রাজশাহী ব্যুরো
প্রকাশ : ০৭ আগস্ট ২০২৫, ০২:১১ পিএম
অনলাইন সংস্করণ

২৬ বিশ্ববিদ্যালয়ে চান্স পেয়েও পড়া হলো না কুইনের

রাফিয়া সুলতানা কুইন। ছবি : সংগৃহীত
রাফিয়া সুলতানা কুইন। ছবি : সংগৃহীত

মাত্র কয়েকদিন পরই জীবনের প্রথম বিশ্ববিদ্যালয় ক্লাস। নতুন বন্ধু, নতুন পরিবেশ, নতুন স্বপ্ন—সবকিছুর জন্যই প্রস্তুত ছিলেন রাফিয়া সুলতানা কুইন। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইনস্টিটিউট অব বিজনেস অ্যাডমিনিস্ট্রেশনে (আইবিএ) ভর্তি হয়েছিলেন তিনি। কিন্তু সেই স্বপ্নের ক্যাম্পাসে একটি দিনও ক্লাস করা হলো না তার।

বুধবার (৬ আগস্ট) রাত ৯টার দিকে চিকিৎসাধীন অবস্থায় না ফেরার দেশে পাড়ি জমান কুইন।

কয়েকদিন আগে হঠাৎ করে অ্যাজমা ও জ্বরে আক্রান্ত হয়ে রাজশাহীর একটি হাসপাতালে ভর্তি হয়েছিলেন তিনি। শারীরিক অবস্থার অবনতি হলে তাকে আইসিইউতে নেওয়া হয়। সেখানেই তার মৃত্যু হয়।

চাঁপাইনবাবগঞ্জ জেলার ভোলাহাট উপজেলার ফতেপুর উচ্চ বিদ্যালয়ের শিক্ষক আব্দুল খালেক আহমেদের কন্যা কুইন ভোলাহাট সরকারি মহিলা কলেজ থেকে এইচএসসি পাস করে অসাধারণ ফলের মাধ্যমে দেশের ২৬টি বিশ্ববিদ্যালয়ের ২৯টি ইউনিটে ভর্তির সুযোগ পান।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ‘এ’ ইউনিটে ৪৫২তম, ‘বি’ ইউনিটে ৪৭তম এবং ‘সি’ ইউনিটে ৪৩তম হয়ে উত্তীর্ণ হন তিনি। এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ে ১৮৩৯তম, জাহাঙ্গীরনগরে ৬৬তম, চট্টগ্রামে ৬২৯তম, শাহজালালে ৪০তম, খুলনায় ৬৮তম স্থানসহ গুচ্ছভুক্ত ১৯টি বিশ্ববিদ্যালয়ে ১৫৮তম স্থান অর্জন করেন এ মেধাবী শিক্ষার্থী।

তবে সব কিছুর ঊর্ধ্বে গিয়ে তিনি বেছে নিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়—তার স্বপ্নের গন্তব্য। ভর্তি হয়েছিলেন আইবিএ বিভাগে, যেখানে ১৭ আগস্ট ছিল নবাগতদের প্রথম ক্লাস।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মো. রেজাউল করিম ফেসবুকে লেখেন, একটা মৃত্যুর সংবাদ শুনে আমি ট্রমার মধ্যে চলে গেছি। এটা থেকে কিছুতেই বের হতে পারছি না। আহ্ জীবনের পথ কত ছোট, মৃত্যু কত নিকটে! রাফিয়া সুলতানা কুইন এ বছর ২০২৪-২৫ সেশনে রাবিতে আইবিএ নিয়ে ভর্তি হয়েছিল। অ্যাজমায় আক্রান্ত হয়ে মঙ্গলবার (৫ আগস্ট) থেকে আইসিইউতে ভর্তি ছিল। আর বুধবার (৬ আগস্ট) আনুমানিক ৯টার সময় শেষ নিঃশ্বাস ত্যাগ করে আল্লাহর ডাকে সাড়া দিয়েছে।

তিনি আরও লিখেছেন, জীবন কত নিষ্ঠুর, ফুল ফোটার আগেই ঝরিয়ে দেয়। কত স্বপ্ন, কত উদ্দীপনা নিয়ে ক্যাম্পাস আসার কথা ছিল তার। অথচ আজ সে আর নেই। কোথাও নেই। তার স্বপ্নে নেই, বাবা-মায়ের স্বপ্ন পূরণে নেই, বাস্তবেও আর নেই।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইবিএ বিভাগের পরিচালক প্রফেসর ড. শরিফুল ইসলাম বলেন, রাফিয়ার মৃত্যুর বিষয়ে বিভাগের অনেক শিক্ষার্থী আমার কাছে ফোন দিয়েছে, এরপরই আমি সামাজিক যোগাযোগমাধ্যমে দেখেছি। রাফিয়া আমাদের নবাগত শিক্ষার্থী ছিল। বিভাগের পক্ষ থেকে আমরা গভীর শোক প্রকাশ করছি এবং তার পরিবারের প্রতি সমবেদনা জানাচ্ছি।

তিনি আরও বলেন, যদিও রাফিয়া এখনো ক্লাস শুরু করেনি, তবুও সে আমাদের শিক্ষার্থী। এ বিষয়ে বিভাগের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে এখনো কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছেন কর্নেল অলি

১১ আগস্ট : আজকের রাশিফলে কী আছে জেনে নিন

রোমে আটকা বিমানের ড্রিমলাইনার, ২৬২ যাত্রী হোটেলে

চানখাঁরপুলে ৬ হত্যা: ৮ পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে সাক্ষ্য শুরু আজ

স্পেনের দৃষ্টিনন্দন মসজিদ ক্যাথেড্রাল উন্মুক্ত

স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীনে বড় নিয়োগ

১৬ বছর অনুপস্থিত সেই ৩ শিক্ষক ফের নিয়োগ পাচ্ছেন

দুই কিশোরকে হাত বেঁধে পেটানোর ভিডিও ভাইরাল

তুরস্কে শক্তিশালী ভূমিকম্প, ধসে পড়েছে ভবন

স্বপ্নে টাকা দেখা কীসের ইঙ্গিত

১০

র‍্যাগিংয়ের দায়ে জবির ৭ শিক্ষার্থীর বিরুদ্ধে ব্যবস্থা

১১

দুই সাংবাদিকসহ আলজাজিরার ৫ জনকে হত্যা করেছে ইসরায়েল

১২

‘হাওরের সুলতান-৪’ হাউসবোটের বিরুদ্ধে মামলা, তিন শর্তে সমঝোতা

১৩

খাওয়ার সময় সালাম দেওয়া বা নেওয়া যাবে কি?

১৪

সেনাবাহিনীকে দ্রুত গাজা সিটি দখলের নির্দেশ নেতানিয়াহুর

১৫

সাংবাদিক তুহিন হত্যার দৃষ্টান্তমূলক বিচার দাবি সিইউজের

১৬

প্ল্যান ইন্টারন্যাশনালে চাকরির সুযোগ, আবেদন করুন আজই

১৭

ঢাকার তাপমাত্রা নিয়ে দুঃসংবাদ দিল আবহাওয়া অফিস 

১৮

১১ আগস্ট : কী ঘটেছিল ইতিহাসের এই দিনে

১৯

সোমবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

২০
X