চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ : ১৪ সেপ্টেম্বর ২০২৩, ০৮:০৪ পিএম
অনলাইন সংস্করণ
চবিতে হামলায় মামলা

নিরপরাধ কর্মীদের অব্যাহতি চেয়ে শাখা ছাত্রলীগের আল্টিমেটাম

চবি উপাচার্যের বাসভবনের সামনে আগুন দিয়ে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। পুরোনো ছবি
চবি উপাচার্যের বাসভবনের সামনে আগুন দিয়ে বিক্ষোভ করছে সাধারণ শিক্ষার্থীরা। পুরোনো ছবি

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) গত ৭ সেপ্টেম্বরের শাটল ট্রেন দুর্ঘটনার পর ক্যাম্পাসে ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় করা মামলার প্রতিবাদ জানিয়ে প্রক্টর ও উপাচার্য বরাবর একটি স্মারকলিপি দিয়েছে শাখা ছাত্রলীগ।

বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) চবি শাখা ছাত্রলীগের সভাপতি রেজাউল হক রুবেল ও সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে প্রতিবাদ জানানো হয়। এসময় তারা প্রশাসন বরাবর ৭টি দাবিও জানান।

প্রতিবাদলিপিতে তারা উল্লেখ করেন, গত ৭ সেপ্টেম্বর বিশ্ববিদ্যালয় শাটলে শিক্ষার্থী আহতের দুঃখজনক ঘটনা ঘটে। শাটলের সংকট ও অপব্যবস্থাপনার জন্য এ মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। এই ঘটনার প্রেক্ষিতে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়, যা পরবর্তীতে গণজোয়ারে রূপ নেয়। সেই শান্তিপূর্ণ অধিকার আন্দোলনের সময় কিছু বিশৃঙ্খলাকারী আন্দোলনের মধ্যে বিশৃঙ্খলা এবং বিশ্ববিদ্যালয়ের ভিসি ভবনসহ অন্যান্য সরকারি সম্পত্তিতে ভাঙচুর চালায়।

তারা আরও উল্লেখ করেন, এই ন্যক্কারজনক ঘটনার প্রেক্ষিতে প্রশাসন মামলা করে। কিন্তু সেই মামলা দায়ের করা হয় কতিপয় নিরপরাধী এবং ঘটনার সঙ্গে সম্পৃক্ত নয় এমন ছাত্রলীগ কর্মীদের ওপর। যা একজন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে নিপীড়নের শামিল। নিরপরাধ এই শিক্ষার্থীদের ওপর অবিচার ও ভিত্তিহীন মামলার তীব্র প্রতিবাদ ও নিন্দা জ্ঞাপন করছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ। সেই সঙ্গে অনতিবিলম্বে নিরাপরাধ ছাত্রলীগ কর্মীদের হেয়প্রতিপন্ন করা মামলা হতে অব্যাহতি প্রদান করার জোর দাবি জানাচ্ছি। সেই সঙ্গে প্রকৃত অপরাধীদের চিহ্নিত করে তাদের কঠোর শাস্তির দাবি জানাচ্ছি।

একই দিন উপদপ্তর সম্পাদক মো. মুমিনুল ইসলাম মিশু স্বাক্ষরিত আরেক বিজ্ঞপ্তিতে প্রশাসন বরাবর ৭টি দাবি জানায় শাখা ছাত্রলীগ।

দাবিগুলো হলো, শাটল দুর্ঘটনায় আহত সকল শিক্ষার্থীদের উন্নত চিকিৎসাসেবা নিশ্চিত করা এবং সম্পূর্ণ ব্যয় বহন করা। অনতিবিলম্বে নিরপরাধ শিক্ষার্থীদের ভিত্তিহীন মামলা হতে অব্যাহতি প্রদান করতে হবে। সুষ্ঠু ও সঠিক তদন্তের মাধ্যমে প্রকৃত অপরাধীদের বিচারের ব্যবস্থা করতে হবে। ৭ তারিখের শাটল দুর্ঘটনার গাফিলতি বা অপব্যবস্থাপনার সুষ্ঠু তদন্ত কমিটি গঠন ও জড়িতদের শান্তির ব্যবস্থা কার্যকর করতে হবে। শাটলের সংখ্যা বৃদ্ধি ও শিডিউল বৃদ্ধি করতে হবে। শাটল ব্যবস্থাপনাকে ঢেলে সাজানোর জন্য ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে সময় উপযোগী সিদ্ধান্ত গ্রহণ করতে হবে এবং ক্যাম্পাসে ও শাটলে শিক্ষার্থীদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করতে হবে।

এ বিষয়ে চবি শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক ইকবাল হোসেন টিপু কালবেলাকে বলেন, মিথ্যা মামলার প্রতিবাদে চবি ছাত্রলীগ থেকে প্রক্টর ও উপাচার্য বরাবর স্মারকলিপি দেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি এর কোনো একটা সমাধান না করেন, তাহলে আগামী রোববার (১৭ সেপ্টেম্বর) থেকে কঠোর অবস্থানে যাবে শাখা ছাত্রলীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তারা যে ঝুঁকিপূর্ণ সিদ্ধান্ত নিতে পেরেছে সেটা দারুণ ব্যাপার: সাকিব

সপ্তাহের সেরা চাকরির বিজ্ঞপ্তি, পদ সংখ্যা ৯৬৩

ফুটবলে প্রথমবার দেখা গেল ‘গ্রিন কার্ড’, কীভাবে কাজ করবে?

ডাম্প ট্রাকচাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত

‘আকাশে মেঘ দেখলেই সবজির দাম বাড়ে’

রাজধানীতে বাস থামিয়ে গুলি, এরপর দিল আগুন

ইসলামী ব্যাংকের ভেরিফায়েড ফেসবুক পেজ হ্যাকড

অফসাইড-হ্যান্ডবলের বিতর্ক মেটাতে আসছে বিশ্বকাপ বল ‘ট্রায়োন্ডা’

দোয়ার সময় এই মারাত্মক ভুল করছেন না তো? জেনে নিন

ভেনেজুয়েলার উপকূলের পাঁচটি মার্কিন যুদ্ধবিমান

১০

বুক দিয়ে ঘানি টেনে সংসার চালান ষাটোর্ধ্ব দম্পতি

১১

বাংলাদেশের কাছে হারের মূল কারণ জানালেন রশিদ খান

১২

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বাংলাদেশের নিন্দা

১৩

‘রাজনৈতিক সংকট সমাধান ফিফার কাজ নয়’

১৪

ইতিহাসের প্রথম জুমার জামাতে কতজন মুসল্লি ছিলেন?

১৫

সুরা পড়ে মারুফার জন্য দোয়া করেন মা

১৬

খুব অল্প সময়ে সৃজিতের ঘনিষ্ঠ বন্ধু হয়েছি: সুস্মিতা

১৭

হারামাইনে আজ জুমা পড়াবেন যারা

১৮

রেললাইনের পাশে পড়ে ছিল যুবকের মরদেহ

১৯

সুমুদ ফ্লোটিলা আটকের ঘটনায় বিশ্বজুড়ে তীব্র প্রতিবাদ

২০
X