বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস অ্যান্ড টেকনোলজিতে (বিইউবিটি) ‘জাতি গঠনে যুবসমাজের ভূমিকা’ এবং ‘নার্সদের প্রতি প্রত্যাশা ও বিশেষজ্ঞদের দৃষ্টিভঙ্গি’ শীর্ষক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্মেলন হলে বিইউবিটি গ্র্যাজুয়েট স্কুলের আয়োজনে এবং বিইউবিটি ভাইস চ্যান্সেলর লেকচার সিরিজের অংশ হিসেবে এটি সম্পন্ন হয়।
অস্ট্রেলিয়ার ব্রিসবেনের বিখ্যাত অ্যাভিসেনা হেলথ-এর অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকলজি বিভাগের সিনিয়র কনসালট্যান্ট ডা. ফাতিমা আশরাফি সেমিনারটি পরিচালনা করেন। প্রধান বক্তা হিসেবে তিনি বলেন, যুবসমাজ জাতির অগ্রগতির মূল চালিকাশক্তি। তাদের সম্ভাবনাকে সঠিক শিক্ষা, মূল্যবোধ ও সুযোগ দিয়ে বিকশিত করলে দেশের টেকসই উন্নয়ন সম্ভব।
এ ছাড়াও তিনি নার্সদের পেশাগত গুরুত্ব তুলে ধরে মাতৃ ও নবজাতক সেবায় তাদের অবদানকে বিশেষভাবে প্রশংসা করেন এবং নার্সিং পেশার মর্যাদা ও স্বীকৃতি বৃদ্ধির জন্য সমাজকে আহ্বান জানান।
সেমিনারে বিইউবিটি গবেষণা দলের উদ্ভাবিত ক্যানসারডেটনেট নামে একটি কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) ভিত্তিক মোবাইল অ্যাপ প্রদর্শন করা হয়, যা হিস্টোপ্যাথলজিক্যাল ইমেজ থেকে ৯ ধরনের ক্যান্সার মাত্র এক সেকেন্ডেরও কম সময়ে ৯৮ দশমিক ৯৮ শতাংশ নির্ভুলতায় শনাক্ত করতে সক্ষম। বিইউবিটির গবেষণা সহকারী মো. দারুণ নাঈমের উদ্ভাবিত এ অ্যাপটি ৫০ হাজার ছবির ডেটাসেটে প্রশিক্ষিত হাইব্রিড ডিপ লার্নিং মডেলের ওপর ভিত্তি করে তৈরি। এটি লাং, কোলন, স্কিন, ব্রেস্ট ক্যান্সারসহ নন-ক্যান্সার কেসও শনাক্ত করতে পারে।
সেমিনারে বিইউবিটির সম্মানিত উপাচার্য অধ্যাপক ড. এ বি এম শওকত আলী বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। উপাচার্য বক্তব্যে বলেন, যুবসমাজ ও স্বাস্থ্য পেশাজীবীদের শক্তি এবং সৃজনশীলতা জাতির উন্নয়নের জন্য অপরিহার্য। সুস্থ সমাজ ও দক্ষ নার্সিং সেবা নিশ্চিত করার মাধ্যমে আমাদের স্বাস্থ্য ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিইউবিটি আইকিউএসির পরিচালক অধ্যাপক শান্তি নারায়ণ ঘোষ। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। বিশেষভাবে ওজিএসবি হাসপাতাল থেকে আমন্ত্রিত নার্সরা উপস্থিত থাকায় অনুষ্ঠান আরও প্রাণবন্ত ও তাৎপর্যপূর্ণ হয় ওঠে।
মন্তব্য করুন