সমাজকল্যাণ মন্ত্রণালয়ের উদ্যোগে শিক্ষা অনুদান পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে অধ্যয়নরত ৫২ জন প্রতিবন্ধী শিক্ষার্থী। রোববার দুপুরে ঢাবির মুজাফফর আহমেদ চৌধুরী মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে শিক্ষা অনুদানের চেক তুলে দেন সমাজকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মো. আশরাফ আলী খান খসরু।
এ সময় প্রধান অতিথির বক্তব্যে আশরাফ আলী খান খসরু বলেন, সমাজকল্যাণ মন্ত্রণালয় দেশের অসহায়, দুস্থ, প্রতিবন্ধী ব্যক্তিদের জন্য সামাজিক নিরাপত্তা বেষ্টনীর আওতায় ৫২টির অধিক কর্মসূচি বাস্তবায়ন করছে। বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদ হতে দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের শিক্ষা অনুদান প্রদান করা হয়। প্রতি বছর এ খাতে সরকারের প্রায় ২ কোটি টাকা খরচ হয়।
তিনি বলেন, প্রতিবন্ধী শিক্ষার্থীরা অদম্য। তারা নানা প্রতিকূলতাকে জয় করে দেশের শ্রেষ্ঠ বিদ্যাপীঠ ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেয়েছেন। আপনাদের শিক্ষাজীবন সুন্দর হোক আমি এই শুভকামনা রাখছি। সমাজকল্যাণ মন্ত্রণালয় হতে আজকে যে ৫২ জন প্রতিবন্ধী শিক্ষার্থীকে অনুদান দেওয়া এ অর্থ সামান্য হলেও আপনাদের জন্য এটি অনুপ্রেরণা হিসেবে কাজ করবে। ভবিষ্যতে এই খাতে বরাদ্দ আরও বৃদ্ধি করাসহ এরূপ অনুদান প্রদান অব্যাহত রাখা হবে বলেও তিনি আশাবাদ ব্যক্ত করেন।
সভাপতির বক্তব্যে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আখতারুজ্জামান বলেন, তোমরা দেশের সর্বোচ্চ মেধাবী তাই তোমরা যা-ই শুন না কেন সেটা বিশ্বাস না করে যাচাই করবে। তথ্যপ্রযুক্তির এই যুগে সবাইকে তথ্যকে যাচাই করতে হবে নাহলে মিস ইনফরমেশন ছড়িয়ে পড়ার সম্ভাবনা রয়েছে। অন্তর্ভুক্তিমূলক সমাজ বিনির্মাণের একটি দিক হলো তোমরা এতজন শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ে পড়ার সুযোগ পাচ্ছ। আমাদের প্রধানমন্ত্রীও তোমাদের বিভিন্নভাবে সহায়তা করে যাচ্ছেন। এই মানবিক উদ্যোগগুলো এসডিজি অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার প্রবীর কুমার সরকারের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মমতাজ উদ্দিন আহমেদ এবং সামাজিকবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জিয়া রহমান।
মন্তব্য করুন