বিনোদন ডেস্ক
প্রকাশ : ১৬ জুলাই ২০২৫, ০২:২০ পিএম
অনলাইন সংস্করণ

ভারতীয় সিনেমায় জয়াকে নিয়ে আপত্তি কংগ্রেস নেত্রীর

জয়া আহসান ও জুঁই বিশ্বাস । ছবি : সংগৃহীত
জয়া আহসান ও জুঁই বিশ্বাস । ছবি : সংগৃহীত

দুই বাংলার নন্দিত অভিনেত্রী জয়া আহসান এবার আলোচনার কেন্দ্রবিন্দুতে। ‘ডিয়ার মা’ মুক্তির অপেক্ষায় থাকলেও, তার আগেই কলকাতার মাটিতে জয়ার অভিনয় ঘিরে তৈরি হয়েছে বিতর্কের ঝড়। সিনেমাটি মুক্তির আগেই কলকাতায় জয়ার অভিনয় করা প্রসঙ্গে প্রশ্ন তুললেন পশ্চিমবঙ্গের রাজ‌্য মহিলা কংগ্রেসের সাধারণ সম্পাদিকা জুঁই বিশ্বাস।

মঙ্গলবার (১৫ জুলাই) জুঁই তার ফেসবুকে একটি স্ট্যাটাস দেন। তাতে জয়ার কাজ করা নিয়ে কড়া ভাষায় সমালোচনা করেন। জুঁই লেখেন, ‘আমরা পশ্চিমবঙ্গের বাঙালিরা কী জেগে ঘুমিয়ে আছি? আমাদের শিল্পী, কলাকুশলী, ইভেন্ট অর্গানাইজাররা বাংলাদেশে কাজ করতে পারছেন না, আটক করে রাখা হচ্ছে, অথচ জয়া আহসানকে ভারতে রেড কার্পেট দিয়ে অভিনয়ের সুযোগ করে দেওয়া হচ্ছে। পশ্চিমবঙ্গের কোনো শিল্পীর কি প্রতিভা নেই, জয়া যে চরিত্রটি করেছেন সেখানে অভিনয় করার মতো? কেন ভারতীয় জাদুঘরে তার মিউজিক অ‌্যালবাম রিলিজ হয়?’

এরপর বুধবার (১৬ জুলাই) সকালে জুঁই তার ফেসবুকে আরেকটি স্ট্যাটাস দেন। এতে জুঁই বলেন, এটি সত্যি যে সাম্প্রতিক কিছু ঘটনায় দেখা গেছে, পশ্চিমবঙ্গের শিল্পীরা বাংলাদেশে কাজ করতে গেলে প্রশাসনিক জটিলতা, ভিসা জট বা এমনকি ডিটেনশন এর মতো ঘটনাও ঘটছে। এটা খুবই দুর্ভাগ্যজনক ও দুশ্চিন্তার বিষয়। যদি দুই দেশের মধ্যে সাংস্কৃতিক আদান-প্রদান হয়, তাহলে সেটা দুই-পক্ষের হওয়া উচিত। এমনটা না যে এক তরফা উদারতা দেখাতে হবে, এমনকি এক তরফা বন্ধুত্ব মেনে নিতে হবে।

জয়াকে টেনে তিনি আরও বলেন, ‘বাংলাদেশ যদি ভারতীয় শিল্পীদের জন্য সুযোগ সীমিত করে রাখে, তাহলে স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠবে, ভারত কেন বাংলাদেশি শিল্পীদের জন্য দরজা খোলা রাখছে? জয়া আহসান নিঃসন্দেহে একজন প্রতিভাবান অভিনেত্রী, কিন্তু প্রশ্নটা প্রতিভার নয়—প্রশ্নটা ন্যায়বিচার ও ভারসাম্যের। যখন ভারতীয় শিল্পীরা সীমাবদ্ধতায় ভোগেন, অথচ বাংলাদেশি শিল্পীরা এখানে বড় সুযোগ পান, তখন তা সবার চোখে বৈষম্য বলে মনে হয়।‘

এদিকে নির্মাতা ও প্রযোজকদের প্রশ্ন ছুড়ে দিয়ে জুঁই বিশ্বাস বলেন, এখানে পশ্চিমবঙ্গের অভিনেতা-অভিনেত্রীরা কি সেই চরিত্রগুলো করতে অক্ষম? অবশ্যই না। তাহলে বারবার বিদেশি শিল্পীদের এমন ‘বাড়তি’ গুরুত্ব দেওয়ার যুক্তি কী? প্রযোজক-পরিচালকরা দেশ বিরোধী কাজ করছে তাদের বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত নয় কি?

যে কোনো শিল্পচর্চা অবশ্যই মুক্ত হওয়া উচিত। কিন্তু তার মধ্যে দেশীয় শিল্পীদের সুযোগ দেওয়াটাও দায়িত্বের মধ্যে পড়ে। যখন তাদের কাজের সুযোগ বিদেশি শিল্পীদের দিয়ে দেওয়া হয়, তখন সেটি দায়বদ্ধতার অভাব বলেই মনে হয়।

তবে এখন পর্যন্ত বাংলাদেশে ভারতীয় শিল্পীদের কাজ করা নিয়ে কোনো নিষেধাজ্ঞা দেওয়া হয়নি। এমনকী গত বছর শাকিব খানের ‘বরবাদ’ সিনেমায় কলকাতার শ্যাম ভট্রাচার্য ‘জিল্লু’ চরিত্রে অভিনয় করে রীতিমতো সাড়া ফেলে দিয়েছেন। কলকাতার নায়িকা ইধিকা পালও কাজ করেছেন বরবাদে। এছাড়া কলকাতার কলাকুশলীরাও কাজ করছেন ঢাকাইয়া সিনেমায়।

শাকিব খানের ‘দরদ’ সিনেমাতেও নায়িকা হিসেবে দেখা গেছে মুম্বাইয়ের সোনাল চৌহানকে। যা গত বছর মুক্তি পায়। তাই জুঁই বিশ্বাসের এ ধরনের দাবিকে ভিত্তিহীন বলেই উড়িয়ে দিচ্ছেন দুই বাংলার অনেক দর্শক ও নেটিজেনরা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভারতে বাংলাদেশ দলের নিরাপত্তা নিয়ে হুমকি নেই, বিবৃতিতে আরও যা জানাল আইসিসি

তিতুমীরে ছাত্রদলের দুপক্ষের সংঘর্ষ-ভাঙচুর

এবারের নির্বাচন ভবিষ্যতের জন্য আদর্শ তৈরি করবে : প্রধান উপদেষ্টা

বিএনপি ও বিদ্রোহী প্রার্থীর সমর্থকদের মধ্যে সংঘর্ষ-গুলি

প্রাথমিক শিক্ষক নিয়োগের ফল প্রকাশ কখন, জানাল অধিদপ্তর

শরীফ ফার্মাসিউটিক্যালসের বার্ষিক কনফারেন্স অনুষ্ঠিত

নবম জাতীয় বেতন কমিশনের প্রতিবেদন পেশ

রাজশাহীতে ভেজাল খাদ্য উৎপাদনের দায়ে ২ প্রতিষ্ঠানকে জরিমানা

আগামী নির্বাচনে গণতন্ত্র প্রতিষ্ঠা হবে : মেজর হাফিজ

তারেক রহমান যাবেন শ্বশুরবাড়ি, রান্না হচ্ছে ৪০ হাঁড়ি

১০

জাতীয় পার্টি নির্বাচনে অংশ নিলে রাজশাহীতে নির্বাচন করতে না দেওয়ার হুমকি

১১

জাপানের সাবেক প্রধানমন্ত্রীর হত্যাকারীর বিরুদ্ধে সাজা ঘোষণা

১২

গণভোটে ‘হ্যাঁ’র পক্ষে ভোট দেবে বিএনপি

১৩

পুরো রমজানে বিদ্যালয়ের ছুটি চেয়ে রিট

১৪

গ্রেপ্তারি পরোয়ানার পর জামিন নিলেন ট্রান্সকমের সিমিন

১৫

আইসিসির সভায় সিদ্ধান্ত / ভারতে না গেলে বাদ পড়বে বাংলাদেশ, খেলবে বিকল্প দল

১৬

আগামীতে ১০ দলীয় জোট সরকার গঠন করবে : ডা. তাহের

১৭

সপ্তাহে ১০ ঘণ্টার বেশি ভিডিও গেম খেলছেন? যা বলছে গবেষণা

১৮

দুঃসংবাদ পেলেন বিএনপির এক নেতা

১৯

চমক নিয়েই ব্যাটিংয়ে রাজশাহী

২০
X