রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) শহীদ জিয়াউর রহমান হলের আবাসিক হলের ক্যান্টিনে খাবারের মূল্য বৃদ্ধির প্রতিবাদ করেছে শিক্ষার্থীরা। আজ বুধবার (১৩ সেপ্টেম্বর) দুপুরে হলের ক্যান্টিনে তালা মেরে বিক্ষোভ শুরু করেন তারা। একপর্যায়ে ঘটনাস্থলে গিয়ে অনির্দিষ্টকালের জন্য ক্যান্টিন বন্ধ ঘোষণা করে শিক্ষার্থীরা।
শিক্ষার্থীদের অভিযোগ, ক্যান্টিনে প্রত্যেক আইটেম খাবারে ৫-১০ টাকা দাম বাড়ানো হয়েছে। হল কর্তৃপক্ষের সই করা নতুন মূল্য তালিকা অনুযায়ী দাম নিচ্ছেন ক্যান্টিনের মালিক। শিক্ষার্থীদের সঙ্গে কথা না বলে হল ছাত্রলীগ, প্রশাসন ও ক্যান্টিনের মালিক মিলে ইচ্ছেমতো দাম বাড়িয়েছে।
হলের আবাসিক শিক্ষার্থী বাঁধন বলেন, আমাদের সঙ্গে আলোচনা না করে হল কর্তৃপক্ষ এবং ক্যান্টিন মালিক নিজেদের ইচ্ছেমতো দাম বৃদ্ধি করেছে। নতুন বর্ধিত মূল্য তালিকায় যে দাম নির্ধারণ করা হয়েছে তার চেয়ে অন্য হলগুলোতে কম দামে খাবার পাওয়া যায়। তাহলে এখানে কেন বেশি দামে খাবার খেতে হবে? আমরা চাই খাবারের দাম সাধারণ শিক্ষার্থীদের আয়ত্তে রেখে মানসম্মত খাবার পরিবেশন করুক।
নাম প্রকাশ না করে হলের আরেক শিক্ষার্থী বলেন, হল ছাত্রলীগ, প্রশাসন ও ক্যান্টিন মালিকের যোগসাজশে এরকম মূল্য তালিকা তৈরি করা হয়েছে। ফলে শিক্ষার্থীদের অতিরিক্ত মূল্য পরিশোধ করে খাবার খেতে হচ্ছে।
এ বিষয়ে জানতে চাইলে হল ক্যান্টিনের মালিক খোকন আলী বলেন, শিক্ষার্থীরা নতুন যে মূল্য তালিকা দিয়েছে সেই অনুযায়ী ক্যান্টিন চালানো আমার পক্ষে সম্ভব নয়। এখন ক্যান্টিন থেকে আমার সব জিনিসপত্র নিয়ে চলে যেতে হবে।
তবে খাবারের দাম বৃদ্ধির বিষয়টি 'অবগত নয়' উল্লেখ করে হল প্রাধ্যক্ষ ড. সুজন সেন বলেন, গতকাল আমাকে হল সুপার কল দিয়ে খাবারের নতুন মূল্য তালিকা দেওয়ার কথা বলেছে। আমি তাকে শিক্ষার্থীদের সঙ্গে কথা বলে অন্য হলের সঙ্গে সামঞ্জস্য রেখে মূল্য নির্ধারণ করার জন্য বলি। কিন্তু এভাবে দাম বাড়ানোর বিষয়টি সে আমাকে জানায়নি।
মন্তব্য করুন