কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষতা উন্নয়নে চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে এনএসডিএ  

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ও এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ। ছবি : কালবেলা
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ও এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ও দেশের চারটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

শনিবার (৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন স্বল্পমেয়াদি ও পেশাদার কোর্স, কর্মক্ষেত্র উপযোগী দক্ষতা প্রশিক্ষণ এবং দক্ষতা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালু করা হবে। এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা পর্যালোচনা, সেক্টরভিত্তিক মানবসম্পদের প্রয়োজনীয়তা নির্ধারণ এবং সে অনুযায়ী দক্ষতা উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে। এনএসডিএ এবং বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান সংক্রান্ত প্রশিক্ষণ, মূল্যায়ন ও সনদ প্রদানের ব্যবস্থা করা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী চাকরির বাজারের জন্য প্রস্তুত করা হবে। এছাড়াও, যৌথভাবে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কারিকুলাম তৈরি, শিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) এবং মাস্টার ট্রেইনার তৈরির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে।

মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ‘থ্রি-জিরো’ তত্ত্ব বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জনমিতিক লভ্যাংশ অর্জনে তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদাহরণ তুলে ধরে বলেন, আমাদের দেশের অসংখ্য তরুণ সম্প্রতি জাপানি ভাষায় দক্ষতা অর্জন করে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ তৈরি করেছে।

এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ বলেন, এই সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে এনএসডিএ এবং দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং এনএসডিএ ও ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের (আইএসসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের ৪ জুন এনএসডিএ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই ধরনের দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

প্রিপেইড মিটারের ডিমান্ড চার্জ ও মিটার ভাড়া নিয়ে বিদ্যুৎ বিভাগ যা বলছে

ডিআইজি পদে একযোগে ৩৩ জনের পদোন্নতি

আলোচিত ছাত্রদল নেতা হত্যা মামলার আসামি ঢাকায় গ্রেপ্তার

কানাডায় নেওয়ার কথা বলে নিল ৩৮ লাখ, নিঃস্ব ২ পরিবার

মার্করামের বিশ্বরেকর্ড, প্রোটিয়াদের কাছে ধবলধোলাই ভারত

আমার মতো এত বেশি উত্থান-পতন কেউ দেখেনি: জোভান

বিএনপি নেতা ফজলুর রহমানের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ 

সহজ, ঝটপট আর দারুণ মুচমুচে বাঁধাকপির পাকোড়া

কাঠের সেতুই ২০ গ্রামে স্বস্তির হাসি

রাবিতে বহুল প্রত্যাশিত ই-কার সেবা চালু

১০

ব্রাজিল, আর্জেন্টিনা ম্যাচের জন্য বাংলাদেশের শক্তিশালী দল ঘোষণা

১১

শিশুকে ধর্ষণের চেষ্টা, অভিযুক্তকে পুলিশে দিলেন স্থানীয়রা

১২

হোয়াটসঅ্যাপে এলো নতুন ‘নোট’ ফিচার

১৩

আবারও যমুনা অভিমুখে মিছিলের ঘোষণা ৪৭তম বিসিএস পরীক্ষার্থীদের

১৪

ব্যক্তিগত চ্যাট ফাঁসের পর বিয়ে স্থগিত, মুখ খুললেন গায়কের মা

১৫

প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

১৬

হত্যা মামলার প্রধান আসামি র‌্যাবের হাতে গ্রেপ্তার

১৭

লটারির পর একযোগে ৬৪ এসপিকে বদলি

১৮

লটারিতে এসপি নিয়োগে মেধাবী কেউ বাদ পড়েনি : স্বরাষ্ট্র উপদেষ্টা

১৯

ব্যাংক কর্মকর্তাদের বিদেশ ভ্রমণে নতুন নির্দেশনা

২০
X