জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) গত মঙ্গলবার (৫ সেপ্টেম্বর) ক্যাম্পাসে এক শিক্ষার্থীর ওপর ছাত্রলীগের দফায় দফায় হামলার ঘটনায় কোতোয়ালি থানায় মামলা করেছে ভুক্তভোগী শিক্ষার্থী। ভুক্তভোগী শিক্ষার্থী রাকিব বিশ্ববিদ্যালয়ের ২০১৬-১৭ শিক্ষাবর্ষের সমাজকর্ম বিভাগের ছাত্র।
বৃহস্পতিবার (৭ সেপ্টেম্বর) রাজধানীর কোতোয়ালি থানায় এ মামলা করা হয়।
মামলায় ৫ আসামিরা হলেন- প্রাণিবিদ্যা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সোহানুর রহমান, লোকপ্রশাসন বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তানজিম রহমান জয়, হিসাববিজ্ঞান বিভাগের বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সিয়াম সিকদার সিহাব, অর্থনীতি বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী ও বিভাগীয় ছাত্রলীগের সহসভাপতি মৃদুল হাসান, রাষ্ট্রবিজ্ঞান বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মারুফ হাসান। মামলার আসামিরা সকলেই শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আক্তার হোসাইনের অনুসারী।
মামলার এজাহারে বলা হয় ভুক্তভোগী শিক্ষার্থী রাকিব বিশ্ববিদ্যালয়ের লাইব্রেরি থেকে বের হয়ে ক্যাফেটেরিয়ায় খাবার খাওয়া শেষে টিস্যু নেওয়ার জন্য কাউন্টারের দিকে গেলে ১ নং আসামি সোহান উদ্দেশ্যেপ্রণোদিতভাবে মাটিতে ফেলে দেয়। ধাক্কা দেওয়ার কারণ জিজ্ঞাসা করলে সে রাকিবকে গালিগালাজ করে। কথকাটাকাটির একপর্যায়ে অজ্ঞাতনামা ৫/৬ জন রাকিবের ওপর অতর্কিত হামলা করে জখম করে। পরে সেখান থেকে দৌড়ে পালিয়ে বিশ্ববিদ্যালইয়ের প্রক্টর অফিসে গিয়ে আশ্রয় নেয় এবং বিষয়টি নিয়ে প্রক্টর বরাবর অভিযোগ করেন রাকিব।
এরপর সন্ধ্যা নাগাদ বাসায় যাওয়ার উদ্দেশে বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে আসলে উল্লিখিত আসামিরাসহ ২০/২৫ জন রাকিবের ওপর দেশীয় অস্ত্র দিয়ে হামলা করে শরীরের বিভিন্ন স্থানে জখম করে।
মামলার বিষয়ে কোতোয়ালি থানার ওসি শাহিনুর রহমান বলেন, ভুক্তভোগী মামলা করেছে আজকে। আমরা ঘটনাটি তদন্ত করে খুব শিগগিরই ব্যবস্থা নিব।
মন্তব্য করুন