আত্মহত্যা প্রতিরোধ ও সচেতনতা বাড়াতে মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) ‘মেন্টাল হেলথ অ্যাওয়ারনেস টক ফর সুইসাইড প্রিভেনশন অ্যান্ড রিকগনিশন সিরেমনি’ শীর্ষক বিশেষ সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ মে) বিশ্ববিদ্যালয়ের তৃতীয় একাডেমিক ভবনে ওই বিশেষ সেমিনারটি অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানটি যৌথভাবে আয়োজন করে মাভাবিপ্রবি রিডার জোন এবং সখার স্টুডেন্টস নেটওয়ার্ক (এসএসএন), মাভাবিপ্রবি চ্যাপ্টার। আয়োজনে রিফ্রেশমেন্ট স্পনসর হিসেবে ছিল দেশবন্ধু গ্রুপ এবং মিডিয়া পার্টনার হিসেবে সহযোগিতা করে দৈনিক কালবেলা।
মূল আলোচক হিসেবে বক্তব্য দেন মনোরোগ বিশেষজ্ঞ প্রফেসর ড. মেজর (অব.) আবদুল ওহাব। তিনি ‘সংকট মোকাবিলার কৌশল: মানসিক চাপে থাকা শিক্ষার্থীদের প্রতি কার্যকর সাড়া দেওয়ার পদ্ধতি’ শীর্ষক বিষয়ে আলোকপাত করেন তিনি।
সেমিনারে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষার্থী কল্যাণ ও পরামর্শদান কেন্দ্রের পরিচালক প্রফেসর ড. মো. ফজলুল করিম এবং দেশবন্ধু ফুড অ্যান্ড বেভারেজ লিমিটেডের চিফ অপারেটিং অফিসার মো. ইদ্রিসুর রহমান। আয়োজকদের মতে, এই সেমিনারের মূল উদ্দেশ্য ছিল মানসিক স্বাস্থ্য বিষয়ে শিক্ষার্থীদের মধ্যে ইতিবাচক দৃষ্টিভঙ্গি তৈরি করা এবং আত্মহত্যার মতো দুঃখজনক ঘটনা প্রতিরোধে সচেতনতামূলক বার্তা পৌঁছে দেওয়া।
এ ছাড়া যুক্তরাষ্ট্রভিত্তিক মানবাধিকার সংগঠন সোচ্চার-টর্চার ওয়াচডগ বাংলাদেশের ট্রমা ম্যানেজমেন্ট অ্যান্ড সাপোর্ট বিভাগের সুমাইয়া তামান্না ‘সহানুভূতিমূলক পরিবেশ গড়ে তোলা ও একটি নিরাপদ ক্যাম্পাস নির্মাণ’ এবং সুমাইয়া তাসনিম ‘মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা এবং আত্মহত্যা প্রতিরোধে সতর্ক সংকেতগুলো শনাক্ত করা’ শীর্ষক বিষয়ে আলোচনা করেন।
মন্তব্য করুন