বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) ক্যাম্পাসের অভ্যন্তরে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর স্থানীয় সন্ত্রাসীদের হামলার অভিযোগ উঠেছে।
মঙ্গলবার (১৫ আগস্ট) সকালে এ ঘটনার সূত্রপাত। হামলার ঘটনায় শোক দিবসের অনুষ্ঠানে আসা একজন অতিথি গুরুতর আহত অবস্থায় হাসপাতালে চিকিৎসাধীন। ছাত্রকল্যাণ পরিচালক ড. রিয়াজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
প্রত্যক্ষদর্শীদের একজন ৪৬তম ব্যাচের ফাহাদ কালবেলাকে জানান, বিশ্ববিদ্যালয় সংলগ্ন শিক্ষার্থীদের চলাচলের রাস্তায় স্থানীয় কিছু লোকজন ক্রিকেট খেললে শিক্ষার্থীরা তাদের বাধা দেয়। এতে কিছুটা বাগবিতণ্ড হয় এবং স্থানীয় লোকজন খেলা বন্ধ করে স্থান ত্যাগ করে। পরবর্তীতে বেলা দেড়টার দিকে ২০ থেকে ৩০ জন স্থানীয় সন্ত্রাসী লাঠি, রড নিয়ে ক্যাম্পাসে প্রবেশ করে শিক্ষার্থীদের ওপর হামলা চালায়। পরে ক্যাম্পাসে ১৫ আগস্টের অনুষ্ঠানে আসা কয়েকজন অতিথির ওপরও হামলা করা হয়। একইসাথে ক্যাম্পাসে ছাত্র সংসদ সংলগ্ন চেয়ার এবং মোটরসাইকেল ভাংচুর করে পালিয়ে যায়।
পরবর্তীতে ঘটনা জানাজানি হলে আবাসিক হল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে ছুটে আসে এবং বিটাক মোড়ে বিক্ষোভ করে।
সরেজমিনে গিয়ে দেখা যায়, শিক্ষার্থীরা রাস্তায় বিক্ষোভ করছে। তাদের দাবি, অনেকদিন ধরে স্থানীয়রা এই রাস্তা দখল করে সাধারণ চলাফেরায় বিঘ্ন ঘটাচ্ছে। ক্যাম্পাসের নারী শিক্ষার্থীরা প্রায়ই ইভটিজের শিকার হচ্ছে।
সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ, আজকে যা হয়েছে তা প্রশাসনের চোখের সামনে অথচ তারা কিছু করতে পারল না। ক্যাম্পাসের অভ্যন্তরে শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ বিশ্ববিদ্যালয় প্রশাসন।
সাধারণ শিক্ষার্থীদের মাধ্যমে আরও জানা যায়, ক্যাম্পাস সংলগ্ন এই রাস্তায় বহিরাগতরা খেলাধুলা করতে গিয়ে প্রায়ই জানালার কাচ ভেঙে ফেলে এবং রাতে মাদকের আসর বসায়।
পরবর্তীতে বিশ্ববিদ্যালয় উপাচার্য অধ্যাপক ড. শাহ আলিমুজ্জামান এবং ছাত্রকল্যাণ পরিচালক ড. রিয়াজুল ইসলাম ঘটনাস্থলে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের শান্ত করেন।
উপাচার্য শিক্ষার্থীদের আশ্বস্ত করে বলেন, আমাদের কাছে সিসিটিভি ফুটেজ রয়েছে। আমরা ফুটেজ দেখে পুলিশ প্রশাসনের কাছে অভিযোগ করব এবং রাস্তায় খেলা তথা বহিরাগতদের আনাগোনা নজরদারি করব।
উপাচার্যর আইনানুগ ব্যবস্থা নেওয়ার আশ্বাসে ঘটনাস্থল ত্যাগ করে শিক্ষার্থীরা।
তবে হামলার ঘটনা নিয়ে প্রক্টর অধ্যাপক ড. মশিউর রহমান খানের সঙ্গে একাধিকবার যোগাযোগের করার চেষ্টা করেও তার মুঠোফোনে যোগাযোগ করা সম্ভব হয়নি।
মন্তব্য করুন