বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজির (বিইউবিটি) আইন ও বিচার বিভাগ ‘সেরা শিক্ষক পুরস্কার – ২০২৫’ প্রদান করেছে। শিক্ষাদান, গবেষণা এবং একাডেমিক সেবায় অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে এই সম্মাননা প্রদান করা হয়।
বুধবার (২৭ আগস্ট) অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিইউবিটির সম্মানিত উপাচার্য প্রফেসর ড. এ বি এম শওকত আলী।
উপাচার্য বক্তব্যে বলেন, একজন শিক্ষকের সর্বোচ্চ সাফল্য কেবল জ্ঞান বিতরণে সীমাবদ্ধ নয় বরং শিক্ষার্থীদের মধ্যে চিন্তাশক্তি, নৈতিকতা এবং গবেষণার আগ্রহ জাগিয়ে তুলতে সক্ষম হওয়াই প্রকৃত কৃতিত্ব। আইন ও বিচার বিভাগ এই পুরস্কারের মাধ্যমে সেই শিক্ষাদান ও গবেষণার উৎকর্ষকে স্বীকৃতি দিয়েছে, যা নিঃসন্দেহে অনন্য উদ্যোগ।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিইউবিটির কোষাধ্যক্ষ প্রফেসর ড. আলী আহমেদ, রেজিস্ট্রার ড. মো. হারুন-অর-রশিদ, আইন অনুষদের ডিন প্রফেসর ড. সৈয়দ সরফরাজ হামিদ এবং আইন ও বিচার বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মো. আসিফ-উল-হক। অনুষ্ঠানে বিভাগের শিক্ষকবৃন্দও অংশ নেন।
শিক্ষাদান, গবেষণা এবং একাডেমিক যোগ্যতার সমন্বিত মূল্যায়নের ভিত্তিতে এ বছর আইন ও বিচার বিভাগের সহকারী অধ্যাপক তানজিমা আক্তার সুমি ‘সেরা শিক্ষক পুরস্কার – ২০২৫’ অর্জন করেন।
এই পুরস্কার প্রদানের মাধ্যমে বিইউবিটি তার একাডেমিক উৎকর্ষকে স্বীকৃতি দেওয়ার পাশাপাশি শিক্ষকদের শিক্ষা ও গবেষণায় নতুন উচ্চতায় পৌঁছানোর অঙ্গীকারকে আরও সুদৃঢ় করেছে।
মন্তব্য করুন