জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
গাছ কাটার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গাছকাটার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ। ছবি : কালবেলা
গাছকাটার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে অর্ধশত গাছকাটার প্রতিবাদে বৃক্ষরোপণ ও পথনাটক করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় ফলজ, কাষ্ঠলসহ মোট ২০টি বৃক্ষরোপণ করেন শিক্ষার্থীরা। বৃক্ষরোপণ শেষে ওই স্থানে একটি পথনাটক পরিবেশন করেন তারা।

এ সময় পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ বলেন, বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়ায় এখানে সবচেয়ে সচেতন নাগরিকরা শিক্ষাকার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন। এখানে গুড প্র্যাকটিস হবে এটাই কাম্য। অথচ বিশ্ববিদ্যালয় সেসব না করে রাতের আঁধারে সংরক্ষিত বন উজাড় করে ফেলছে। এটা তো সচেতন মানুষের কাজ হতে পারে না। গাছকাটার আগে আরও বেশি বৃক্ষরোপণ করা এবং সেখানকার বাস্তুসংস্থান প্রতিস্থাপন করার মতো বিষয়কে গুরুত্ব দিতে হবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো একটি ইকোলজিক্যাল হটস্পট। অথচ এখানে বিশেষজ্ঞদের মতামত না নিয়ে বৃক্ষনিধন করা হচ্ছে। উন্নয়ন করতে হলে গাছ কাটতে হবে সেটা সবাই জানে। কিন্তু সেটা অবশ্যই নিয়মনীতি মেনেই করতে হবে।

রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইলেক্ট্রনিক করাত দিয়ে গাছ কেটে ফেলার ঘটনা প্রশাসনের দৃষ্টিগোচর না হওয়াকে প্রশাসনের অদক্ষতা বলে আখ্যা দিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকায় যেখানে গাছ কেটে ফেলা হয়েছে সেখানে নতুন করে বৃক্ষরোপণ ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে উন্মুক্ত মতবিনিময়ের আয়োজন করতে হবে। যে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেখানে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের স্থিতিশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে অবশ্যই আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী এনভায়রনমেন্টাল সার্ভে এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এসেসমেন্ট নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা আরও জানান, আগামী তিন দিনের মধ্যে প্রথম দাবিটি বাস্তবায়ন করতে হবে। বাকি ২টি দাবির জন্য আমাদের আশ্বস্ত করতে হবে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ডাক দিবেন বলেও হুঁশিয়ার করেন তারা।

গত ২৩ মে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পেছনে সুন্দরবন এলাকায় আইবিএ-জেইউ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম। এরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

নারী বিশ্বকাপের প্রাইজমানি ঘোষণা, কত পাবে চ্যাম্পিয়ন দল

আকস্মিক কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র পরিদর্শনে আইন উপদেষ্টা

বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর কর্মসূচি পরিবর্তন

আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি বেড়ে ৬ শতাধিক, আহত ১৫০০

এবার ৬ দফা ঘোষণা বাকৃবি শিক্ষার্থীদের

সাংহাই সম্মেলনে শি, মোদি ও পুতিনের খোশগল্প, কী কথা হলো?

২৪ ঘণ্টার মধ্যে সাগরে লঘুচাপ, সারা দেশে ভারী বৃষ্টির আভাস 

দ্বিতীয় ম্যাচে যে একাদশ নিয়ে মাঠে নামতে পারে বাংলাদেশ

রাষ্ট্রপতি ও প্রধান উপদেষ্টার সঙ্গে সেনাপ্রধানের সাক্ষাৎ

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে বিশেষ গেট চালু

১০

সাত বীরশ্রেষ্ঠর প্রতি শ্রদ্ধা জানিয়ে ৭ দফা ইশতেহার ডাকসু প্রার্থীর

১১

আরও সাত দলের সঙ্গে বৈঠক করবেন প্রধান উপদেষ্টা

১২

আ.লীগ আমলের লুটপাটের খেসারত দিচ্ছেন ৫ ব্যাংকের গ্রাহকরা

১৩

খালি পেটে দুধ চা খাচ্ছেন? জেনে নিন পুষ্টিবিদের সতর্কবার্তা

১৪

ইরানের হামলায় ১২ দিনে ধ্বংস হলো ইসরায়েলের ২১টি স্থাপনা

১৫

ভারতে বসে বাংলাদেশে বিশ্ববিদ্যালয় চালু করলেন আ.লীগ নেতা হানিফ

১৬

দিল্লিতে হাসিনার বাড়ির পাশেই সিআরআইয়ের কার্যালয়, মিলল চাঞ্চল্যকর তথ্য

১৭

স্বামী-স্ত্রীর রক্তের গ্রুপ এক হলে কী সমস্যা হয়? যা বলছেন চিকিৎসক

১৮

চার মাসের মধ্যে স্বর্ণের দামে রেকর্ড, পিছিয়ে নেই রুপাও

১৯

বিএনপিকে শুভেচ্ছা জানালেন সারজিস

২০
X