কালবেলা ডেস্ক
প্রকাশ : ২১ আগস্ট ২০২৫, ০৫:৪০ পিএম
আপডেট : ২১ আগস্ট ২০২৫, ০৫:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

মোবাইল দিয়েই ডিএসএলআর ক্যামেরার মতো ছবি তোলার ৫ কৌশল

ছবি : সংগৃহীত
ছবি : সংগৃহীত

একসময় ভালো মানের ছবি তুলতে হলে আলাদা ক্যামেরার প্রয়োজন হতো। বিশেষ অনুষ্ঠান, ভ্রমণ কিংবা প্রিয় মুহূর্ত ধরে রাখতে মানুষ নির্ভর করত ডিএসএলআর বা হাই-অ্যান্ড ক্যামেরার ওপর।

কিন্তু সময় বদলেছে। এখন সবার হাতেই আছে স্মার্টফোন, আর সেই ফোনই হয়ে উঠেছে ব্যক্তিগত ক্যামেরা। আধুনিক স্মার্টফোনে যুক্ত হয়েছে উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তি এবং নানা রকম ম্যানুয়াল সেটিংস, যার ফলে চাইলে অনেকটা ডিএসএলআর মানের ছবি তুলতে পারা সম্ভব।

তবে শুধু ফোনের ফিচার থাকলেই হবে না, সঠিক কৌশল জানা জরুরি। বিশেষজ্ঞরা বলছেন, কয়েকটি সহজ নিয়ম মেনে চললে মোবাইলেই পাওয়া যাবে ডিএসএলআরের মতো নিখুঁত ছবি।

চলুন, জেনে নেওয়া যাক সেই ৫ কৌশল—

১. সঠিক আলোর ব্যবহার করুন

ফটোগ্রাফির সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান হলো আলো। সকালবেলা বা বিকেলের শেষ ভাগে যখন আলো নরম ও উষ্ণ থাকে, তখন ছবি তুললে তা স্বাভাবিকভাবে সুন্দর আসে। যতটা সম্ভব প্রাকৃতিক আলো ব্যবহার করার চেষ্টা করতে হবে। বেশি ফ্ল্যাশ ব্যবহার করলে ছবির আসল রঙ বিকৃত হয়ে যেতে পারে, ত্বকের টোনও অস্বাভাবিক দেখাতে পারে।

২. প্রো মোড ব্যবহার করুন

স্মার্টফোনে থাকা ‘প্রো’ বা ‘ম্যানুয়াল’ মোড ব্যবহার করে আলোর পরিমাণ, গতি ও রঙের ভারসাম্য সরাসরি নিয়ন্ত্রণ করা যায়। আর তাই ছবি তোলার আগে আইএসও, শাটার স্পিড, হোয়াইট ব্যালান্স ও ম্যানুয়াল ফোকাস ব্যবহার করে কাঙ্ক্ষিত আবহ তৈরি করতে হবে।

৩. পোর্ট্রেট মোড ব্যবহার করুন

ডিএসএলআর ক্যামেরার বোকেহ ইফেক্টের কথা অনেকেই জানেন। বোকেহ ইফেক্টে বিষয়বস্তু স্পষ্ট থাকলেও পটভূমি ঝাপসা হয়ে যায়। স্মার্টফোনের পোর্ট্রেট মোড ব্যবহার করেও এই অভিজ্ঞতা পাওয়া সম্ভব। এআই প্রযুক্তি স্বয়ংক্রিয়ভাবে বিষয় ও পটভূমি শনাক্ত করে এবং প্রয়োজনীয় গভীরতা তৈরি করে, ফলে ছবির বিষয়বস্তু আরও স্পষ্ট হয়ে ওঠে।

৪. সিন ডিটেকশন সুবিধা কাজে লাগান

স্মার্টফোন ক্যামেরার আরেকটি বিশেষ সুবিধা হলো ‘সিন ডিটেকশন’। এই প্রযুক্তি খাবার, প্রকৃতি, প্রাণী, সূর্যাস্ত কিংবা রাতের ছবি—যাই হোক না কেন, স্বয়ংক্রিয়ভাবে তা শনাক্ত করে। এরপর ছবির রঙ, উজ্জ্বলতা ও কনট্রাস্ট মিলিয়ে সেরা আউটপুট দেয়। ফলে আলাদা করে সেটিংস নিয়ে চিন্তা করার প্রয়োজন পড়ে না।

৫. ফোকাস ঠিক রাখুন ও লেন্স পরিষ্কার করুন

স্মার্টফোনে ছবি তোলার সময় স্ক্রিনে যেখানে ট্যাপ করা হয়, ক্যামেরা সেখানেই ফোকাস করে। তাই কাঙ্ক্ষিত জায়গায় সঠিকভাবে ট্যাপ করে ফোকাস ঠিক করা জরুরি। পাশাপাশি লেন্সে আঙুলের ছাপ, ধুলো কিংবা তেলতেলে আস্তরণ পড়লে ছবি ঝাপসা হয়ে যায়। তাই ছবি তোলার আগে নরম কাপড় দিয়ে লেন্স মুছে নেওয়া অভ্যাস করলে ছবির মান আরও অনেক ভালো হবে।

সূত্র : টেকলুসিভ

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসু স্থগিতের প্রতিবাদে শহীদুল্লাহ হল থেকে শিক্ষার্থীদের মিছিল

ডাকসু নির্বাচন স্থগিতের বিষয়ে কী হবে জানালেন শিশির মনির

মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় দুই বাংলাদেশির মৃত্যু

দুধ দিয়ে গোসল করে জুয়া খেলা ছাড়লেন যুবক

শিশুদের জন্য লবণ কতটুকু প্রয়োজন, যা বলছেন পুষ্টিবিদ

ক্রিকেট বোর্ডের নির্বাচন কবে, জানিয়ে দিল বিসিবি

এক ওভারে দিলেন ৪৩ রান, করলেন ১৩ বল

কারামুক্ত হয়ে গানে ফিরছেন নোবেল

১৪ বছর ব্যাংকে চাকরির পর এখন ফুটপাতে করছেন ভিক্ষা

ওয়ালটন লিফটের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন সংগীতশিল্পী তাহসান

১০

নখ কাটলে কি অজু ভেঙে যায়?

১১

সেনাপ্রধানের রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সাক্ষাৎ নিয়ে বিবৃতি

১২

ডাকসু নির্বাচন স্থগিত

১৩

মাদক মামলায় ৪ জনের যাবজ্জীবন

১৪

অবাধে চলছে সংরক্ষিত বনের গাছ উজাড়

১৫

গেইল-পোলার্ডের এলিট ক্লাবে হেলস

১৬

আফগান মানুষ পাচারকারীদের অভিযান নিয়ে ‘ওয়েকিং আওয়ার্স’

১৭

জামায়াত নেতাদের জরুরি বৈঠক

১৮

আফগানিস্তানে ভূমিকম্পের ঘটনায় আহমাদুল্লাহর শোক

১৯

বায়তুশ শরফ স্বর্ণপদক পাচ্ছেন জবি শিক্ষক ড. মো. ইব্রাহীম খলিল

২০
X