ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহে খেলাধুলা ও আড্ডা বন্ধের জন্য কর্তৃপক্ষের কাছে সুপারিশ করেছে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডি। এ ছাড়া প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ফুটওভার ব্রিজ স্থাপনের জন্যও সুপারিশ করা হয়েছে। মঙ্গলবার (১০ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয় প্রক্টরিয়াল বডির জরুরি সভায় এসব সিদ্ধান্ত নেওয়া হয়।
প্রক্টর অফিস থেকে জানা যায়, বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ স্থাপনা ও ধর্মীয় প্রতিষ্ঠানসমূহের নিরাপত্তা ও পবিত্র রক্ষার জন্য কর্তৃপক্ষের কাছে লিখিত সুপারিশ করা হয়েছে। এ লক্ষ্যে বিশ্ববিদ্যালয়ের মৃত্যুঞ্জয়ী মুজিব ম্যুরাল, মুক্ত বাংলা, স্মৃতিসৌধ, শেখ রাসেল ম্যুরাল, কেন্দ্রীয় শহীদ মিনার, কেন্দ্রীয় মসজিদ এবং সনাতন ধর্মাবলম্বীদের প্রার্থনালয়সহ সব গুরুত্বপূর্ণ স্থাপনায় খেলাধুলা ও আড্ডা বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।
এদিকে শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে প্রধান ফটক সংলগ্ন কুষ্টিয়া-ঝিনাইদহ মহাসড়কে ফুটওভার ব্রিজ স্থাপনেরও সুপারিশ করা হয়েছে।
প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদ বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের নিরাপত্তা বিধান এবং গুরুত্বপূর্ণ স্থাপনাসমূহ রক্ষা করা আমাদের দায়িত্ব। এ বিষয়ে আমরা কর্তৃপক্ষকে লিখিত আকারে সুপারিশ দিয়েছি। আশা করি এ বিষয়ে তারা দ্রুত ব্যবস্থা গ্রহণ করবেন।’
প্রক্টর অধ্যাপক ড. শাহাদৎ হোসেন আজাদের সভাপতিত্বে সভায় সহকারী প্রক্টর ড. এম আরিফুল ইসলাম, কাজী মওদুদ আহমদ, শরিফুল ইসলাম, শাহাবুব আলম, মিঠুন বৈরাগী, ইয়ামিন মাসুম ও তানিয়া আফরোজ উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন