রাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

পোষ্য কোটা বাতিলের আন্দোলন কর্মসূচির মধ্যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই আলোচনা করে তৈরি করে রেখেছিলাম। বৃহস্পতিবার সালাহউদ্দিন আম্মার পোষ্য কোটা বাতিলের আন্দোলনে বহিরাগত নিয়ে এসেছে। যেটা সে নিজেই স্বীকার করেছে। এজন্য আমাদের সিদ্ধান্তের আরও বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’

প্রথমবর্ষের শিক্ষার্থী যারা আইডি কার্ড পাননি তাদের বিষয়ে প্রক্টর বলেন, ‘বিষয়টা সহজ করে দেখলেই হবে। তারা তাদের ভর্তির সময়কার কোনো কাগজ সঙ্গে রাখতে পারে বা ফোনে ছবি তুলে রাখার আহ্বান করছি।’

তবে বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের বিষয়ে সালাহউদ্দিন আম্মার তার এক ফেসবুক পোস্টে লিখেন, ‘৯ জন শিক্ষার্থী আসছিল তাদের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি উঠানোর জন্য। তাদের ছবি তুলে বহিরাগত বলে নিউজ করানো হলো এবং তাৎক্ষণিক বহিরাগত নিষিদ্ধের নোটিশ দিল প্রক্টর।’

এদিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সারা দিন প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এদিন সকাল পৌনে ৯টা থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। অনেক কর্মকর্তা-কর্মচারী বের হয়ে গেলেও অনেকে বের হননি।

পরে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন দুই উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দিন খানসহ অনেক কর্মকর্তা-কর্মচারী। তবে কোটার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অক্ষয় খান্নার চরিত্র যেভাবে ‘ছিনিয়ে’ নেন আমির!

সিবিআইয়ের জেরার মুখে থালাপতি বিজয়

বিএনপিতে যোগ দিলেন এনসিপির সাবেক কেন্দ্রীয় নেতা

ড. রেজা কিবরিয়াকে শোকজ

সুনেরাহ অনেক পোংটা: আরশ খান

কোনো পরাশক্তিই দেশকে বিরাজনীতিকরণ করতে পারবে না : মঈন খান 

সাতক্ষীরায় বছরের সর্বনিম্ন তাপমাত্রার রাতে শীতবস্ত্র বিতরণ

কোনো বাপের বেটা নেই আমাকে থামাতে পারে : রুমিন ফারহানা

জামায়াত আমিরের সঙ্গে ইইউ প্রতিনিধিদলের বৈঠক

তিন দফা দিয়ে নতুন কর্মসূচি ঘোষণা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের

১০

হাদি হত্যার নির্দেশদাতার অবস্থান জানা গেল

১১

‘ভেনেজুয়েলা কোনো বিদেশি শক্তির হাতে নেই’

১২

ইসিতে রিটার্নিং কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ প্রার্থীর

১৩

যুবদলের দুই কমিটি বিলুপ্ত

১৪

রাবা খানের গল্পে সুনেরাহ-আরশ

১৫

বিশ্বকাপ ঘিরে ভবিষ্যৎ পদক্ষেপ কী, সাফ জানিয়ে দিল বিসিবি

১৬

জলমহাল নিয়ে বিএনপির দুপক্ষের সংঘর্ষ

১৭

গণভোটে নির্ধারিত হবে আগামীর বাংলাদেশ কেমন হবে : বিসিআইসির চেয়ারম্যান

১৮

শীতে ত্বক কেন চুলকায়

১৯

হায়ার বাংলাদেশ চালু করল ২৪/৭ কল সেন্টার, একই সঙ্গে সম্প্রসারিত করল সার্ভিস নেটওয়ার্ক

২০
X