বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ৩১ আগস্ট ২০২৩, ০১:৫৯ পিএম
অনলাইন সংস্করণ

উদ্বোধনের চার বছর পরও চালু হয়নি বেরোবির ক্যাম্পাস রেডিও

উদ্বোধনের চার বছরের পরও চালু হয়নি বেরোবির ক্যাম্পাস রেডিও। ছবি : কালবেলা
উদ্বোধনের চার বছরের পরও চালু হয়নি বেরোবির ক্যাম্পাস রেডিও। ছবি : কালবেলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) ক্যাম্পাস রেডিও উদ্বোধনের চার বছর হলেও সেই জায়গায়ই থমকে আছে এর কার্যক্রম। তীব্র রুম সংকটে যেখানে প্রশাসনিক এবং শিক্ষাথীদের ক্লাস-পরীক্ষার কার্যক্রম ব্যাহত হচ্ছে সেখানে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের তিনটি রুম নিয়ে অচল অবস্থায় পড়ে আছে এই রেডিও স্টেশন।

জানা যায়, প্রাক্তন উপাচার্য ড. কলিমউল্লাহ ২০১৯ সালের ২০ আগস্ট পরীক্ষামূলকভাবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ সম্প্রচারের মাধ্যমে ‘ক্যাম্পাস রেডিও’ উদ্বোধন করেন। পরবর্তীতে এটি পরিচালনার জন্য কোনো দক্ষ জনবল না থাকায় এর কার্যক্রম বন্ধ হয়ে যায়।’

দীর্ঘ চার বছর পেরিয়ে গেলেও রক্ষণাবেক্ষণের অভাবে কার্যক্ষমতা হারিয়েছে কিছু যন্ত্রাংশ। সম্প্রচার বিশেষজ্ঞদের মতে, যন্ত্রাংশগুলো এভাবে অকার্যকর থাকলে কিছুদিনের মধ্যেই তা সম্পূর্ণভাবে বিকল হয়ে যাবে।

সরজমিনে গিয়ে দেখা গেছে, প্রশাসনিক ভবনের তিনটি কক্ষ (২১২, ২১৩, ২১৪ ) নিয়ে আছে কার্যবিহীন এই রেডিও স্টুডিওটি। আর এই কক্ষগুলোর যন্ত্রাংশ দেখভালের জন্য রয়েছে শুধু একজন কর্মকর্তা।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, রেডিও স্টেশনটি পরিচালনার জন্য বারবার কমিটি গঠন করা হলেও শুরু হয়নি সম্প্রচার কার্যক্রম। রেডিওর সম্প্রচার কাজের জন্য অ্যাপস থাকলেও সেটাতে সর্বদা একটি গানই বাজত। সম্প্রীতি সেটাও বন্ধ হয়ে গেছে। এ নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীরা।

লোক প্রশাসন বিভাগের শিক্ষক সাইফুল ইসলাম বলেন, ক্যাম্পাস রেডিও শুধু শিক্ষার্থীদের জন্য নয়, বরং শিক্ষক-কর্মকর্তা ও বিশ্ববিদ্যালয় এলাকার গ্রামীণ কমিউনিটির সঙ্গে যোগসূত্র স্থাপনে সহায়তা করবে।

শিক্ষাথীরা জানায়, ক্যাম্পাস রেডিওকে বলা হয় ক্যাম্পাসের রেডিও। ক্যাম্পাসের শিক্ষক-শিক্ষার্থীদের জীবনের সাফল্যমণ্ডিত গল্প নবীনদের কাছে তুলে ধরার মাধ্যমে তাদের অনুপ্রাণিত করা। তাছাড়া বিতর্ক প্রতিযোগিতা এবং সাংস্কৃতিক অঙ্গনসহ অন্যান্য সহশিক্ষা কার্যক্রম সম্প্রচারের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের ইতিবাচক ভাবমূর্তি অক্ষুণ্ণ রাখে ক্যাম্পাস রেডিও।

রেডিও স্টেশনটি দেখভালের কাজে নিয়োজিত কর্মকর্তা ক্যাম্পাস রেডিওর সহকারী রেজিস্ট্রার হাফিজ আল আসাদ রুবেল বলেন, আমি সকালে এসে রুমগুলো খুলে রেডিও স্টেশনের যন্ত্রাংশগুলোর সুইচ চালু করে দেই। যাতে অনেক দিন ধরে পড়ে থেকে যন্ত্রগুলো কার্যকারিতা হারিয়ে না ফেলে। আর রেডিও স্টেশনটি চালানোর জন্য প্রশাসন এ পর্যন্ত কোনো দক্ষ জনবল নিয়োগ না দেওয়ায় রেডিওর সম্প্রচার কার্যক্রম শুরু করা সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে ক্যাম্পাস রেডিওর নির্বাহী পরিচালক ড. নিতাই কুমার ঘোষ বলেন, করোনা মহামারিতে অনেক দিন ধরে রেডিও স্টেশনটির যন্ত্রগুলো পরে থাকার কারণে কিছু যন্ত্রাংশ কার্যক্ষমতা হারিয়ে ফেলে। যেমন- মূল্যবান যন্ত্র কনসোল এবং সাউন্ড কার্ড নষ্ট হয়ে গিয়েছিল। এগুলো মেরামত করে রেডিওটির সব যন্ত্রাংশগুলো এখন সচল রাখা হয়েছে।

তিনি বলেন, সাবেক উপাচার্য কলিমুল্লাহ রেডিও স্টেশনটি স্থাপন করলেও এতে কোনো জনবল তিনি নিয়োগ দেননি। ফলে দক্ষ জনবলের অভাবে এখনো ক্যাম্পাস রেডিওর সম্প্রচার কার্যক্রম শুরু করা সম্ভব হয়নি। তবে বর্তমান উপাচার্য আমাদের কোনো কাজেই নিরাশ করেননি। আশা করা যায় আগামীতে প্রশাসনের উদ্যোগে এর কার্যক্রম শুরু করা সম্ভব হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্মৃতি হারাচ্ছেন খ্যাতনামা অ্যাকশন তারকা ব্রুস

‘র’-এর সাবেক কর্মকর্তার বিরুদ্ধে দিল্লিতে গ্রেপ্তারি পরোয়ানা

উল্টোপথের ট্রাকের চাপায় স্বপ্ন হারালেন মতিন-হাফিজ

চট্টগ্রামের দুই বর্জ্যকেন্দ্র হবে আধুনিক ল্যান্ডফিল : চসিক মেয়র

পরমাণু শক্তি কমিশনে ১৮২ পদে বড় নিয়োগ, আবেদন করুন দ্রুত

ক্যাম্পাস থেকে ব্যানার-ফেস্টুন সরাল বিশ্ববিদ্যালয় প্রশাসন

জেমকন গ্রুপের প্রতিষ্ঠাতা কাজী শাহেদ আহমেদের মৃত্যুবার্ষিকী বৃহস্পতিবার

আরও ৪ দেশে এনআইডি কার্যক্রমের অনুমতি

ব্রাজিল দলে জায়গা না পেয়ে নেইমারের রহস্যময় বার্তা

বদনজর ও কালো জাদুর ক্ষতি থেকে বাঁচার ৫ আমল

১০

বিশ্বকাপজয়ী মেসিকে নিয়ে মিলল সুসংবাদ

১১

চিকন শিশুকে মোটা বলায় সংঘর্ষ, আহত ১০

১২

চিরকুট লিখে প্রাণ দিলেন ব্যবসায়ী

১৩

প্রকৌশল শিক্ষার্থীদের দাবি পর্যালোচনায় কমিটি গঠন

১৪

আফগানিস্তানে যাত্রীবাহী বাস উল্টে নিহত কমপক্ষে ২৫

১৫

প্রধান শিক্ষক যুবলীগ নেতা, ফাঁদে পড়ে ইংরেজি শিক্ষক গরুর রাখাল

১৬

প্রতীকী মূল্যে মসজিদ-মন্দিরকে জমি দিয়ে ইতিহাস গড়ল রেলওয়ে

১৭

নওগাঁয় চালককে হত্যা, পাঁচজনের যাবজ্জীবন

১৮

শাহরুখ না, শাকিবকে নায়ক হিসেবে চান মনিকা

১৯

শেখ হাসিনাও তত্ত্বাবধায়ক সরকার চান, ভূতের মুখে রাম নাম : অ্যাটর্নি জেনারেল

২০
X