শুক্রবার, ২৬ ডিসেম্বর ২০২৫, ১১ পৌষ ১৪৩২
কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একসময় ভালো মানের ছবি তুলতে হলে আলাদা ক্যামেরার প্রয়োজন হতো। বিশেষ অনুষ্ঠান, ভ্রমণ কিংবা প্রিয় মুহূর্ত ধরে রাখতে মানুষ নির্ভর করত ডিএসএলআর বা হাই-অ্যান্ড ক্যামেরার ওপর।

কিন্তু সময় বদলেছে। এখন সবার হাতেই আছে স্মার্টফোন, আর সেই ফোনই হয়ে উঠেছে ব্যক্তিগত ক্যামেরা। আধুনিক স্মার্টফোনে যুক্ত হয়েছে উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং নানা রকম ম্যানুয়াল সেটিংস, যার ফলে চাইলে অনেকটা ডিএসএলআর মানের ছবি তুলতে পারা সম্ভব।

তবে শুধু ফোনের ফিচার থাকলেই হবে না, সঠিক কৌশল জানা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ নিয়ম মেনে চললে মোবাইলেই পাওয়া যাবে ডিএসএলআরের মতো নিখুঁত ছবি।

চলুন, জেনে নেওয়া যাক সেই ৫ কৌশল—

১. সঠিক আলোর ব্যবহার করুন

ফটোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো আলো। সকালবেলা বা বিকেলের শেষ ভাগে যখন আলো নরম ও উষ্ণ থাকে, তখন ছবি তুললে তা স্বাভাবিকভাবে সুন্দর আসে। যতটা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। বেশি ফ্ল্যাশ ব্যবহার করলে ছবির আসল রঙ বিকৃত হয়ে যেতে পারে, ত্বকের টোনও অস্বাভাবিক দেখাতে পারে।

২. প্রো মোড ব্যবহার করুন

স্মার্টফোনে থাকা ‘প্রো’ বা ‘ম্যানুয়াল’ মোড ব্যবহার করে আলোর পরিমাণ, গতি ও রঙের ভারসাম্য সরাসরি নিয়ন্ত্রণ করা যায়। আর তাই ছবি তোলার আগে আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালান্স ও ম্যানুয়াল ফোকাস ব্যবহার করে কাঙ্ক্ষিত আবহ তৈরি করতে হবে।

৩. পোর্ট্রেট মোড ব্যবহার করুন

ডিএসএলআর ক্যামেরার বোকেহ ইফেক্টের কথা অনেকেই জানেন। বোকেহ ইফেক্টে বিষয়বস্তু স্পষ্ট থাকলেও পটভূমি ঝাপসা হয়ে যায়। স্মার্টফোনের পোর্ট্রেট মোড ব্যবহার করেও এই অভিজ্ঞতা পাওয়া সম্ভব। এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিষয় ও পটভূমি শনাক্ত করে এবং প্রয়োজনীয় গভীরতা তৈরি করে, ফলে ছবির বিষয়বস্তু আরও স্পষ্ট হয়ে ওঠে।

৪. সিন ডিটেকশন সুবিধা কাজে লাগান

স্মার্টফোন ক্যামেরার আরেকটি বিশেষ সুবিধা হলো ‘সিন ডিটেকশন’। এই প্রযুক্তি খাবার, প্রকৃতি, প্রাণী, সূর্যাস্ত কিংবা রাতের ছবি—যাই হোক না কেন, স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে। এরপর ছবির রঙ, উজ্জ্বলতা ও কনট্রাস্ট মিলিয়ে সেরা আউটপুট দেয়। ফলে আলাদা করে সেটিংস নিয়ে চিন্তা করার প্রয়োজন পড়ে না।

৫. ফোকাস ঠিক রাখুন ও লেন্স পরিষ্কার করুন

স্মার্টফোনে ছবি তোলার সময় স্ক্রিনে যেখানে ট্যাপ করা হয়, ক্যামেরা সেখানেই ফোকাস করে। তাই কাঙ্ক্ষিত জায়গায় সঠিকভাবে ট্যাপ করে ফোকাস ঠিক করা জরুরি। পাশাপাশি লেন্সে আঙুলের ছাপ, ধুলো কিংবা তেলতেলে আস্তরণ পড়লে ছবি ঝাপসা হয়ে যায়। তাই ছবি তোলার আগে নরম কাপড় দিয়ে লেন্স মুছে নেওয়া অভ্যাস করলে ছবির মান আরও অনেক ভালো হবে।

সূত্র : টেকলুসিভ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারেক রহমানের আগামী ২ দিন কোথায় কোন কর্মসূচি

পাত্রী দেখে ফেরার পথে নিষিদ্ধ ছাত্রলীগ কর্মী গ্রেপ্তার

বিএনপির নতুন কর্মসূচি ঘোষণা

সেন্টমার্টিনগামী জাহাজকে লাখ টাকা জরিমানা

দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

দিপু হত্যায় ৪ আসামির আদালতে স্বীকারোক্তি

পিকনিকের খিচুড়ি রান্না করতে গিয়ে দগ্ধ ৩

ঢাকায় মহাসমাবেশের তারিখ জানাল ইসলামী আন্দোলন

২২ বছর পর ইউপি চেয়ারম্যানের পদ ছাড়লেন জামায়াতের এমপি প্রার্থী

হাদির খুনিকে পার করেন যে দুই নেতা, দিতে হলো যত টাকা

১০

সীমান্তে পুশইনের চেষ্টায় বিজিবির বাধা, ১৪ ভারতীয় নাগরিককে ফেরত

১১

তারেক রহমানের প্রত্যাবর্তনে হাসনাতের প্রত্যাশা

১২

ফিলিস্তিনি বংশোদ্ভূত নাসরি আফসুরা হন্ডুরাসের প্রেসিডেন্ট নির্বাচিত

১৩

ডিবি পরিচয়ে সাবেক ছাত্রদল নেতাকে তুলে নেওয়ার চেষ্টা, অতঃপর...

১৪

শুক্রবার গ্যাসের চাপ ১৮ ঘণ্টা কম থাকবে যেসব এলাকায়

১৫

সিলেট–রাজশাহী ম্যাচ দিয়ে শুরু হচ্ছে বিপিএলের দ্বাদশ আসর

১৬

পে স্কেল নিয়ে নতুন সিদ্ধান্তে সরকারি কর্মচারীরা

১৭

রক্ত বের হওয়ার উৎস খুঁজতে মিলল মরদেহ

১৮

দেখে নিন বিপিএলের দলগুলোর অধিনায়কের নাম

১৯

চট্টগ্রাম বন্দর : আধুনিক ব্যবস্থাপনায় আঞ্চলিক বাণিজ্যের নতুন ঠিকানা

২০
X