ইডেন কলেজ প্রতিনিধি
প্রকাশ : ২৫ জুলাই ২০২৫, ১২:৩৬ এএম
আপডেট : ২৫ জুলাই ২০২৫, ০৭:১২ এএম
অনলাইন সংস্করণ

বাসে হেনস্তার শিকার ইডেন শিক্ষার্থী, অতঃপর...

কলেজের সাধারণ শিক্ষার্থীরা আটটি বাস আটকে রাখেন। ছবি : সংগৃহীত
কলেজের সাধারণ শিক্ষার্থীরা আটটি বাস আটকে রাখেন। ছবি : সংগৃহীত

ইডেন মহিলা কলেজের দুই শিক্ষার্থীকে মৌমিতা পরিবহনের বাসে হেনস্তার প্রতিবাদে বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে কলেজের সাধারণ শিক্ষার্থীরা আটটি বাস আটকে রাখেন।

এর আগে বুধবার (২৩ জুলাই) সকালে নারায়ণগঞ্জ থেকে কলেজে আসার সময় মৌমিতা বাসে হেলপারের দ্বারা হয়রানির শিকার হন তারা। এ ঘটনাকে কেন্দ্র করে বৃহস্পতিবার দুপুর ১টার দিকে শিক্ষার্থীরা কলেজ গেটের সামনে ও কলেজের মাঠে মৌমিতা পরিবহনের আটটি বাস আটকে রাখেন এবং নারী শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি তোলেন।

ভুক্তভোগী শিক্ষার্থী বলেন, নারায়ণগঞ্জ থেকে ইডেন কলেজ পর্যন্ত হাফ ভাড়া ২৫ টাকা। আমরা যখন সেটা দিই, তখন চালকের সহযোগী বলেন, ১০ টাকা বেশি দিতে হবে। আমরা রাজি না হলে তিনি বাজে মন্তব্য করতে থাকেন। একপর্যায়ে গাড়ি থেকে নামার সময় ইচ্ছাকৃতভাবে গাড়ি ব্রেক করে আমাকে ফেলে দেয়।

আরেক শিক্ষার্থী বলেন, আমরা প্রতিদিন মৌমিতা বাসে কলেজে আসি। কিন্তু প্রতিবারই নানা কথা শুনতে হয়। হাফ ভাড়া নিতেও চায় না। আমি ও আমার বান্ধবী ২৫ টাকা ভাড়া দিলেও তারা চারবার বাড়তি টাকা দাবি করে। না দিলে রীতিমতো হুমকি দেয়, এমনকি চলন্ত বাস থেকে নামতে বাধ্য করে এবং খারাপ ভাষা ব্যবহার করে।

নিরাপত্তা নিশ্চিতে শিক্ষার্থীদের উত্থাপিত ৮ দফা দাবি হলো :

১. নারী শিক্ষার্থীদের সঙ্গে কোনো প্রকার অসদাচরণ করা যাবে না। ২. হাফ ভাড়া বাধ্যতামূলকভাবে কার্যকর করতে হবে। ৩. যাত্রী ওঠানামার সময় বাস সম্পূর্ণ থামাতে হবে এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে। ৪. শিক্ষার্থীদের বাসে তুলতে বাধ্যতামূলক ব্যবস্থা নিতে হবে। ৫. সংরক্ষিত নারী আসনে নারীদের বসার নিশ্চয়তা দিতে হবে। ৬. সাপ্তাহিক ছুটির দিনেও হাফ ভাড়া প্রযোজ্য থাকবে। ৭. ভুক্তভোগী শিক্ষার্থীর কাছে হেলপার ও চালককে প্রকাশ্যে ক্ষমা চাইতে হবে। ৮. ইডেন কলেজ গেটের সামনে কোনো বাস ইউটার্ন নিতে পারবে না।

বাস মালিক কর্তৃপক্ষ শিক্ষার্থীদের সব দাবি মেনে নিয়ে দুঃখ প্রকাশ করেন এবং ভবিষ্যতে এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে যথাযথ ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।

লালবাগ থানার ওসি মোস্তফা বলেন, পরে যদি নারী শিক্ষার্থীদের হেনস্তা বা অতিরিক্ত ভাড়া নেওয়ার অভিযোগ পাওয়া যায়, তাহলে আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আরও এক বাসে আগুন

টি-টোয়েন্টিতে প্রায় ৯ হাজার রান করা মারকুটে ব্যাটার এবার বিপিএলে

হাদিকে হত্যাচেষ্টা / মির্জা আব্বাসকে নিয়ে ‘মিথ্যা সংবাদ’ প্রচারের অভিযোগে মামলা

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের পাশে দাঁড়ালেন লায়ন খোরশেদ আলম

এআইইউবির ২৩তম সমাবর্তন অনুষ্ঠিত

অস্ট্রেলিয়া সমুদ্র সৈকতে বন্দুক হামলা, বহু হতাহতের আশঙ্কা

শিক্ষাবিদ কাজী আজহার আলীর ১৬তম মৃত্যুবার্ষিকী সোমবার

হাদিকে গুলির ঘটনায় যেভাবে আটক হলেন হান্নান

হাসিনা শাসনামলে বুদ্ধিজীবীদের দাবিয়ে রাখা হয়েছিল : রাশেদ প্রধান

থাইল্যান্ডের সীমান্তবর্তী উপকূলীয় অঞ্চলে কারফিউ জারি

১০

খাঁচা থেকে কীভাবে বেরিয়ে আসে সিংহী, তদন্তে যা জানা গেল

১১

চা বিক্রেতাকে ছুরিকাঘাতে হত্যা, গ্রেপ্তার ২

১২

আইএসইউতে শিক্ষার্থীদের জন্য এসআইসিআইপি–বিজিএমইএ’র অন ক্যাম্পাস নিয়োগ কার্যক্রম অনুষ্ঠিত

১৩

রহস্যজনকভাবে মারা গেলেন ‘দ্য মাস্ক’ খ্যাত অভিনেতা

১৪

হাদির ছবি আঁকা হেলমেট পরে বিশ্বরেকর্ড গড়ায় অংশ নেবেন আশিক চৌধুরী

১৫

বাসে আগুন

১৬

পোস্টাল ভোট : সরকারি চাকরিজীবীদের নিবন্ধনের সুযোগ ২৫ ডিসেম্বর পর্যন্ত

১৭

বড় চমক রেখে বাংলাদেশের দল ঘোষণা

১৮

ঘন কুয়াশায় একের পর এক দুর্ঘটনা, ব্যাপক যানজট

১৯

সুদানে শহীদ শান্তিরক্ষীদের পরিচয় প্রকাশ

২০
X