জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাবার্ষিকীতে ছোট পর্দার অভিনেত্রী শায়লা সাথীকে শ্লীলতাহানির ঘটনায় করা মামলায় বিশ্ববিদ্যালয়ের ছাত্র মেহেদী হাসান সৈকতকে কারাগারে পাঠিয়েছেন আদালত।
আজ শুক্রবার (২০ অক্টোবর) রাজধানীর কোতোয়ালি থানায় করা মামলায় তাকে আদালতে হাজির করা হয়। এরপর তাকে কারাগারে আটক রাখার আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা।
শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলামের আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
ভুক্তভোগী শায়লা নাট্যকলা বিভাগের ২০১৮-১৯ শিক্ষাবর্ষের ছাত্রী এবং আসামি সৈকত বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের ছাত্র।
এর আগে গত বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষে বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করার জন্য ক্যাম্পসে আসেন শায়লা সাথী। ক্যাম্পাসের শান্ত চত্বরে অবস্থানকালে আসামি সৈকত তার শরীরের স্পর্শকাতর স্থানে স্পর্শ করে শ্লীলতাহানি করে চলে যায়। এ ঘটনার পর শায়লা তার সহপাঠীসহ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর বরাবর লিখিত অভিযোগ দেন।
এরপর কোতোয়ালি থানা পুলিশ আসামি সৈকতকে আটক করেন। এ ঘটনায় ভুক্তভোগী শায়লা বাদী হয়ে মামলা করেন।
মন্তব্য করুন