শুক্রবার, ২৮ নভেম্বর ২০২৫, ১৩ অগ্রহায়ণ ১৪৩২
বাকৃবি প্রতিনিধি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৫, ০৩:৩৩ এএম
আপডেট : ০৫ অক্টোবর ২০২৫, ০৮:৫৩ এএম
অনলাইন সংস্করণ

এক মাস পর খুলছে বাকৃবি, সেশনজটের শঙ্কা

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিজয় ৭১ ভাস্কর্য। ছবি : সংগৃহীত
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) বিজয় ৭১ ভাস্কর্য। ছবি : সংগৃহীত

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) দীর্ঘ ৩৪ দিনের স্থবিরতার অবসান ঘটতে চলেছে। আগামী রোববার (৫ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ে যথারীতি ক্লাস পরীক্ষা শুরু হবে। এর আগে গত ৩ অক্টোবর সকাল ৯টা থেকে শিক্ষার্থীরা নিজ নিজ আবাসিক হলে উঠতে শুরু করেছেন।

জানা যায়, গত ৩১ আগস্ট কম্বাইন্ড ডিগ্রির দাবিতে আন্দোলনরত শিক্ষার্থীদের ওপর বহিরাগতদের হামলার ঘটনায় শিক্ষার্থী-সাংবাদিকসহ ১৫ আহত হন। এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ে উত্তেজনাকর পরিবেশ সৃষ্টি হলে বিশ্ববিদ্যালয় প্রশাসন সেদিন রাত সাড়ে ৯টায় অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় অনির্দিষ্টকালের জন্য বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করা হয়। পরদিন ১ সেপ্টেম্বর সকাল ৯টার মধ্যে বিশ্ববিদ্যালয়র আবাসিক হলে অবস্থানরত সব ছাত্রছাত্রীকে হল ত্যাগের নির্দেশ দেওয়া হয়।

এর আগে, একই দিন সকাল ১১টায় কম্বাইন্ড ডিগ্রির বিষয়ে সিদ্ধান্ত জানাতে বিশ্ববিদ্যালয়ের শিল্পাচার্য জয়নুল আবেদীন মিলনায়তনে একটি একাডেমিক কাউন্সিল অনুষ্ঠিত হয়েছিল। দুপুর দেড়টায় শিক্ষা পরিষদ তিন ডিগ্রির প্রস্তাব করলে শিক্ষার্থীদের প্রত্যাশা পূরণ না হওয়ায় উপস্থিত শিক্ষকদের আট ঘণ্টা অবরুদ্ধ করে রাখে।

অবশেষে বিশ্ববিদ্যালয়ের অচলাবস্থা নিরসনে গত ২৩ সেপ্টেম্বর অনলাইনে অনুষ্ঠিত জরুরি সিন্ডিকেট সভায় বিশ্ববিদ্যালয় খুলে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয় এবং হল বন্ধের নির্দেশনা প্রত্যাহার করা হয়। ওইদিন বিকেল ৫টার দিকে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কৃষিবিদ ড. মো. হেলাল উদ্দীনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, বর্তমানে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার স্বাভাবিক পরিবেশ বিরাজ করছে। তাই আগামী ৫ অক্টোবর থেকে যথারীতি বিশ্ববিদ্যালয়ের ক্লাসসমূহ শুরু হবে। সংশ্লিষ্ট অনুষদের ডিন এবং ইনস্টিটিউটের পরিচালক মহোদয়গণ পরীক্ষার তারিখ ঘোষণা করবেন। আগামী ৩ অক্টোবর সকাল ৯টা হতে ছাত্র-ছাত্রীরা নিজ নিজ আবাসিক হলসমূহে উঠতে পারবে।

শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন কোনো বিশ্ববিদ্যালয় বন্ধ থাকলে স্বাভাবিকভাবেই সেশনজটের আশঙ্কা দেখা দেয়। যেমনটি কুয়েট দীর্ঘদিন বন্ধ থাকার সময় হয়েছিল। তবে বাকৃবি প্রশাসন ও আন্দোলনকারী শিক্ষার্থীদের মধ্যে সমঝোতায় পৌঁছানো শিক্ষার্থীদের মাঝে স্বস্তি এনে দিয়েছে। গত ২৩ সেপ্টেম্বরই ক্যাম্পাস খোলার ঘোষণা দেওয়া হয়েছিল, যা সবার প্রত্যাশিত সিদ্ধান্ত ছিল। বিশ্ববিদ্যালয় পুনরায় চালু হওয়ার পর শিক্ষক ও শিক্ষার্থীরা সবাই আরও দায়িত্বশীল আচরণ করবেন, যাতে শিক্ষার পরিবেশ শান্তিপূর্ণ ও স্বাভাবিক থাকে।

বিশ্ববিদ্যালয় খোলার বিষয়ে কৃষি অনুষদের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী নাহিদুল ইসলাম বলেন, দীর্ঘ ৩৫ দিন পর বাকৃবি ক্যাম্পাসে স্বাভাবিক কার্যক্রম শুরু হচ্ছে এতে আমরা আনন্দিত। যদিও আমাদের ক্লাস শুরু হওয়ার কথা ছিল গত ৭ সেপ্টেম্বরেই, ফলে সেশনজটের আশঙ্কা দেখা দিয়েছিল। তবুও আমরা আশাবাদী, নিয়মিত ক্লাস ও পরীক্ষা চালুর মাধ্যমে সেই আশঙ্কা কাটিয়ে ওঠা সম্ভব হবে। তবে বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক নিরাপত্তা নিয়ে আমাদের উদ্বেগ এখনো রয়ে গেছে। গত কয়েকদিনে বহিরাগতদের সংশ্লিষ্টতায় কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছে। আমরা আশা করি, প্রশাসনের কার্যকর পদক্ষেপে এমন ঘটনা আর ঘটবে না এবং বিশ্ববিদ্যালয়ের শান্তিপূর্ণ শিক্ষার পরিবেশ অক্ষুণ্ণ থাকবে।

একই অনুষদের অন্য এক শিক্ষার্থী মো. আলিফ রিয়াদ খান বলেন, দীর্ঘ বিরতির পর ক্লাস শুরু হওয়াটা সবার জন্য স্বস্তিদায়ক। এই সিদ্ধান্তের মাধ্যমে দীর্ঘ অনিশ্চয়তার অবসান ঘটেছে। শিক্ষাজীবনের স্থবিরতা কাটিয়ে এখন সবাইকে আরও দায়িত্বশীল ও সহনশীল হতে হবে, যাতে শিক্ষার স্বাভাবিক পরিবেশ বজায় থাকে। পাশাপাশি সেশনজট নিরসনে প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।

বাকৃবি উপাচার্য অধ্যাপক ড. এ কে ফজলুল হক ভূঁইয়া বলেন, দীর্ঘ বিরতির পর আজ বিশ্ববিদ্যালয়ে কার্যক্রম শুরু হয়েছে। অতীতে কি হয়েছে আমরা আর পেছনে না তাকাই। বিশ্ববিদ্যালয়ের স্বার্থে ইতিবাচকভাবে আমরা সকলে অগ্রসর হই, এটাই এখন সবচেয়ে প্রয়োজন। আমাদের লক্ষ্য হবে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ফিরিয়ে আনা এবং আগের চেয়েও উন্নত এক বাকৃবি গড়ে তোলা।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্যাতনের ভিডিও পাঠিয়ে ৬০ লাখ টাকা মু‌ক্তিপণ দাবি

মেসির ভারত সফরে যুক্ত হলো আরও একটি শহর

বাকৃবিতে ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা

শিশু আফিয়ার জন্য তারেক রহমানের বিশেষ উপহারের ঘর নির্মাণ শুরু

প্রথমবারের মতো বিশ্বকাপ জিতল পর্তুগাল

পালিয়ে থেকেও শেষ রক্ষা হলো না নাঈমের

সবাই মিলেমিশে আগামীর বাংলাদেশ গড়ে তুলব : সেলিমুজ্জামান

সড়কের পাশে দাঁড় করিয়ে রাখা বাসে আগুন

বেপরোয়া বাসচাপায় প্রাণ গেল নানি-নাতনির

চট্টগ্রামে অনুষ্ঠিত হতে যাচ্ছে ইউকে–ইউরোপ–অস্ট্রেলিয়া এডুকেশন এক্সপো

১০

নির্বাচনের শিডিউল ঘোষণা করলেই তারেক রহমান দ্রুত দেশে ফিরবেন : আবদুল আউয়াল মিন্টু 

১১

বন্ধুকে কুপিয়ে হত্যার পর অস্ত্র হাতে থানায় যুবক

১২

টানা ৯ ঘণ্টা সিলেটের যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

১৩

রাতের আঁধারে যুবককে ছুরিকাঘাতে হত্যা

১৪

ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘ডিটওয়াহ’

১৫

ধানের শীষের জাগরণে ঐক্যবদ্ধ গণমিছিল

১৬

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল পুলিশ সদস্যসহ ২ জনের

১৭

রাজশাহীতে ৬০ হারানো ফোন ফিরিয়ে দিল পুলিশ

১৮

বাঙলা কলেজ ছাত্রদলের ৪ নেতা বহিষ্কার

১৯

চবিতে অনুষ্ঠিত হচ্ছে ‘সামুদ্রিক মৎস্য ও নীল উদ্ভাবন’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন

২০
X