চবি প্রতিনিধি
প্রকাশ : ১৫ সেপ্টেম্বর ২০২৫, ০৯:৪৯ পিএম
অনলাইন সংস্করণ

চাকসু নির্বাচনের দ্বিতীয় দিনে ১৪১টি মনোনয়ন বিতরণ

চাকসু ভবন। ছবি : কালবেলা
চাকসু ভবন। ছবি : কালবেলা

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্রসংসদ (চাকসু) ও হল সংসদ নির্বাচনে মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিনে ১৪১টি ফরম বিক্রি করা হয়েছে।

সোমবার (১৫ সেপ্টেম্বর) সন্ধ্যায় চাকসুর প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বিষয়টি নিশ্চিত করেন।

চাকসু নির্বাচনের তপশিল অনুযায়ী রোববার (১৪ সেপ্টেম্বর) শুরু হয় মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম। মনোনয়নপত্র বিতরণ কার্যক্রম চলবে আগামীকাল বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। কেন্দ্রীয় ছাত্রসংসদ ও হল সংসদে সর্বমোট মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ১৪১ প্রার্থী। ভিপি পদে দুজন ও জিএস পদে তিনজন মনোনয়ন সংগ্রহ করেছেন।

প্রথম দিনের তুলনায় দ্বিতীয় দিনে আরও বেশি উৎসবমুখর পরিবেশ সৃষ্টি হয়েছে ক্যাম্পাসজুড়ে। সকাল সাড়ে ৯টায় মনোনয়নপত্র বিতরণ শুরু হলেও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে প্রার্থীদের উপস্থিতিও বাড়তে থাকে। সোমবার কেন্দ্রীয় সংসদে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭১ প্রার্থী। হল সংসদে মনোনয়নপত্র বিক্রি হয়েছে ৭০টি। এর মধ্যে ছাত্র হল সংসদে ২৫ প্রার্থী এবং ছাত্রী হলে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৪৫ প্রার্থী।

মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ছাত্রদল, চবি শাখার নেতারা। তবে তারা সবাই এককভাবে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। এখনো ঘোষণা করা হয়নি ছাত্রদলের দলীয় প্যানেল। মনোনয়নপত্র বিতরণের দ্বিতীয় দিন হলেও এখনো চবি ছাত্রশিবিরের কেউ মনোনয়নপত্র সংগ্রহ করেননি।

ভিপি প্রার্থী শুভ্র জ্যোতি মণ্ডল বলেন, আমি শিক্ষার্থীদের অধিকার আদায়ের এ প্ল্যাটফর্মে এসেছি নিজেকে যোগ্য মনে করেই। শিক্ষার্থীদের ন্যায্য অধিকার আদায়ের জন্য সর্বাত্মক প্রচেষ্টা চালাব। এজন্য প্রয়োজন সবার সমর্থন ও ভালোবাসা। ক্যাম্পাসে শিক্ষার্থীদের অধিকার আদায়ের আন্দোলনে শামিল হওয়ার জন্যই এ পদে দাঁড়িয়েছি।

সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক ড. মনির উদ্দিন বলেন, পুরো ক্যাম্পাসজুড়ে আমরা উৎসবমুখর পরিবেশ দেখতে পাচ্ছি। আমরা আশাবাদী, একটি স্বচ্ছ, নিরপেক্ষ শিক্ষার্থীবান্ধন চাকসু নির্বাচন আমরা উপহার দিতে পারব।

উল্লেখ্য, আগামী ১২ অক্টোবর অনুষ্ঠিত হতে যাচ্ছে শিক্ষার্থীদের বহুল আকাঙ্ক্ষিত চাকসু নির্বাচন। এই নির্বাচনে ভোটার সংখ্যা ২৭ হাজার ৬৩৪ জন শিক্ষার্থী।

চাকসু ও হল সংসদ নির্বাচন আচরণবিধি অনুযায়ী মনোনয়নপত্র সংগ্রহ ও জমাদানের সময় কোনো মিছিল বা শোভাযাত্রা করা যাবে না এবং পাঁচজনের বেশি সমর্থক নিয়ে ফরম নেওয়া বা জমা দেওয়া যাবে না।

আগামী ১৫ থেকে ১৭ সেপ্টেম্বর পর্যন্ত মনোনয়নপত্র জমা নেওয়া হবে। যাচাই-বাছাই হবে ১৮ সেপ্টেম্বর, প্রাথমিক তালিকা প্রকাশ ২১ সেপ্টেম্বর এবং প্রার্থিতা প্রত্যাহারের শেষ সময় ২৩ সেপ্টেম্বর। চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে ২৫ সেপ্টেম্বর।

চাকসু ও হল সংসদ নির্বাচন আগামী ১২ অক্টোবর সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। ভোট শেষে গণনা শুরু হবে। সর্বশেষ চাকসু নির্বাচন হয়েছিল ১৯৯০ সালে। দীর্ঘ ৩৫ বছর পর আবারও এ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ডাকসুর ভোট এবার ম্যানুয়ালি গণনার জন্য উমামার লিখিত আবেদন

আরও বাড়ল ঐকমত্য কমিশনের মেয়াদ

চ্যাম্পিয়ন্স লিগ শুরুর আগে রিয়াল শিবিরে সুসংবাদ

সাতক্ষীরায় ৭ বস্তা পলিথিন পোড়ালেন ভ্রাম্যমাণ আদালত

‘আমার নাম স্বস্তিকা, বুড়িমা নই’ ক্ষোভ ঝাড়লেন স্বস্তিকা

এক দিনে ২৬ ব্যাংক থেকে ৩৫ কোটি ডলার কিনল বাংলাদেশ ব্যাংক

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়ক / ছয় লেনের পদক্ষেপ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারি

আদালতের বারান্দায় নৃশংস হামলা, বিচার চেয়ে কাঁদল ভুক্তভোগী পরিবার

এবার হরতালের ডাক মুক্তিযোদ্ধা পরিবার-বস্তিবাসীর 

বিদেশি নয়, মন টানে দেশি ছেলেই : সেমন্তী সৌমি

১০

দুধ দিয়ে গোসল করে ২৫ বছরের সংসার ছাড়লেন লিটন

১১

চাকসুর ভোটার তালিকায় এমফিল-পিএইচডির ৩৪৮ শিক্ষার্থী

১২

অপরিকল্পিত সড়ক আর নানা অব্যবস্থাপনায় জলাবদ্ধ জামালপুর পৌরসভা

১৩

তারেক রহমানের নেতৃত্বে জনগণের সরকার প্রতিষ্ঠা পাবে : আনোয়ার

১৪

এশিয়া কাপে ওমানকে ৪২ রানে উড়িয়ে দিল আমিরাত

১৫

শারদীয় দুর্গাপূজার প্রস্তুতি / প্রধান উপদেষ্টার সঙ্গে হিন্দু নেতাদের সাক্ষাৎ

১৬

সরকারি গাড়ি নেই লালমাই এসিল্যান্ড অফিসে, ব্যাহত জনসেবা

১৭

ছয় মাসের সাজা ছয় বছর খেটে দেশে ফিরলেন রামদেব

১৮

৮৩ কোটি টাকা ঋণখেলাপি / এএফসি হেলথের ৬ পরিচালকের দেশত্যাগে নিষেধাজ্ঞা 

১৯

বিশ্লেষণ / ইসলামিক আর্মি গঠনের দিকে এগোচ্ছে মুসলিম বিশ্ব?

২০
X