

সরকারি বাঙ্লা কলেজ ছাত্রদলের উদ্যোগে আগামী ২৩ জুন (সোমবার) সদস্য ফর্ম বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হতে যাচ্ছে। কেন্দ্রীয় সংসদের একজন প্রতিনিধির প্রত্যক্ষ উপস্থিতিতে আয়োজিত এ কর্মসূচি সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে সংগঠনের আহ্বায়ক ও সদস্য সচিবকে প্রয়োজনীয় প্রস্তুতি ও কার্যকর সমন্বয় নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।
বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির স্বাক্ষরিত এক বার্তায় এ নির্দেশনা দেওয়া হয়।
বার্তায় বলা হয়, সরকারি বাঙ্লা কলেজ ছাত্রদলের নেতৃবৃন্দের সার্বিক সহযোগিতায় সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম যথাযথ শৃঙ্খলা ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন করতে হবে।
বার্তাটি প্রেরণ করেন বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের দপ্তর সম্পাদক (সহসভাপতি পদমর্যাদা) মো. জাহাঙ্গীর আলম। তিনি বলেন, ছাত্রদলের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল ও শক্তিশালী করতে সদস্য ফর্ম বিতরণ একটি গুরুত্বপূর্ণ ধাপ। সব সহযোদ্ধার আন্তরিক অংশগ্রহণেই এ উদ্যোগ সফল হবে বলে আমরা বিশ্বাস করি।
এদিকে কর্মসূচিকে কেন্দ্র করে সরকারি বাঙ্লা কলেজ ছাত্রদলের নেতাকর্মীদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা বিরাজ করছে। সংগঠনের পক্ষ থেকে আশা করা হচ্ছে, এদিন একটি সুশৃঙ্খল, কার্যকর এবং অংশগ্রহণমূলক সদস্য সংগ্রহ কার্যক্রম সম্পন্ন হবে, যা ভবিষ্যতের নেতৃত্ব বিকাশ ও সংগঠন শক্তিশালীকরণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
মন্তব্য করুন