চব্বিশের ছাত্র-জনতার গণঅভ্যুত্থানে আত্মত্যাগকারী শহীদদের স্মরণে বৃক্ষরোপণ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে জাতীয়তাবাদী ছাত্রদলের ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা।
মঙ্গলবার (১৫ জুলাই) শাখা ছাত্রদলের দপ্তর সম্পাদক মল্লিক ওয়াসী উদ্দিন তামী স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
কর্মসূচি অনুযায়ী, বুধবার (১৬ জুলাই) থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ২০ দিনব্যাপী শহীদদের নামে ফলজ ও ভেষজ বৃক্ষরোপণ করবে শাখা ছাত্রদল। ৫ আগস্ট পর্যন্ত এই কর্মসূচি চলবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
বিজ্ঞপ্তিতে ঢাবি ছাত্রদল জানিয়েছে, গণঅভ্যুত্থানে শহীদদের স্মরণে ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত কর্মপরিকল্পনা অনুসারে শিক্ষার্থীদের অধিক হারে বৃক্ষরোপণের মাধ্যমে সবুজ বনায়ন বৃদ্ধির দিকে উৎসাহিত করার লক্ষ্য নিয়ে এ উদ্যোগ নেওয়া হয়েছে।
মন্তব্য করুন