জবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৫, ০৩:৪০ পিএম
অনলাইন সংস্করণ

একইদিনে জবি-ঢাবির পরীক্ষা : ভোগান্তিতে শিক্ষার্থী ও অভিভাবকরা

পুরান ঢাকার সড়কে যানজট। ছবি : কালবেলা
পুরান ঢাকার সড়কে যানজট। ছবি : কালবেলা

শুরু হয়েছে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি পরীক্ষা। এবার একই দিনে ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) ‘এ’ ইউনিটের ভর্তি পরীক্ষা ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ‘বি’ ইউনিটের পরীক্ষা। ফলে তীব্র ভোগান্তিতে পড়েছে পরীক্ষার্থী ও অভিভাবকরা। বিশেষ করে পুরান ঢাকার যানজট পরীক্ষার্থী ও পথচারীদের তীব্র ভোগান্তিতে ফেলেছে।

শনিবার (১৫ ফেব্রুয়ারি) সকাল থেকেই পুরান ঢাকার গুলিস্তান থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় এলাকায় সৃষ্টি হয়েছে তীব্র যানজট। কয়েক কিলোমিটার হেঁটে পরীক্ষার হলে আসতে হচ্ছে শিক্ষার্থীদের। সদরঘাটগামী যানবাহনগুলো তাঁতীবাজার ও রায় সাহেবের বাজার মোড় থেকে ঘুরিয়ে দেওয়া হলেও গুলিস্তান পল্টন পর্যন্ত যানজট রয়েছে বলছেন শিক্ষার্থী, অভিভাবক ও উবার চালকরা।

ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ‘এ’ ইউনিটের পরীক্ষা তিনটি কেন্দ্রে (সোহরাওয়ার্দী কলেজ, সরকারি কবি নজরুল ইসলাম কলেজ ও মহানগর মহিলা কলেজ) অনুষ্ঠিত হয়। কয়েক হাজার পরীক্ষার্থী আসায় এ যানজটের মাত্রা আরও বেড়েছে। এতে নাকাল শিক্ষার্থীরা।

একই দিনে পরীক্ষা রয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ‘বি’ ইউনিটের। প্রায় অর্ধলাখ শিক্ষার্থী এদিন পরীক্ষা দেবে। তিনটি কেন্দ্রে সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে ‘বি’ ইউনিটের পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।

উত্তরা থেকে পরীক্ষা দিতে আসেন নাজমুল। দ্বিতীয় শিফটে পরীক্ষা দেবেন তিনি। তবে সময় মতো কেন্দ্রে উপস্থিত হওয়ার জন্য যানজটের কারণে হেঁটে এসেছেন গুলিস্তান থেকে। তিনি জানান, দুপুর ১টায় পরীক্ষা। সেজন্য সকালে বের হয়েছি। কিন্তু তীব্র যানজটে অনেক সময় লেগে গেছে। আমি গুলিস্তান থেকে হেঁটে এসেছি। সারা রাস্তায় গাড়ি আর মানুষ।

রায়সাহেব বাজার থেকে রিকশায় আসতে রুমি খাতুনের সময় লেগেছে ২৫ মিনিট। তিনি জানান, আমার পরীক্ষা ১টা থেকে। কিন্তু এটুকু রাস্তা হেঁটে আসলেও কম সময় লাগত। কিন্তু আমি একটু হাঁটলেই পা ব্যথা করে। তাই রিকশা নেওয়া।

ছেলের সঙ্গে পরীক্ষা কেন্দ্র জবিতে এসেছেন সাজ্জাদ হোসেন। তিনি এসেছেন এয়ারপোর্ট থেকে। উবারে চড়ে আসতে তাদের পাড়ি দিতে হয়েছে গুলিস্তানের জ্যাম। তিনি বলেন, আমার ছেলের পরীক্ষা বিকালের শিফটে। তবে এয়ারপোর্ট থেকে আসতে অনেক সময় লেগেছে। গুলিস্তান থেকে আসতে সময় লেগেছে প্রায় দেড় ঘণ্টা। সারা রাস্তায় মানুষ আর গাড়ি। অনেকেই হেঁটেও আসছেন।

উল্লেখ্য, দীর্ঘ চার বছর পর জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) নিজস্ব পদ্ধতিতে ভর্তি পরীক্ষা নেওয়া শুরু করেছে। আজ ‘বি’ ইউনিট কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। সকাল ১০টা থেকে ১১টা, দুপুর ১টা থেকে ২টা এবং বিকেল ৪টা থেকে ৫টা পর্যন্ত তিন শিফটে হবে এ পরীক্ষা। বিশ্ববিদ্যালয় সূত্রে জানায়, ‘বি’ ইউনিটের মোট পরীক্ষার্থীর সংখ্যা ৪২ হাজার ৯৭৪ জন। আসন সংখ্যা ৭৮৫টি। আসনপ্রতি লড়বেন ৫৫ জন শিক্ষার্থী।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দণ্ডিতদের বক্তব্য প্রচার না করার অনুরোধ সাইবার নিরাপত্তা এজেন্সির

আফগানিস্তানকে বড় ব্যবধানে হারাল বাংলাদেশ

রায়ে ‘ন্যায় বিচার’ প্রতিষ্ঠা পেয়েছে : বিএনপি

বর্ষসেরা ফুটবলারের সংক্ষিপ্ত তালিকা প্রকাশ, আছেন যারা

শেখ হাসিনার মামলার পরবর্তী আইনি পদক্ষেপ কী

গাজীপুর জেলা কারাগারে হাজতির মৃত্যু

ঘুষের টাকা ফেরত চাওয়ায় মা-ছেলেকে পেটাল গ্রাম পুলিশ

বিএনপির কেন্দ্রীয় নেতা মতিউর রহমান মারা গেছেন

নির্বাচিত সরকার না আসা পর্যন্ত সংকট দূর হবে না : কফিল উদ্দিন

পটুয়াখালীতে বিএনপির প্রস্তাবিত নির্বাচনী অফিসে অগ্নিসংযোগ

১০

প্রত্যর্পণ চুক্তিতে আছে যত ফাঁকফোকর

১১

মুরগির ঘর থেকে তিনজনের লাশ উদ্ধার, দুদিনেও গ্রেপ্তার নেই

১২

পর্যটন শিল্পের অপার সম্ভাবনাময় রাংকুট বৌদ্ধবিহার

১৩

সশস্ত্র বাহিনী, জনতার ঐক্য এবং জাতীয় নির্বাচন

১৪

শেখ হাসিনার ফাঁসির রায়ে পুলিশ ও জনতাকে মিষ্টি খাওয়ালেন জুলাই যোদ্ধারা

১৫

জকসু নির্বাচনে মনোনয়ন নিলেন ৩১২ জন

১৬

শেখ হাসিনার রায় নিয়ে ‘বিস্ফোরক মন্তব্য’ শুভেন্দুর

১৭

‘হাসিনার বিরুদ্ধে রায় প্রমাণ করে, কেউ আইনের ঊর্ধ্বে নয়’

১৮

আশুগঞ্জ-নবীনগর সড়ক প্রকল্প / অধিগ্রহণের টাকা না দিয়ে জোরপূর্বক রাস্তা নির্মাণের প্রতিবাদ

১৯

জবি ‘বি’ ইউনিটের পরীক্ষার তারিখ পরিবর্তন

২০
X