মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) সেমিস্টার পরীক্ষায় অসদুপায় অবলম্বনের অভিযোগে দুই শিক্ষার্থীকে এক সেমিস্টারের জন্য বহিষ্কার করা হয়েছে।
শনিবার (৫ জুলাই) এ তথ্য কালবেলাকে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের উপ-পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ আবদুল্লাহ্-আল-রিপন। তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের ৩৭তম শৃঙ্খলা বোর্ড সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়।
বহিষ্কৃত শিক্ষার্থীরা হলেন— পরিসংখ্যান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (৪র্থ বর্ষ, ২য় সেমিস্টার) শিক্ষার্থী আব্দুল আলীম এবং গণিত বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের (২য় বর্ষ, ১ম সেমিস্টার) শিক্ষার্থী সজিব হোসেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত এক সেমিস্টার বহিষ্কারকাল শেষে সংশ্লিষ্ট শিক্ষার্থীরা পরবর্তী ব্যাচের সঙ্গে পুনরায় শিক্ষা কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবে।
মন্তব্য করুন