মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (মাভাবিপ্রবি) বিএসসি ইঞ্জিনিয়ারিং, বিএসসি অনার্স, বিবিএ, বিএসএস অনার্স এবং বি ফার্ম পর্যায়ের সবচেয়ে মেধাবী শিক্ষার্থীদের একাডেমিক জিনিয়াস অ্যাওয়ার্ড (পদক)-২০২৩ প্রদান করা হয়েছে।
বুধবার (১১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ১২ তলায় সেমিনার কক্ষে ১৫ বিভাগের ৭৯ জন শিক্ষার্থীর মাঝে এ অ্যাওয়ার্ড (পদক) তুলে দেওয়া হয়। এর মাধ্যমে এই অ্যাওয়ার্ড প্রথমবারেরমতো দেওয়া শুরু করল বিশ্ববিদ্যালয়টি।
এই পদক প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান (অতিরিক্ত দায়িত্ব) ও সদস্য প্রফেসর ড. মুহাম্মদ আলমগীর। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মো. ফরহাদ হোসেন। এ ছাড়া বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন প্রো ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. এ আর এম সোলাইমান এবং ট্রেজারার প্রফেসর ড. মো. সিরাজুল ইসলাম।
মাভাবিপ্রবির প্রতি বিভাগের ২০১০-১১ থেকে ২০১৬-১৭ শিক্ষাবর্ষের প্রথম শ্রেণিতে প্রথম স্থান অধিকারী শিক্ষার্থীদের এ অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে।
পদক প্রদান অনুষ্ঠানে একাডেমিক জিনিয়াস অ্যাওয়ার্ড পাওয়া ৭৯ জন শিক্ষার্থীর মধ্যে ইঞ্জিনিয়ারিং অনুষদের সিএসই বিভাগের ৪ জন, আইসিটি বিভাগের ৫ জন এবং টিই বিভাগের ৮ জন শিক্ষার্থী রয়েছেন। জীববিজ্ঞান অনুষদের ইএসআরএম বিভাগের ৩ জন, সিপিএস বিভাগের ৪ জন, বিজিই বিভাগের ৪ জন, এফটিএনএস বিভাগের ৬ জন, বিএমবি বিভাগের ৫ জন এবং ফার্মেসি বিভাগের ৩ জন শিক্ষার্থী পদক পেয়েছেন।
পাশাপাশি আরও অ্যাওয়ার্ড পেয়েছেন বিজ্ঞান অনুষদের গণিত বিভাগের ৪ জন, পরিসংখ্যান বিভাগের ৫ জন, রসায়ন বিভাগের ৬ জন এবং পদার্থবিজ্ঞান বিভাগের ৭ জন শিক্ষার্থী। এ ছাড়া ব্যবসায় প্রশাসনের ১১ জন এবং অর্থনীতির ৪ জন শিক্ষার্থী একাডেমিক জিনিয়াস অ্যাওয়ার্ড (পদক) লাভ করেছেন।
মেধাবী শিক্ষার্থীদের মাঝে একাডেমিক জিনিয়াস অ্যাওয়ার্ড প্রদানকালে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন