রাজশাহী ব্যুরো
প্রকাশ : ২০ মে ২০২৫, ১১:০৯ পিএম
অনলাইন সংস্করণ

সাম্য হত্যা ও শাওনকে হামলায় জড়িতদের বিচারের দাবি রাবি ছাত্রদলের

সাম্যের হত্যাকাণ্ড এবং আরাফাত শাওনের ওপর ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা
সাম্যের হত্যাকাণ্ড এবং আরাফাত শাওনের ওপর ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে রাবি ছাত্রদলের প্রতিবাদ সমাবেশ। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয় শিক্ষার্থী ও ছাত্রদল নেতা শাহরিয়ার আলম সাম্যের হত্যাকাণ্ড এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আরাফাত শাওনের ওপর ছুরিকাঘাতের ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রতিবাদ সমাবেশ করেছে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল। বৃষ্টিতে ভিজেই মঙ্গলবার (২০ মে) বিকেল সাড়ে ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিফলকে এ কর্মসূচি পালন করেন নেতা-কর্মীরা।

সমাবেশটি সঞ্চালনা করেন বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক সর্দার জহুরুল। এ সময় বক্তব্য দেন শাখা ছাত্রদলের আহ্বায়ক সুলতান আহমেদ রাহী, মাহমুদুল হাসান মিঠু, যুগ্ম আহ্বায়ক এম এ তাহের, সাকিলুর রহমান সোহাগ প্রমুখ।

দুটি ঘটনায় অভিযুক্তদের আগামী ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করা না হলে প্রশাসনের পদত্যাগের দাবি করে সুলতান আহমেদ রাহী বলেন, ‘আমাদের সাম্য ভাইকে নৃশংসভাবে কুপিয়ে হত্যা করার এক সপ্তাহ পার হলেও ঢাবি প্রশাসন ও সরকার এখন পর্যন্ত হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত সকলকে গ্রেপ্তার করতে পারেনি।

এরই ধারাবাহিকতায় সোমবার (১৯ মে) আমাদের বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী শাওনকে তার নিজ হলের পাশে হত্যার উদ্দেশ্যে পেটে ছুরিকাঘাত করা হয়েছে। প্রশাসন এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি। সাধারণ শিক্ষার্থীরা বিষয়টি নিয়ে খুবই নিরাপত্তাহীনতায় ভুগছেন। চব্বিশ ঘণ্টার মধ্যে বিশ্ববিদ্যালয় প্রশাসন কাউকে গ্রেপ্তার করতে না পারলে তাদের পদত্যাগ করতে হবে।’

মাহমুদুল হাসান মিঠু বলেন, ‘ক্যাম্পাসগুলোতে আমার ভাইদের ওপর হামলা চালানো হচ্ছে, এর দায় বিশ্ববিদ্যালয় প্রশাসন এড়াতে পারে না। আমাদের ভাই সাম্যের হত্যাকাণ্ড ও শিক্ষার্থী শাওনের ওপর হামলা একই সূত্রে গাঁথা। বিশ্ববিদ্যালয় প্রশাসন শিক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হলে তাদের অযোগ্যতা প্রমাণ পাবে। অতিদ্রুত জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ না করলে শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে আগামীতে আমরা আরও বড় কর্মসূচিতে যেতে বাধ্য হব।’

গুপ্তবাহিনী দেশকে অস্থিতিশীল করতে পরিকল্পিতভাবে শাওনকে ছুরিকাঘাত করেছে বলে মন্তব্য করেন এম এ তাহের। তিনি বলেন, ‘আমাদের ভাই শাওনকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি অস্থিতিশীল করতে বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোতে পরিকল্পিতভাবে গুপ্ত ও দুষ্কৃতবাহিনী বিভিন্ন ধরনের অঘটন ঘটাচ্ছে। আমরা প্রশাসনকে বলতে চাই, আপনারা এসব গুপ্ত বাহিনীর পরিকল্পিত হত্যাকাণ্ড ও শিক্ষার্থীদের ওপর আক্রমণ প্রতিহত করে দুষ্কৃতকারীদের যথাযথ শাস্তির ব্যবস্থা করুন।’

প্রসঙ্গত, সোমবার রাতে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ আমীর আলী হলের পাশের রাস্তায় ছিনতাইকারীদের ছুরিকাঘাতে আহত হন সমাজকর্ম বিভাগের ২০১৮-১৯ বর্ষের শিক্ষার্থী আরাফাত শাওন। তিনি বর্তমানে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের (রামেক) নিবিড় পরিচর্যা কেন্দ্রে চিকিৎসাধীন আছেন।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিকাশ-নগদ-রকেটে লেনদেনের নতুন মাধ্যম, চার্জ কত? 

ফুটবল খেলা নিয়ে সংঘর্ষ, বেরোবির ৮ শিক্ষার্থী বহিষ্কার 

সাবেক রাষ্ট্রপতির বাড়ি এখন কিন্ডারগার্টেন স্কুল

রাজধানীতে বাসের ধাক্কায় ক্রিকেটার নিহত

সর্বকালের সব রেকর্ড ভেঙে আবার বাড়ল স্বর্ণের দাম

অভিনয়ের বাইরে অন্য এক কৃতি

একেবারে শেষ মুহূর্তে গোল হজম, জিততে পারল না বাংলাদেশ

শিশুর কাশি হলে সঙ্গে সঙ্গে কফ সিরাপ নয়

অনড় এমপিওভুক্ত শিক্ষকরা, আজ ‘মার্চ টু সচিবালয়’ কর্মসূচি

৬ দফায় যত বাড়ল স্বর্ণের দাম

১০

ইলেকট্রনিকস ও কমার্শিয়াল বিভাগে চাকরি দিচ্ছে দারাজ

১১

অ্যাটলির সিনেমায় যশ

১২

বাংলাদেশের সরাসরি বিশ্বকাপ খেলা নিয়ে যা জানাল বিসিবি

১৩

নিরাপদ অভিবাসন নিয়ে আইওএম’র চলচ্চিত্র প্রদর্শনী

১৪

আকিজ গ্রুপে চাকরির সুযোগ, আজই আবেদন করুন

১৫

রাকসু নির্বাচন / শিবির প্যানেলের ৫ বস্তা খাবার ফেরত পাঠাল নির্বাচন কমিশন

১৬

ফ্রিজে রাখা খাবার থেকে কি ইউরিন ইনফেকশন হয়, যা জানালেন চিকিৎসক

১৭

দীপিকার পাশে কঙ্কনা

১৮

কতজন ফিলিস্তিনি বন্দি মুক্তি পেলেন, জানাল ইসরায়েল

১৯

চাঁদা না দেওয়ায় ২৯ দিন ধরে মাদ্রাসা বন্ধ

২০
X