চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের শিক্ষার্থী ও বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা হলের যুগ্ম-সাধারণ সম্পাদক মোছা. আশা খাতুন, ইংরেজি বিভাগের ২০১৭-১৮ বর্ষের শিক্ষার্থী ও হলের যুগ্ম-সাধারণ সম্পাদক নবনীতা বিশ্বাস। ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২০-২১ বর্ষের শিক্ষার্থী ও একই হল ছাত্রলীগের সাংস্কৃতিক সম্পাদক নুসরাত জাহান পাপড়ি। ইসলামিক স্টাডিজ বিভাগের শিক্ষার্থী ও মুক্তিযুদ্ধ ও গবেষণা সম্পাদক নুর ই জান্নাত কথা। একই বিভাগের শিক্ষার্থী এবং হল ছাত্রলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ফারিনা জামান মিম।

এছাড়া নৃবিজ্ঞান বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বঙ্গমাতা হল ছাত্রলীগের দপ্তর সম্পাদক জাফরিন খান প্রিয়া, লোক প্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক রাইতাহ ইসলাম, ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী ও সহ-সম্পাদক লিমা খাতুন, সংস্কৃত বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও উপ-প্রচার সম্পাদক বাবলি আক্তারের আবাসিকতা বাতিল করা হয়েছে। এছাড়াও চিত্রকলা, প্রাচ্যকলা ও ছাপচিত্র বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী বাবলী ইসলাম নিঝুম, সমাজকর্ম বিভাগের শিক্ষার্থী কাজী উর্বী ইয়াসমিন রুপ, ভূগোল ও পরিবেশবিদ্যা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আফ্রিদা বিনতে ইকবালের আবাসিকতা বাতিল করা হয়েছে। তবে তাদের সাময়িকভাবে তাদের ছাত্রলীগের সঙ্গে সম্পৃক্ততার বিষয়ে জানা যায়নি।

এদিকে ৫ জন শিক্ষার্থীকে প্রাথমিক পর্যায়ে প্রমাণিত অপরাধের জন্য শান্তি প্রদান করা হলেও অধিকতর তদন্ত সাপেক্ষে পুনরায় তাদের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণ করা হবে মর্মে জানানো হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চট্টগ্রাম মেডিকেল বিশ্ববিদ্যালয় / সাবেক দুই মন্ত্রীর স্বজনসহ ৫ কর্মকর্তাকে অব্যাহতি

দুই দফা কমে আবার বাড়ল স্বর্ণের দাম

বাড়ি ছাড়লেন মুরাদনগরের সেই নারী

ডিভোর্স নিয়ে মুখ খুললেন সুস্মিতা রায়

ঢাবিতে রিকশাচালকের মৃত্যু 

বাংলাদেশকে কঠিন প্রতিপক্ষ বলে মানছেন আসালাঙ্কা

জুনে এলো তৃতীয় সর্বোচ্চ রেমিট্যান্স

কলকাতার মতো শহর পৃথিবীতে আর নেই : জয়া আহসান

গণঅভ্যুত্থানের অর্জন নষ্ট করা যাবে না : গণতন্ত্র মঞ্চ

যে খাবারগুলো ইচ্ছেমতো খেলেও বাড়বে না ওজন

১০

নিয়ন্ত্রণ হারিয়ে ৯০০ ফুট নিচে নেমেছিল এয়ার ইন্ডিয়ার সেই বিমান

১১

সংস্কারের কথা সবার আগে আমরাই বলেছি : মির্জা ফখরুল

১২

আইনজীবী আলিফ হত্যা মামলায় চিন্ময় দাসসহ আসামি ৩৮

১৩

৪৪তম বিসিএস পুলিশ ক্যাডারে দেশসেরা শরীফ খান

১৪

মুরাদনগরের ধর্ষণকাণ্ড : ফজর আলীর ছোট ভাইকে খুঁজছে পুলিশ 

১৫

মোস্তাফিজকে নিয়ে লঙ্কান শিবিরে বাড়তি সতর্কতা

১৬

রাবিতে সিওআইবির সহযোগিতায় অভিযান, আট প্রতিষ্ঠানকে জরিমানা

১৭

বিএনপির দুপক্ষের রক্তক্ষয়ী সংঘর্ষে আহত ৪০

১৮

মার্কিন নৌবাহিনী ও ঘাঁটিতে গোপন মিশন, অতঃপর...

১৯

মার্কিন সহায়তা বন্ধে মৃত্যু ঝুঁকিতে ১ কোটি ৪০ লাখেরও বেশি মানুষ

২০
X