নেট দুনিয়ায় ঘুরে বেড়াচ্ছে অজস্র তথ্য। এর কোনটা কাজে লাগে, কোনটা আবার ক্ষতি করে তা অনেক সময় বোঝা মুশকিল হয়ে যায়। এ জন্য সঠিক তথ্য জানা ও তা পরিবেশন করতে ফ্যাক্ট চেকিং অত্যন্ত জরুরি বলে মনে করছেন বিশেষজ্ঞরা।
এ বিষয়ে আগামীর সাংবাদিকদের দক্ষ করে তুলতে সেন্টার ফর কমিউনিকেশন অ্যান্ড ডেভেলপমেন্ট-সিসিডি বাংলাদেশের আয়োজনে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) হয়ে গেল দিনভর কর্মশালা।
ইন্টারনিউজ এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগিতায় বৃহস্পতিবার (২২ জুন) অনুষ্ঠিত হয় এই ফ্যাক্ট চেকিং কর্মশালা।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহকারী অধ্যাপক রাজীব নন্দী। এ সময় উপস্থিত ছিলেন বিভাগের প্রভাষক এবং মাল্টিমিডিয়া এডিটিংর কোর্স শিক্ষক হামিদা সুলতানা।
মন্তব্য করুন