খুবি প্রতিনিধি
প্রকাশ : ১১ মার্চ ২০২৫, ০৭:০৮ পিএম
অনলাইন সংস্করণ

খুবির পরিচালক শেখ মুজিবুরকে বরখাস্ত

সদ্য বরখাস্ত খুবির পরিচালক শেখ মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত
সদ্য বরখাস্ত খুবির পরিচালক শেখ মুজিবুর রহমান। ছবি : সংগৃহীত

খুলনা বিশ্ববিদ্যালয়ের (খুবি) অর্থ ও হিসাব বিভাগের পরিচালক শেখ মুজিবুর রহমানকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।

সোমবার (১০ মার্চ) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ও প্রশাসন শাখা প্রধানের স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য নিশ্চিত করা হয়।

অফিস আদেশে উল্লেখ করা হয়, অর্থ ও হিসাব বিভাগের অবসরপ্রাপ্ত উপ-রেজিস্ট্রার মো. রহমত আলীর আনীত অভিযোগের ভিত্তিতে ২০২৪ সালের ৫ নভেম্বর একটি তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত প্রতিবেদন সিন্ডিকেটের ২৩০তম সভায় উপস্থাপিত হলে তার বিরুদ্ধে অভিযোগের প্রাথমিক সত্যতা প্রমাণিত হয়। এরপর গত ১৭ ফেব্রুয়ারি কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়।

এদিকে, গত ৩ মার্চ শেখ মুজিবুর রহমান নোটিশের জবাব দাখিল করলেও তা কর্তৃপক্ষের কাছে সন্তোষজনক প্রমাণিত হয়নি। ফলে সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা ২০১৮-এর বিধি-১২ অনুযায়ী তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে অভিযোগের বিষয়ে অধিকতর তদন্তের জন্য নতুন তদন্ত কমিটি গঠন করা হবে।

বরখাস্তকালীন সময়ে তাকে প্রতি কার্যদিবসে কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে এবং বিধি অনুযায়ী তিনি খোরপোষ ভাতা পাবেন।

খোঁজ নিয়ে জানা গেছে, বরখাস্ত শেখ মুজিবুর রহমান অতীতেও বিভিন্ন অনিয়ম ও ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছিল। তবে রাজনৈতিক আশ্রয়-প্রশ্রয়ের কারণে অতীতে তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়নি বলে অভিযোগ রয়েছে। এছাড়াও সরকারি ব্রজলাল কলেজের মুক্তি হত্যাকাণ্ডের সাজাপ্রাপ্ত আসামি ছিলেন। দীর্ঘ চার বছর কারাভোগের পর রাষ্ট্রপতির ক্ষমায় মুক্তি পেয়েছেন বলে জানা গেছে।

খুবির উপাচার্য প্রফেসর ড. মো. রেজাউল করিম বলেন, অভিযুক্ত ব্যক্তির বিরুদ্ধে আনীত অভিযোগের প্রেক্ষিতে সিন্ডিকেটের সিদ্ধান্ত অনুযায়ী একটি অধিকতর তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্ত কমিটির রিপোর্ট না পাওয়া পর্যন্ত তাকে অস্থায়ীভাবে বহিষ্কার করা হয়েছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সাবেক আইজিপি জাবেদ পাটোয়ারীসহ ৫ জনের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

ইলেকট্রিক শকে মাছ শিকার, হুমকিতে জীববৈচিত্র্য

অস্ত্রোপচারের পর কেমন আছেন দীপিকা

কৃষক দলের সেক্রেটারি শহিদুল ইসলাম কারাগারে 

ডিবি হারুনসহ ১৮ পুলিশ কর্মকর্তা বরখাস্ত 

হত্যা মামলায় আনিসুল, রাতের ভোটের মামলায় হেলালুদ্দীন গ্রেপ্তার 

পুকুরে ভাসছিল নিখোঁজ হাফেজ ইমরানের মরদেহ

বিপিএলে এক ম্যাচ হারতে ৪০০ কোটি টাকার প্রস্তাব!

‘দেখামাত্র গুলির নির্দেশ’ বার্তা ফাঁসকারী পুলিশ সদস্য গ্রেপ্তার

অবৈধভাবে কর্মী ছাঁটাইয়ের জন্য ৬ কোটি ডলার জরিমানা

১০

ঘুমধুম সীমান্তে আরকান আর্মির ২ সহযোগী আটক

১১

এশিয়া কাপে বাদ পড়ার শঙ্কায় গিল-সিরাজ

১২

শান্তির আশায় ওয়াশিংটনে জেলেনস্কি

১৩

সাভার উপজেলাকে ‘ডিগ্রেডেড এয়ারশেড’ ঘোষণা, বায়ুদূষণ নিয়ন্ত্রণে কঠোর বিধিনিষেধ জারি

১৪

অশ্রুসিক্ত নেইমার, ইতিহাসের সবচেয়ে বড় হারে ভেঙে পড়ল সান্তোস

১৫

জুলাই হত্যাযজ্ঞ / শেখ হাসিনা-কামালের বিরুদ্ধে পঞ্চম দিনের সাক্ষ্যগ্রহণ আজ

১৬

সাগরে তিন দিন ভাসতে থাকা ৮ জেলে উদ্ধার

১৭

কুয়েতে গিয়ে ভিক্ষাবৃত্তি, বাংলাদেশিসহ ১৪ নারী আটক

১৮

ঝিনাইদহ-২ আসনের সাবেক এমপি গ্রেপ্তার

১৯

সকালে খালি পেটে মাঠা খাচ্ছেন, কী বলছেন পুষ্টিবিদরা

২০
X