ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:৩৬ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

বাসে হেনস্তার শিকার ইডেন শিক্ষার্থী, অতঃপর...

কলেজের সাধারণ শিক্ষার্থীরা আটটি বাস আটকে রাখেন। ছবি : সংগৃহীত
কলেজের সাধারণ শিক্ষার্থীরা আটটি বাস আটকে রাখেন। ছবি : সংগৃহীত

ইডেন মহিলা কলেজের দুই শিক্ষার্থীকে মৌমিতা পরিবহনের বাসে হেনস্তার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা আটটি বাস আটকে রাখেন।

এর আগে বুধবার (২৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ থেকে কলেজে আসার সময় মৌমিতা বাসে হেলপারের দ্বারা হয়রানির শিকার হন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে ও কলেজের মাঠে মৌমিতা পরিবহনের আটটি বাস আটকে রাখেন এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, নারায়ণগঞ্জ থেকে ইডেন কলেজ পর্যন্ত হাফ ভাড়া ২৫ টাকা। আমরা যখন সেটা দিই, তখন চালকের সহযোগী বলেন, ১০ টাকা বেশি দিতে হবে। আমরা রাজি না হলে তিনি বাজে মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে গাড়ি থেকে নামার সময় ইচ্ছাকৃতভাবে গাড়ি ব্রেক করে আমাকে ফেলে দেয়।

আরেক শিক্ষার্থী বলেন, আমরা প্রতিদিন মৌমিতা বাসে কলেজে আসি। কিন্তু প্রতিবারই নানা কথা শুনতে হয়। হাফ ভাড়া নিতেও চায় না। আমি ও আমার বান্ধবী ২৫ টাকা ভাড়া দিলেও তারা চারবার বাড়তি টাকা দাবি করে। না দিলে রীতিমতো হুমকি দেয়, এমনকি চলন্ত বাস থেকে নামতে বাধ্য করে এবং খারাপ ভাষা ব্যবহার করে।

নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের উত্থাপিত ৮ দফা দাবি হলো :

১. নারী শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার অসদাচরণ করা যাবে না। ২. হাফ ভাড়া বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। ৩. যাত্রী ওঠানামার সময় বাস সম্পূর্ণ থামাতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৪. শিক্ষার্থীদের বাসে তুলতে বাধ্যতামূলক ব্যবস্থা নিতে হবে। ৫. সংরক্ষিত নারী আসনে নারীদের বসার নিশ্চয়তা দিতে হবে। ৬. সাপ্তাহিক ছুটির দিনেও হাফ ভাড়া প্রযোজ্য থাকবে। ৭. ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে হেলপার ও চালককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৮. ইডেন কলেজ গেটের সামনে কোনো বাস ইউটার্ন নিতে পারবে না।

বাস মালিক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

লালবাগ থানার ওসি মোস্তফা বলেন, পরে যদি নারী শিক্ষার্থীদের হেনস্তা বা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ন্যাপ’র প্রতিষ্ঠাবার্ষিকী : মাইলস্টোন ট্র্যাজেডিতে হতাহতদের সম্মানে আনুষ্ঠানিকতা বাতিল

ভাঙা সড়কে ধানের চারা রোপণ, সিটি করপোরেশনকে ‘লাল কার্ড’

কুমিল্লায় ‘২৩ মামলার আসামি’ আল-মামুনকে কুপিয়ে হত্যা

২৬ জুলাই / তিন সমন্বয়ককে হাসপাতাল থেকে তুলে নেয় ডিবি

নারী ও শিশুসহ ২১ রোহিঙ্গাকে বিএসএফের পুশইন

খুবিতে ‘শহীদ মীর মুগ্ধ বৃত্তি’ পেলেন ৪ শিক্ষার্থী

স্বাস্থ্য পরামর্শ / নিয়মিত খাদ্য তালিকায় রাখুন ভিটামিন ‘সি’যুক্ত খাবার

টেস্ট ইতিহাসে অনন্য এক উচ্চতায় জো রুট

ঠাকুরগাঁও-২ আসনে গণঅধিকার পরিষদের প্রার্থী ফারুক হাসান

একাত্তর নিয়ে জামায়াত আগে ক্ষমা চাক, তারপর বিএনপির সমালোচনা : টুকু

১০

চমেক হাসপাতালে ডে-কেয়ার সার্জারি, ‘সকালে অপারেশন, বিকেলে ছুটি’

১১

এক বা দুই বিষয়ে ফেল করাদের কলেজে ভর্তির সুযোগ দাবি সিবগাতুল্লাহর

১২

মাইলস্টোন সেই শিক্ষক মাসুকার কবরে বিমানবাহিনীর শ্রদ্ধা

১৩

বাংলাদেশে জাতিসংঘের মিশন কার্যালয় চাই না : রফিকুল ইসলাম মাদানী

১৪

দাদার কবরের পাশে শায়িত হলো শিশু আয়মান

১৫

রাবির শিক্ষক নিয়োগে নতুন নীতিমালা, দিতে হচ্ছে লিখিত পরীক্ষা 

১৬

শাশুড়িকে রাস্তায় রেখে পালালেন পুত্রবধূ

১৭

সীমান্তে হত্যাকাণ্ড নিয়ে জাতিসংঘের কাছে জামায়াতের দাবি

১৮

বন্যানিয়ন্ত্রণ বাঁধ ভেঙে দুর্ভোগে ১২ গ্রামের মানুষ

১৯

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষা বিষয়ক সেমিনার অনুষ্ঠিত

২০
X