ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে বিকেল ৪টা পর্যন্ত শারীরিক শিক্ষাকেন্দ্রে ৮৩ শতাংশের বেশি ভোট পড়েছে বলে জানা গেছে।
মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) বিকেলে এ তথ্য জানিয়েছেন রিটার্নিং কর্মকর্তা ড. কাজী মোস্তাক গাউসুল হক।
১. জগন্নাথ হলে মোট ভোটার সংখ্যা ২ হাজার ২২২ জন। ভোট কাস্ট হয়েছে ১ হাজার ৮৩১টি অর্থাৎ ৮৩ শতাংশ। অনুপস্থিত ছিলেন ৩৯১ জন।
২. সার্জেন্ট জহুরুল হক হলের মোট ভোটার সংখ্যা ১ হাজার ৯৬৩ জন। কাস্ট হয়েছে ১ হাজার ৬৬০টি, অর্থাৎ ৮৪ দশমিক ৪৬ শতাংশ ভোট পড়েছে। অনুপস্থিত ছিলেন ৩০৩ জন।
৩. স্যার সলিমুল্লাহ মুসলিম হলের মোট ভোটার সংখ্যা ৬৬৯ জন। কাস্ট হয়েছে ৫৫৩টি অর্থাৎ ৮২ দশমিক ৮৩ শতাংশ ভোট পড়েছে। অনুপস্থিত ছিলেন ১১৬।
মন্তব্য করুন