রাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ অক্টোবর ২০২৩, ০৬:৫৪ পিএম
অনলাইন সংস্করণ

রাবিতে বিজ্ঞান অনুষদের আন্তর্জাতিক সম্মেলনের প্রি-কনফারেন্স কর্মশালা বুধবার

সংবাদ সম্মেলনে অধ্যাপক সাহেদ জামান, অধ্যাপক আশরাফুল ইসলাম খান ও অধ্যাপক মাহমুদুল হাসান। ছবি : কালবেলা
সংবাদ সম্মেলনে অধ্যাপক সাহেদ জামান, অধ্যাপক আশরাফুল ইসলাম খান ও অধ্যাপক মাহমুদুল হাসান। ছবি : কালবেলা

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ‘নবায়নযোগ্য শক্তির স্থায়িত্ব: বাংলাদেশের স্বপ্ন ও বাস্তবতা’ শীর্ষক প্রি-কনফারেন্স কর্মশালা বুধবার (৪ অক্টোবর) অনুষ্ঠিত হবে।

মঙ্গলবার (৩ অক্টোবর) দুপুরে বিজ্ঞান অনুষদের ডিনের অফিস কক্ষে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয়।

কর্মশালা শেষে আগামী ৫ থেকে ৬ অক্টোবর বিভিন্ন দেশের গবেষকদের নিয়ে ‘চতুর্থ শিল্পবিপ্লবে বিজ্ঞান ও প্রযুক্তির ভূমিকা’ শীর্ষক আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে। বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদ এই কনফারেন্সের আয়োজন করছে।

প্রি-কনফারেন্স বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের কনফারেন্স কক্ষে অনুষ্ঠিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার। বক্তা হিসেবে বক্তব্য দেবেন যুক্তরাষ্ট্রের টেক্সাসের এশিয়ান এনার্জি সার্ভিসেসের অধ্যাপক রফিকুল আওয়াল ও ‘নর্থ-ওয়েস্ট পাওয়ার জেনারেশন কোম্পানি লিমিটেডের’ ম্যানেজিং ডিরেক্টর প্রকৌশলী কাজী আবসার উদ্দিন আহমেদ। বিশেষ অতিথি থাকবেন সহ-উপাচার্য অধ্যাপক হুমায়ুন কবীর। সভাপতিত্ব করবেন সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম।

অধ্যাপক এম. ছায়েদুর রহমান বলেন, আগামী ৫-৬ অক্টোবর আন্তর্জাতিক কনফারেন্স বিশ্ববিদ্যালয়ের শহীদ তাজউদ্দিন আহমদ সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। বিজ্ঞান অনুষদের প্রথম এই আয়োজনে ১১ জন কী-নোট স্পিকার বক্তব্য দেবেন এবং স্ব স্ব গবেষণাকর্ম উপস্থাপন করবেন। এছাড়া বিশ্বের বিভিন্ন দেশ থেকে আগত গবেষকরা তাদের নিজ নিজ গবেষণাকর্ম উপস্থাপন করবেন। ফিনল্যান্ড, জাপান, ভারত, অস্ট্রেলিয়া, চীন ও নেপালের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা আন্তর্জাতিক উপদেষ্টা সদস্য হিসেবে এই কনফারেন্সে ভূমিকা রাখবেন। বিজ্ঞান অনুষদভূক্ত শিক্ষক ছাড়াও দেশের বিভিন্ন প্রতিষ্ঠানের স্বনামধন্য ব্যক্তিরা অর্গানাইজিং কমিটির সদস্য হিসেবে ভূমিকা রাখবেন।

তিনি আরও বলেন, এই কনফারেন্সটি বিশ্ববিদ্যালয় তথা দেশের ভাবমূর্তি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। কনফারেন্সে সর্বমোট ৪২৩টি গবেষণা প্রবন্ধ উপস্থাপন করা হবে। যার মধ্যে ২০৭টি মৌখিক এবং ২১৬টি পোস্টার পেপার।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন প্রতিমন্ত্রী ড. শামসুল আলম, প্রধান পৃষ্ঠপোষক হিসেবে উপস্থিত থাকবেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক গোলাম সাব্বির সাত্তার, বিশেষ অতিথি হিসেবে সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমাউন কবীর উপস্থিত থাকবেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন বিজ্ঞান অনুষদের সম্মানিত ডিন অধ্যাপক সাহেদ জামান।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সাহেদ জামান, পপুলেশন সায়েন্স অ্যান্ড হিউম্যান রিসোর্স ডেভেলপমেন্ট বিভাগের অধ্যাপক ও কনফারেন্স সদস্য সচিব আশরাফুল ইসলাম খান এবং প্রেস ও মিডিয়া কমিটির সদস্য অধ্যাপক মাহমুদুল হাসান।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

মাথায় আঘাত পেলে যা করবেন, কখনই বা ডাক্তারের কাছে যাবেন

এবার আইসিসি থেকে সুখবর পেল বাংলাদেশ

চট্টগ্রামে বিএনপি ও জামায়াতের ৯ কর্মী আহত

দেশে আমার সকল সন্তান যেন থাকে দুধে ভাতে : মির্জা ফখরুল

সেপটিক ট্যাংকে গৃহবধূর লাশ, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য

বরিশালে ২৪ শিক্ষকের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা

খুশকি দূর করুন সহজ ঘরোয়া যত্নে

ঢাকার শীত নিয়ে আবহাওয়া অফিসের নতুন বার্তা

রাইস কুকার না মাল্টি কুকার? কোনটা আপনার জন্য ভালো বুঝে নিন

বিএনপির আরও ৬ নেতাকে বহিষ্কার

১০

রাজধানীতে আজ কোথায় কী

১১

গ্যাস ভেবে এড়িয়ে যাচ্ছেন? হতে পারে ক্যানসারের মতো বড় সমস্যা

১২

বুধবার রাজধানীর যেসব এলাকার মার্কেট বন্ধ

১৩

২৮ জানুয়ারি : আজকের নামাজের সময়সূচি

১৪

এসিআই মোটরসে চাকরির সুযোগ

১৫

সাতক্ষীরায় ৬ যুবদল নেতা বহিষ্কার

১৬

সুন্দরবন ও মোংলা বন্দর উন্নয়নে ধানের শীষে ভোট চাইলেন লায়ন ফরিদ

১৭

‘প্রমাণ ছাড়া যে কোনো ঘটনায় তারেক রহমানকে জড়ানো ফ্যাসিবাদী সংস্কৃতির প্রতিফলন’

১৮

মূল জনগোষ্ঠীর মধ্যে নীরবে ছড়িয়ে পড়ছে এইচআইভি

১৯

উত্তরায় সরকারি হাসপাতাল নির্মাণের প্রতিশ্রুতি তারেক রহমানের

২০
X