কালবেলা ডেস্ক
প্রকাশ : ১৭ সেপ্টেম্বর ২০২৫, ০৫:২৯ পিএম
অনলাইন সংস্করণ

ডাকসুতে ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি যাচাই, উঠে এলো যে তথ্য

ডাকসুর ভোটগ্রহণ। ছবি : সংগৃহীত
ডাকসুর ভোটগ্রহণ। ছবি : সংগৃহীত

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে (ডাকসু) এক শিক্ষার্থীর ভোট কারচুপির অভিযোগে সিসিটিভি ফুটেজ যাচাই করেছে নির্বাচন কমিশন। এরপর কমিশন জানিয়েছে, ভোটকেন্দ্রে ওই শিক্ষার্থীর কর্মকাণ্ড সন্দেহজনক মনে হয়েছে।

বুধবার (১৭ সেপ্টেম্বর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে ওই ঘটনা প্রসঙ্গে নিজের বক্তব্য জানান চিফ রিটার্নিং অফিসার অধ্যাপক ড. মোহাম্মদ জসীম উদ্দিন।

মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘গত ৯ সেপ্টেম্বর নির্বাচনের দিন আনুমানিক বেলা ১১টা নাগাদ টিএসসি কেন্দ্র থেকে কেন্দ্র প্রধান আমাকে ফোনে জানান, একজন ছাত্রী (ভোটার) এক নম্বর টেবিল থেকে ব্যালট গ্রহণ করে বুথে প্রবেশ করেন। প্রায় এক মিনিটের বেশি সময় পর তিনি বুথ থেকে বের হয়ে দাবি করেন, তার একটি ব্যালটে দুটি প্রার্থীর পক্ষে পূর্ব থেকেই ক্রস চিহ্ন দেওয়া ছিল। ওই ছাত্রী ওই ব্যালটে ভোট প্রদান করতে অস্বীকৃতি জানান। পরে সেখানে উপস্থিত পোলিং অফিসার এবং ভোট ব্যবস্থাপকদের সহায়তায় তার কাছ থেকে চিহ্নিত ব্যালটটি সংগ্রহ করে আলাদা একটি প্যাকেটে সংরক্ষণ করা হয় এবং তাকে নতুন করে ব্যালটের ১নং পাতাটি প্রদান করা হয়। পরে তিনি পুনরায় বুথে প্রবেশ করে ভোট দেন এবং চলে যান।’

তিনি বলেন, ‘ঘটনার বিষয়ে অবহিত হওয়ার পরপরই আমি চিহ্নিত ব্যালটটি সংরক্ষণ করার নির্দেশ দিই এবং বিশ্ববিদ্যালয় প্রশাসনকে বিষয়টি তদন্তের জন্য একটি কমিটি গঠনের অনুরোধ জানাই। পরে সেখানে উপস্থিত তিনজন শিক্ষককে আমরা ঘটনাটি সম্পর্কে জিজ্ঞাসা করি এবং তাদের বর্ণনার সঙ্গে কেন্দ্র প্রধানের বক্তব্যের মিল পাওয়া যায়। ফলে ঘটনাটি তাৎক্ষণিকভাবে মীমাংসিত হয় এবং প্রচলিত নিয়ম ও প্রক্রিয়ায় কোনো ব্যত্যয় ঘটেনি। পরবর্তীতে আমাদের হাতে ঘটনাটির ভিডিও ফুটেজ আসে। ফুটেজ পর্যবেক্ষণে দেখা যায়, সংশ্লিষ্ট ছাত্রী চারবার বুথে প্রবেশ করেন। প্রথমবার আনুমানিক ৪০ সেকেন্ড, দ্বিতীয়বার আনুমানিক ৬৬ সেকেন্ড, তৃতীয়বার আনুমানিক ২ সেকেন্ড এবং চতুর্থবার আনুমানিক ১০ মিনিটেরও বেশি সময় বুথে অবস্থান করেন। শেষ পর্যন্ত তিনি ভোট দিয়ে কেন্দ্র ত্যাগ করেন।’

মোহাম্মদ জসীম উদ্দিন বলেন, ‘ভোটকেন্দ্রে তার বারবার বুথে প্রবেশ ও বের হওয়া এবং সেখানে উপস্থিত একাধিক ব্যক্তির সঙ্গে আলাপচারিতা আমাদের কাছে প্রশ্নবিদ্ধ ও সন্দেহজনক বলে মনে হয়েছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে।’

এর আগে গত ৯ সেপ্টেম্বর ডাকসু নির্বাচনের ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট চলাকালে স্বতন্ত্র শিক্ষার্থী ঐক্যের ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক প্রার্থী রূপাইয়া শ্রেষ্ঠা তঞ্চঙ্গ্যা টিএসটি কেন্দ্রে ভোট কারচুপির অভিযোগ তোলেন। সময় সংবাদকে শ্রেষ্ঠা জানান, টিএসসির কেন্দ্রে আমার এক বন্ধু ভোট দিতে আসে। সে ১ নম্বর টেবিল থেকে ব্যালট পেপার নেয়। নেওয়ার পর কেন্দ্রে প্রবেশের আগেই সে দেখে যে, ব্যালটে সাদিক কায়েম এবং এস এম ফরহাদের জায়গায় ক্রস দেওয়া। এরপর সে সংশ্লিষ্টদের জিজ্ঞাসা করলে উল্টো তাকেই জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর টিএসসি কেন্দ্রের রিটার্নিং কর্মকর্তা অধ্যাপক নাসরিন সুলতানা তাৎক্ষণিকভাবে অভিযোগ পুরোপুরি অস্বীকার করেন। এরপরেও অভিযোগ যেহেতু উঠেছে, ওই সময়ের সিসিটিভি ফুটেজ দেখে বিষয়টা যাচাই করে দেখা হবে বলেও জানান তিনি।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

যুবকের কান্না দেখে সব ফিরিয়ে দিল ছিনতাইকারী!

রাতে ঘুমানোর আগে এক গ্লাস গরম দুধ খেলে কী হয়?

পিআর পদ্ধতি উদ্দেশ্যপ্রণোদিত চক্রান্ত : রিজভী

শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থাকা ময়লার ভাগাড় সরাতে রাস্তায় নামলেন শিক্ষার্থীরা

সম্প্রীতির বাংলাদেশ রক্ষায় সবাইকে এগিয়ে আসতে হবে : কফিল উদ্দিন 

ডেঙ্গুতে ঝরল আরও ৫ প্রাণ, হাসপাতালে ৬২২

নিম্নমানের চাল বিতরণের ঘটনায় গুদাম সিলগালা

প্রধান উপদেষ্টার সফরসঙ্গী হচ্ছেন ৪ রাজনীতিক

সাড়ে ৩ হাজার চিকিৎসকের যোগদান নিয়ে ‘সুখবর’ দিলেন স্বাস্থ্যের ডিজি

২৮ ইঞ্চিতে আটকে আছেন ১৮ বছর বয়সী তৌহিদ

১০

অভিজ্ঞতা ছাড়াই চাকরি দিচ্ছে মেঘনা গ্রুপ, আবেদন করুন এখনই

১১

আদর্শ মানুষ গড়তে নৈতিক শিক্ষার বিকল্প নেই : মেয়র শাহাদাত

১২

‘সাইয়ারা’ নায়িকার নতুন চ্যালেঞ্জ

১৩

বগুড়া পলিটেকনিক শিক্ষার্থীদের মহাসড়ক ব্লকেড

১৪

প্রধান সহযোগীসহ সেই মার্কিন নাগরিক রিমান্ডে

১৫

প্রবাসে বসে শেখ হাসিনা ও তার পরিবারের কেউ ভোট দিতে পারবেন না

১৬

আলোচনায় করাচির ‘বেশরম বার্গার’ ও ‘লক পিজ্জা’

১৭

চাকরি দিচ্ছে বিকাশ, আবেদন করুন আজই

১৮

বিসিবি নির্বাচনের পূর্ণাঙ্গ তফসিল ঘোষণা

১৯

চাকরি দিচ্ছে শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়, পদ ৫১

২০
X