মোটরসাইকেল দুর্ঘটনায় শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) রাকিবুল হাসান সিফাত নামের এক শিক্ষার্থী মৃত্যু হয়েছে। বুধবার (১ নভেম্বর) ভোরে গোয়াইনঘাট থানার সালুটিকর তদন্ত কেন্দ্রের নিকটবর্তী এলাকা থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ।
রাকিবুল হাসান সিফাত রসায়ন বিভাগের ১৯-২০ সেশনের শিক্ষার্থী।
বিষয়টি নিশ্চিত করেন গোয়াইনঘাট থানার সহকারী উপপরিদর্শক খালিক।
তিনি জানান, ভোর ৪টার দিকে আমরা তার মরদেহটি রাস্তার পাশ থেকে উদ্ধার করি। তার মাথায় আঘাতের চিহ্ন রয়েছে। সন্দেহ করা হচ্ছে তিনি এক্সিডেন্ট করেছেন। মোটরসাইকেলযোগে কোথাও যাচ্ছিলেন তিনি।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কামরুজ্জামান চৌধুরী বলেন, তাকে সিলেট এম এ জি ওসমানি মেডিকেল কলেজে নিয়ে আসা হচ্ছে। আমরা খবর পেয়েছি সে এক্সিডেন্ট করেছে। তবে এখনো বিস্তারিত জানা যায়নি।
মন্তব্য করুন