নিখোঁজের ৩৫ ঘণ্টা পর কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে নেমে নিখোঁজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ফার্মেসি বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী তানভীর আহমেদের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
বুধবার (১৪ জুন) সকালে গড়াই নদীতে ওই শিক্ষার্থীর মরদেহ ভেসে ওঠে। তবে তাৎক্ষণিক ওই মরদেহ ঢাবি শিক্ষার্থী তানভীরের কিনা, তা নিশ্চিত হওয়া যাচ্ছিল না। পরে তানভীরের বাবা আবদুল মালেক ঘটনাস্থলে এসে তার মরদেহ শনাক্ত করেন। এ সময় তানভীরের পরিবারের সদস্যদের মধ্যে এক হৃদয়বিদারক দৃশ্যের অবতারণা হয়।
জানা যায়, এর আগে সোমবার (১২ জুন) বিকেলে ঢাবি শিক্ষার্থী তানভীর আহমেদসহ তার ১২ সহপাঠী কুষ্টিয়ায় বেড়াতে এসে গড়াই নদীতে গোসল করতে নামেন। তারা সবাই একই বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী। গড়াই নদীতে গোসল করতে গিয়ে সবাই নিরাপদে ফিরে এলেও পানিতে তলিয়ে যান তানভীর। ঘটনার পর থেকে তার সন্ধানে খুলনা থেকে ডুবুরি দল ও স্থানীয় ফায়ার সার্ভিস কর্মীরা উদ্ধার তৎপরতা অব্যাহত রাখেন। বুধবার সকালে ঘটনাস্থল, অর্থাৎ যেখানে নিখোঁজ হয়েছিলেন তার পাশ থেকেই তানভীরের মরদেহ ভেসে ওঠে।
কুমারখালী থানার ওসি মহসিন আলী জানান, মরদেহটি সোমবার বিকেলে কুষ্টিয়ার গড়াই নদীতে গোসল করতে গিয়ে নিখোঁজ ঢাবি শিক্ষার্থী তানভীর আহমেদের। তার বাবা আবদুল মালেক মরদেহটি তানভীরের বলে শনাক্ত করেছেন।
মন্তব্য করুন