কালবেলা প্রতিবেদক
প্রকাশ : ২১ অক্টোবর ২০২৫, ০৬:২৮ পিএম
আপডেট : ২১ অক্টোবর ২০২৫, ০৬:৩৭ পিএম
অনলাইন সংস্করণ

ঢাবির সমাজকল্যাণ ইনস্টিটিউটে পানির ফিল্টার দিলেন ছাত্রদল নেতা তারিক

ছাত্রদল নেতা তারিকের উদ্যোগে ফিল্টার স্থাপন। ছবি : কালবেলা
ছাত্রদল নেতা তারিকের উদ্যোগে ফিল্টার স্থাপন। ছবি : কালবেলা

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট এবং ফজিলাতুন্নেছা মুজিব হল ও বাংলাদেশ-কুয়েত মৈত্রী হলের সাধারণ ছাত্রীদের জন্য বিশুদ্ধ ও নিরাপদ পানির ব্যবস্থা নিশ্চিত করতে আধুনিক ফিল্টার স্থাপন করেছেন ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের যুগ্ম-সাধারণ সম্পাদক মো. তরিকুল ইসলাম তারিক।

মঙ্গলবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের সমাজকল্যাণ ও গবেষণা ইনস্টিটিউট ভবনের নিচতলায় গেটের বাম পাশে ব্যক্তিগত উদ্যোগে এই পানির ফিল্টারটি স্থাপন করেন তিনি। এর ফলে ইনস্টিটিউটের সাধারণ শিক্ষার্থীদের পাশাপাশি ফজিলাতুন্নেছা মুজিব হল, বাংলাদেশ-কুয়েত মৈত্রী হল এবং আশপাশের বিভিন্ন মেসে বসবাসরত ঢাবি ছাত্রীদের দীর্ঘদিনের বিশুদ্ধ পানির সংকট নিরসন হলো।

ইনস্টিটিউটের শিক্ষার্থীরা জানান, দীর্ঘদিন ধরে এখানে সুপেয় পানির সংকট ছিল। মেয়েদের দুটি হল, সমাজকল্যাণ ইনস্টিটিউটের পাশাপাশি আশপাশে বিভিন্ন মেসে বসবাসকারী ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক-বর্তমান ছাত্রীরাও এখান থেকে পানি ব্যবহার করেন। একটি সুপেয় পানির ফিল্টার প্রয়োজন ছিল। বিষয়টি জানার পর ছাত্রদল নেতা তারিক নিজের উদ্যোগে নতুন ফিল্টার স্থাপনের সিদ্ধান্ত নেন।

এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের সহসাংগঠনিক সম্পাদক রিয়াজ উদ্দিন, আবুল কাসেম প্রধান, রকিবুল হাসান, জুল হোসেন, সদস্য সাব্বির আহম্মেদ, কর্মী শাহ আলম, তানভীর হোসেন, রিয়া বিশ্বাস ও নাজমুস সাকিব, সূর্যসেন হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক মিনহাজ উদ্দিন ও তরিকুল ইসলাম তারেক, কর্মী তারিফউল্লাহ ও আরেফিন সুলতান, বিজয় একাত্তর হল ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক আহনাফ আহম্মেদ রাফি, সদস্য মো: আয়াজুর রহমান, মাজহারুল ইসলাম, মাহবুবুর রহমান সোহান, মাহমুদুল হাসান, সামি মাহমুদ সাদাফ, মাহমুদুল হাসান ও সাফওয়ান সাব্বির, শেখ মুজিবুর রহমান হলের সদস্য সিয়াম রহমান, তাহমিদ হুমায়ুন তানিম, কর্মী যাররাফ রহমান রাশহা, কবি জসিম উদ্দিন হলের সদস্য মাহফুজ ইকবাল ও মিনহাজ উদ্দিন, হাজী মুহম্মদ মুহসীন হলের সদস্য সাখাওয়াত আনসারী সৈকত, ফজলুল হক মুসলিম হলের সদস্য হামিম তাশরিফ আবির সহ বিশ্ববিদ্যালয় ও হল শাখার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

এছাড়া শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবিব মেহেদি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সদস্য নূর হোসেন, ঢাকা মহানগর উত্তরের ফজলে রাব্বি রাদ, মুজতবা তাহমিদ মুবিন, মো. নাজমুল হক, মো. তানভিরুল ইসলাম, মহানগর দক্ষিণের মো. জুবায়ের হোসেন ও মো. ফাহাদ হোসেন, মহানগর পূর্বের মো. জাহিদ হাসান, মো. সোয়াইবুল ইসলাম রেম্পি, মুন্তাসির হাসনাত, মহানগর পশ্চিমের মো. মাহমুদুল হাসান, তেঁজগাও কলেজের রিমন রায়হান, বেসরকারি বিশ্ববিদ্যালয়ের সাকিব হোসেন সৌরভ, আরাফাত হোসেন, ওসমান গণি, জামান মোল্ল্যা, শফিকুল ইসলাম বাবু, রুমান বেপারি, তোফায়েল মুন্সি সহ অনেকেই উপস্থিত ছিলেন।

তরিকুল ইসলাম তারিক বলেন, ছাত্ররাজনীতি মানে শুধু পদপদবি নয়, মানুষের পাশে দাঁড়ানোর দায়িত্ববোধও এর অংশ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা দেশের ভবিষ্যৎ নেতৃত্ব-তাদের মৌলিক চাহিদা পূরণ করা মানে জাতির ভবিষ্যৎকে বিনিয়োগ করা। বিশুদ্ধ পানি একটি মৌলিক অধিকার, এটি বিলাসিতা নয়। তাই শিক্ষার্থীরা যেন অন্তত নিরাপদ পানি পান করতে পারেন, সেটাই নিশ্চিত করার চেষ্টা করেছি।

তিনি আরও বলেন, আমরা বিশ্বাস করি, ছাত্রদল সবসময় সাধারণ শিক্ষার্থীর কল্যাণে কাজ করে আসছে এবং ভবিষ্যতেও করবে। রাজনীতি তখনই অর্থবহ হয়, যখন তা মানুষের জীবনে বাস্তব পরিবর্তন আনে। এই ফিল্টার স্থাপনের কাজটি তারই ক্ষুদ্র প্রয়াস।

শিক্ষার্থীরা জানান, এই ফিল্টার স্থাপনের ফলে এখন তারা সহজেই বিশুদ্ধ পানি সংগ্রহ করতে পারবেন, যা তাদের স্বাস্থ্য ও দৈনন্দিন জীবনযাপনে বড় সহায়ক হবে।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নাসীরুদ্দীনের অভিযোগের প্রতিক্রিয়া জানালেন মির্জা আব্বাস

মুস্তাফিজ ইস্যুতে ভারতের সিদ্ধান্তকে ‘শক্তির অপব্যবহার’ বলে আখ্যা ভারতীয় সাংবাদিকের

পৌনে ২ লাখ লোকের ইতিবাচক পরিবর্তন আনল ব্র্যাক ব্যাংক 

ডিমের আঁশটে গন্ধ দূর করার সহজ উপায়

কৃত্রিম বুদ্ধিমত্তার অপব্যবহারে উদ্বিগ্ন নির্বাচন কমিশন

বাংলাদেশের ওপর যুক্তরাষ্ট্রের শুল্ক কমানো নিয়ে বড় সুখবর দিলেন লুৎফে সিদ্দিকী

শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধান নিয়োগে পরিবর্তন এনে পরিপত্র জারি

সংশোধিত তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ ২০২৫ দ্রুত পাসের দাবি আহছানিয়া মিশনের

ক্ষমতায় গেলে কেরু অ্যান্ড কোং-সহ সব কারখানা সচল করা হবে : জামায়াত আমির

যুব সমাজ ও নতুনরা ভোটের চিত্র বদলে দেবে : তুলি

১০

নির্বাচনের ফলাফল না নিয়ে আমরা কেউ বাড়ি ফিরব না : আবু আশফাক

১১

ধানের শীষের প্রচারণায় হিন্দু বৌদ্ধ খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের কমিটি গঠন

১২

টেকনাফে পাহাড় থেকে ৬ কৃষককে অপহরণ

১৩

তারেক রহমানের গাড়ি থামিয়ে কী বললেন তরুণী

১৪

হাবিবুল্লাহ বাহার কলেজে কেউ আমন্ত্রিত ছিলেন না, দাবি কলেজ কর্তৃপক্ষের

১৫

বিজয় থালাপতি এখন বিপাকে

১৬

মধ্যপ্রাচ্য নিয়ে যে নতুন ঘোষণা দিল যুক্তরাষ্ট্র

১৭

নির্বাচন ও ডিজিটাল বাস্তবতা নিয়ে ‘ইয়ুথ ভয়েস অব বাংলাদেশ’ চট্টগ্রাম সিটির প্রস্তুতি সভা

১৮

সাংবাদিকদের ওপর হামলায় আরও এক আসামি গ্রেপ্তার 

১৯

সুর নরম আইসিসির

২০
X