বাংলাদেশের জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সংগীত ও গবেষণায় অবদান রাখায় জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় প্রবর্তিত ‘নজরুল পদক-২০২৫’ পেয়েছেন দুই গুণী ব্যক্তি। এ বছর সংগীত বিভাগে ইয়াকুব আলী খান এবং গবেষণা বিভাগে অধ্যাপক ড. রশিদুন নবী নজরুল পদক পেয়েছেন।
সোমবার (২৬ মে) বিকেলে বিশ্ববিদ্যালয়ের গাহি সাম্যের গান মঞ্চে পদকপ্রাপ্তদের নজরুল পদক এবং সম্মাননা স্মারক প্রদান করেন নজরুল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।
অধ্যাপক ড. রশিদুন নবী বলেন, যে কোনো প্রাপ্তিই আনন্দের, আর সেটি যদি হয় নিজের বিশ্ববিদ্যালয় থেকে, তাহলে তা আরও গর্বের বিষয়। আমি দীর্ঘদিন নজরুল গবেষণায় যুক্ত। নজরুল আমাদের হৃদয়ের কবি— তিনি আমাদের অধিকার, চেতনা ও মানবতার কথা বলেছেন। আশা করি, আমার গবেষণা ভবিষ্যৎ প্রজন্মকে নজরুলের দর্শনের প্রতি আরও আকৃষ্ট করবে।
নজরুল পদক প্রদান উপকমিটির সদস্য সচিব অধ্যাপক ড. মো. হাবিব-উল-মাওলা (মাওলা প্রিন্স) বলেন, নজরুল পদক অত্যন্ত মর্যাদাপূর্ণ সম্মাননা। এ বছর সংগীত ও গবেষণা ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য দুই গুণী ব্যক্তিকে মনোনীত করা হয়েছে। তারা জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে নজরুল বিষয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে প্রশংসিত হয়েছেন। তাদের অবদানকে সম্মান জানাতেই এবার তাদের এই পদকের জন্য নির্বাচিত করা হয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) অধ্যাপক ড. মো. মিজানুর রহমান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ে প্রতি বছরই নজরুল বিষয়ে বিশেষ অবদান রাখা বিশিষ্টজনকে ‘নজরুল পদক’ প্রদান করা হয়ে থাকে। সাধারণত দুটি বিভাগে— নজরুলসংগীত ও নজরুল গবেষণায়— এই পদক দেওয়া হয়। এ বছর সেই ধারাবাহিকতায় নজরুল গবেষণায় অধ্যাপক ড. রশিদুন নবী এবং নজরুলসংগীতে ইয়াকুব আলী খানকে এ মর্যাদাপূর্ণ পদকের জন্য মনোনীত করা হয়েছে।
মন্তব্য করুন