রাবি প্রতিনিধি
প্রকাশ : ০২ জানুয়ারি ২০২৫, ০৭:৩৬ পিএম
অনলাইন সংস্করণ

এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে বহিরাগত প্রবেশে নিষেধাজ্ঞা

রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত
রাজশাহী বিশ্ববিদ্যালয়। ছবি : সংগৃহীত

পোষ্য কোটা বাতিলের আন্দোলন কর্মসূচির মধ্যে এবার রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) বিনা অনুমতিতে বহিরাগতদের প্রবেশ ও অবস্থানে নিষেধাজ্ঞা দিয়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (০২ জানুয়ারি) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইনশৃঙ্খলার সুষ্ঠু ব্যবস্থাপনা ও শিক্ষার সার্বিক পরিবেশ সমুন্নত রাখার লক্ষ্যে রাজশাহী বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগতদের বিনা অনুমতিতে প্রবেশ ও অবস্থান নিষিদ্ধ করা হলো। সেই সঙ্গে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিজ নিজ পরিচয়পত্র সার্বক্ষণিক সঙ্গে রাখারও নির্দেশ দেওয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক মাহবুবর রহমান বলেন, ‘আমরা বিষয়টা নিয়ে বেশ কিছুদিন আগে থেকেই আলোচনা করে তৈরি করে রেখেছিলাম। বৃহস্পতিবার সালাহউদ্দিন আম্মার পোষ্য কোটা বাতিলের আন্দোলনে বহিরাগত নিয়ে এসেছে। যেটা সে নিজেই স্বীকার করেছে। এজন্য আমাদের সিদ্ধান্তের আরও বেশি প্রয়োজনীয়তা দেখা দিয়েছে।’

প্রথমবর্ষের শিক্ষার্থী যারা আইডি কার্ড পাননি তাদের বিষয়ে প্রক্টর বলেন, ‘বিষয়টা সহজ করে দেখলেই হবে। তারা তাদের ভর্তির সময়কার কোনো কাগজ সঙ্গে রাখতে পারে বা ফোনে ছবি তুলে রাখার আহ্বান করছি।’

তবে বহিরাগত শিক্ষার্থীদের নিয়ে আন্দোলনের বিষয়ে সালাহউদ্দিন আম্মার তার এক ফেসবুক পোস্টে লিখেন, ‘৯ জন শিক্ষার্থী আসছিল তাদের ভর্তি পরীক্ষার আবেদন ফি কমানোর দাবি উঠানোর জন্য। তাদের ছবি তুলে বহিরাগত বলে নিউজ করানো হলো এবং তাৎক্ষণিক বহিরাগত নিষিদ্ধের নোটিশ দিল প্রক্টর।’

এদিকে পোষ্য কোটা বাতিলের দাবিতে বৃহস্পতিবার সারা দিন প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এদিন সকাল পৌনে ৯টা থেকে শিক্ষার্থীরা প্রশাসন ভবন থেকে সবাইকে বের হয়ে যাওয়ার আহ্বান জানান। অনেক কর্মকর্তা-কর্মচারী বের হয়ে গেলেও অনেকে বের হননি।

পরে সকাল ১০টায় প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে দেন তারা। এতে অবরুদ্ধ হয়ে পড়েন দুই উপ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন, অধ্যাপক ফরিদ উদ্দিন খানসহ অনেক কর্মকর্তা-কর্মচারী। তবে কোটার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে আজ কোথায় কী

বাংলাদেশের ম্যাচসহ টিভিতে আজকের যত খেলা

ঢাকায় কখন হতে পারে বজ্রবৃষ্টি, জানাল আবহাওয়া অফিস

রোববার রাজধানীর যেসব মার্কেট বন্ধ

৫ অক্টোবর : আজকের নামাজের সময়সূচি

মহাসড়কে গাড়ি থামিয়ে ডাকাতি, ক্লু পাচ্ছে না পুলিশ

পাতানো জালে আটকা নিখোঁজ বৃদ্ধের লাশ

ভারত বাংলাদেশে রাজনৈতিক স্থিতিশীলতা চায় না : মুশফিকুর রহমান

সিলেটে যানজট মোকাবিলায় এনসিপির ২৭ প্রস্তাবনা

এক মাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

১০

মানুষের কাছে জাগপার বার্তা পৌঁছে দিতে হবে : রাশেদ প্রধান 

১১

গাজীপুরে রাতের আঁধারে সড়কে ঝরল ৩ প্রাণ

১২

তোফায়েল আহমেদের মৃত্যুর গুঞ্জন

১৩

আ. লীগের সহসম্পাদক ব্যারিস্টার হাবিব গ্রেপ্তার

১৪

এক টাকারও অভিযোগ দিতে পারলে রাজনীতি থেকে ইস্তফা দিব : সারজিস

১৫

ঢাকা মহানগর আদালতে পরিচ্ছন্নতা অভিযান

১৬

উপস্বাস্থ্যকেন্দ্রে নারীসহ ফার্মাসিস্ট আটক

১৭

৮ দিন পর খাগড়াছড়িতে ১৪৪ ধারা প্রত্যাহার

১৮

চাঁদা না দেওয়ায় ঠিকাদারকে ডেকে নিয়ে মারধর

১৯

মাউন্ট-সেশকোর গোলে ম্যানইউর স্বস্তির জয়

২০
X