জগন্নাথ বিশ্ববিদ্যালয় (জবি) ছাত্রলীগের বাংলা বিভাগ ইউনিটের সহসভাপতি জুনাঈদ হুসাইন রায়িনকে পদ থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। মানবতাবিরোধী অপরাধে আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা দেলাওয়ার হোসাইন সাঈদীর মৃত্যুতে ফেসবুকে শোক জানিয়ে পোস্ট দেওয়ায় তার বিরুদ্ধে এ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।
মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজী ও সাধারণ সম্পাদক এস এম আকতার হোসাইনের সই করা এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিষয়টি জানানো হয়।
এর আগে ২০ আগস্ট সাঈদীর মৃত্যুতে শোক জানিয়ে স্ট্যাটাস দেওয়ায় জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের ছয়জনকে অব্যাহতি দেওয়া হয়। এ ছাড়া দেশের বিভিন্ন স্থানে ছাত্রলীগের নেতাকর্মীদের বহিষ্কার করা হয়।
মঙ্গলবারের বিজ্ঞপ্তিতে বলা হয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের এক জরুরি সিদ্ধান্ত মোতাবেক জানানো যাচ্ছে যে, সংগঠনের শৃঙ্খলা, নীতি ও আর্দশের পরিপন্থি কার্যকলাপে জড়িত থাকায় বাংলা বিভাগের সহসভাপতি জুনাঈদ হুসাইন রায়িনকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ থেকে অব্যাহতি দেওয়া হলো। সেই সঙ্গে স্থায়ী বহিষ্কারের জন্য কেন্দ্রীয় ছাত্রলীগের নির্বাহী সংসদের কাছে সুপারিশ করা হলো।
এ বিষয়ে জানতে চাইলে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মো. ইব্রাহিম ফরাজি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের থেকে নির্দেশনা দেওয়া হয়েছে যুদ্ধাপরাধীদের নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট করলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার জন্য। তাই তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।’
মন্তব্য করুন