

ইস্টার্ন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের সদস্য ও সাবেক চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষাবিদ প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ আর নেই (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মঙ্গলবার (১১ নভেম্বর) সকালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। তার বয়স হয়েছিল ৬৮ বছর।
প্রফেসর ড. সাইফুল মজিদ ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) সাবেক পরিচালক। তিনি বাংলাদেশের ব্যবসায় শিক্ষা ও ব্যবস্থাপনা শিক্ষায় এক অগ্রগণ্য নাম। দীর্ঘ চার দশকের একাডেমিক ও প্রশাসনিক জীবনে তিনি উচ্চশিক্ষা অঙ্গনে রেখে গেছেন অনুকরণীয় দৃষ্টান্ত।
তার মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে ইস্টার্ন ইউনিভার্সিটি কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের এক শোকবার্তায় বলা হয়েছে, ‘প্রফেসর ড. একেএম সাইফুল মজিদ ছিলেন একজন নিবেদিতপ্রাণ শিক্ষক ও প্রজ্ঞাবান নেতা। তার মৃত্যুতে আমরা শিক্ষা অঙ্গনের এক আলোকিত ব্যক্তিত্বকে হারালাম।’
ইস্টার্ন ইউনিভার্সিটি পরিবার মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
মন্তব্য করুন