জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পরিবহন প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন তারেক বিন আতিক। তিনি ইসলামিক ইস্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক।
সোমবার (০৫ মে) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. শেখ গিয়াস উদ্দীন স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ বিভাগের সহযোগী অধ্যাপক তারেক বিন আতিককে সিন্ডিকেটের অনুমোদন সাপেক্ষে পরবর্তী ০২ (দুই) বছরের জন্য পরিবহন প্রশাসক হিসেবে নিযুক্ত করা হলো।
এতে আরও বলা হয় , মঙ্গলবার (০৬ মে) থেকে এটি কার্যকর হবে এবং বিধি মোতাবেক তিনি ভাতা ও অন্যান্য সুবিধাদি প্রাপ্য হবেন।
মন্তব্য করুন