কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ০৩ মে ২০২৫, ০৫:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

দক্ষতা উন্নয়নে চার বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশিক্ষণ দেবে এনএসডিএ  

প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ও এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ। ছবি : কালবেলা
প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ও এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজ। ছবি : কালবেলা

শিক্ষার্থীদের দক্ষতা উন্নয়ন এবং ইন্ডাস্ট্রি ও শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে সহযোগিতা বৃদ্ধির লক্ষ্যে জাতীয় দক্ষতা উন্নয়ন কর্তৃপক্ষ (এনএসডিএ) ও দেশের চারটি শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে।

বিশ্ববিদ্যালয়গুলো হলো বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট), রাজশাহী প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (রুয়েট), জাতীয় বিশ্ববিদ্যালয় এবং বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয় (বাউবি)।

শনিবার (৩ মে) রাজধানীর আগারগাঁওয়ে বিনিয়োগ ভবনে এ চুক্তি স্বাক্ষর হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রধান উপদেষ্টার মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া। এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান (সচিব) নাসরীন আফরোজের সভাপতিত্বে এ অনুষ্ঠানে সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়গুলোর উপাচার্য এবং ঊর্ধ্বতন কর্মকর্তারাও উপস্থিত ছিলেন।

স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী, এই বিশ্ববিদ্যালয়গুলোতে নিয়মিত শিক্ষার পাশাপাশি বিভিন্ন স্বল্পমেয়াদি ও পেশাদার কোর্স, কর্মক্ষেত্র উপযোগী দক্ষতা প্রশিক্ষণ এবং দক্ষতা বিষয়ক সচেতনতামূলক কার্যক্রম চালু করা হবে। এছাড়াও, জাতীয় ও আন্তর্জাতিক চাকরির বাজারের চাহিদা পর্যালোচনা, সেক্টরভিত্তিক মানবসম্পদের প্রয়োজনীয়তা নির্ধারণ এবং সে অনুযায়ী দক্ষতা উন্নয়নের পদক্ষেপ নেওয়া হবে। এনএসডিএ এবং বিশ্ববিদ্যালয়গুলোর যৌথ উদ্যোগে শিক্ষার্থীদের জন্য কর্মসংস্থান সংক্রান্ত প্রশিক্ষণ, মূল্যায়ন ও সনদ প্রদানের ব্যবস্থা করা হবে। আন্তর্জাতিক বিশেষজ্ঞদের মাধ্যমে প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে শিক্ষার্থীদের বিশ্বব্যাপী চাকরির বাজারের জন্য প্রস্তুত করা হবে। এছাড়াও, যৌথভাবে কম্পিটেন্সি স্ট্যান্ডার্ড ও কারিকুলাম তৈরি, শিক্ষকদের প্রশিক্ষণ (টিওটি) এবং মাস্টার ট্রেইনার তৈরির জন্য বিভিন্ন প্রশিক্ষণ কর্মসূচি গ্রহণ করা হবে।

মুখ্য সচিব এম সিরাজ উদ্দিন মিয়া ‘থ্রি-জিরো’ তত্ত্ব বাস্তবায়নের ওপর জোর দিয়ে বলেন, দেশের জনশক্তিকে দক্ষ করে গড়ে তুলতে পারলে জনশক্তি রপ্তানির নতুন দিগন্ত উন্মোচিত হবে। চতুর্থ শিল্পবিপ্লবের চ্যালেঞ্জ মোকাবিলায় এবং জনমিতিক লভ্যাংশ অর্জনে তরুণদের দক্ষতা উন্নয়নের ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন। এ সময় তিনি জাপানি ভাষায় দক্ষতা অর্জনের মাধ্যমে তরুণদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদাহরণ তুলে ধরে বলেন, আমাদের দেশের অসংখ্য তরুণ সম্প্রতি জাপানি ভাষায় দক্ষতা অর্জন করে বিভিন্ন সেক্টরে কাজের সুযোগ তৈরি করেছে।

এনএসডিএর নির্বাহী চেয়ারম্যান নাসরীন আফরোজ বলেন, এই সমঝোতা স্মারকগুলোর মাধ্যমে এনএসডিএ এবং দেশের শীর্ষস্থানীয় বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সহযোগিতা আরও সুদৃঢ় হবে এবং দেশের মানবসম্পদ উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে অন্যদের মধ্যে বিশ্ববিদ্যালয়গুলোর কোষাধ্যক্ষ, বিভিন্ন অনুষদের ডিন, রেজিস্ট্রার এবং এনএসডিএ ও ইন্ডাস্ট্রি স্কিলস কাউন্সিলের (আইএসসি) প্রতিনিধিরা উপস্থিত ছিলেন। এর আগে গত বছরের ৪ জুন এনএসডিএ ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সঙ্গে একই ধরনের দুটি সমঝোতা স্মারক স্বাক্ষর করেছিল।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সত্যিকারের ‘দেশপ্রেমিক’ মোস্তাফিজ

ইরানের ওপর ইইউর নিষেধাজ্ঞা

অপসংস্কৃতি বিবেকের দরজায় তালা লাগায় : কাদের গনি চৌধুরী

তাহাজ্জুদ পড়ে ব্যালট বক্স পাহারা দিতে হবে : তারেক রহমান

৯৬ পদে লোক নেবে জুলাই স্মৃতি জাদুঘর, বিজ্ঞপ্তি প্রকাশ

আইসিসিবিতে বাংলাদেশ আন্তর্জাতিক প্লাস্টিক, প্যাকেজিং ও প্রিন্টিং শিল্প মেলার দ্বিতীয় দিন আজ

পাকিস্তানকে নিয়ে বাজি ধরলেন ভারতের সাবেক এই অলরাউন্ডার

আব্রাহাম চুক্তিতে যোগ দেওয়ার বিষয়ে যা বলল পাকিস্তান

ডিজিটাল প্ল্যাটফর্মে অনাকাঙ্ক্ষিত আচরণও যৌন হয়রানি হিসেবে গণ্য হবে

আস-সুন্নাহ ফাউন্ডেশনের উদ্যোগে চালু হচ্ছে গবেষণাভিত্তিক উচ্চশিক্ষা কার্যক্রম

১০

রেকর্ড দামে স্বর্ণ, এক মাসে বেড়েছে ২৮ শতাংশ

১১

শাবিপ্রবিতে ইলেকট্রিক শাটল কার উদ্বোধন

১২

৫০তম বিসিএস পরীক্ষা হতে বাধা নেই, রিট খারিজ

১৩

জবির কলা ও আইন অনুষদের ভর্তি পরীক্ষা শুক্রবার, আসন প্রতি লড়বেন ১০২ জন

১৪

বিদায় প্রসঙ্গে যা বললেন ধর্ম উপদেষ্টা

১৫

আকিজবশির গ্রুপ ও আনোয়ার ল্যান্ডমার্কের এমওইউ স্বাক্ষর

১৬

চর্ম রোগে টাক পড়ায় স্ত্রীকে তালাক দিলেন স্বামী

১৭

খুনের ২৫ বছর পর রায় : একজনের ফাঁসি, ৮ জনের যাবজ্জীবন

১৮

জামায়াতের মহিলা সমাবেশ স্থগিত

১৯

দুই যুগ পর রংপুরে যাচ্ছেন তারেক রহমান

২০
X