জাবি প্রতিনিধি
প্রকাশ : ০৩ নভেম্বর ২০২৩, ০৩:৪৮ পিএম
অনলাইন সংস্করণ
গাছ কাটার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ

কঠোর আন্দোলনের হুঁশিয়ারি

গাছকাটার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ। ছবি : কালবেলা
গাছকাটার প্রতিবাদে জাবি শিক্ষার্থীদের বৃক্ষরোপণ। ছবি : কালবেলা

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে অর্ধশত গাছকাটার প্রতিবাদে বৃক্ষরোপণ ও পথনাটক করেছে বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচি পালন করেছেন তারা। এ সময় ফলজ, কাষ্ঠলসহ মোট ২০টি বৃক্ষরোপণ করেন শিক্ষার্থীরা। বৃক্ষরোপণ শেষে ওই স্থানে একটি পথনাটক পরিবেশন করেন তারা।

এ সময় পরিবেশ বিজ্ঞান বিভাগের স্নাতকোত্তর পর্বের শিক্ষার্থী মাহফুজুল ইসলাম মেঘ বলেন, বিশ্ববিদ্যালয় দেশের সর্বোচ্চ বিদ্যাপীঠ হওয়ায় এখানে সবচেয়ে সচেতন নাগরিকরা শিক্ষাকার্যক্রমের সঙ্গে যুক্ত থাকেন। এখানে গুড প্র্যাকটিস হবে এটাই কাম্য। অথচ বিশ্ববিদ্যালয় সেসব না করে রাতের আঁধারে সংরক্ষিত বন উজাড় করে ফেলছে। এটা তো সচেতন মানুষের কাজ হতে পারে না। গাছকাটার আগে আরও বেশি বৃক্ষরোপণ করা এবং সেখানকার বাস্তুসংস্থান প্রতিস্থাপন করার মতো বিষয়কে গুরুত্ব দিতে হবে।

আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষার্থী আরিফ সোহেল বলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় হলো একটি ইকোলজিক্যাল হটস্পট। অথচ এখানে বিশেষজ্ঞদের মতামত না নিয়ে বৃক্ষনিধন করা হচ্ছে। উন্নয়ন করতে হলে গাছ কাটতে হবে সেটা সবাই জানে। কিন্তু সেটা অবশ্যই নিয়মনীতি মেনেই করতে হবে।

রাতের আঁধারে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে ইলেক্ট্রনিক করাত দিয়ে গাছ কেটে ফেলার ঘটনা প্রশাসনের দৃষ্টিগোচর না হওয়াকে প্রশাসনের অদক্ষতা বলে আখ্যা দিয়েছেন শিক্ষার্থীরা।

এ সময় তারা তিন দফা দাবি উত্থাপন করেন। দাবিগুলো হলো বিশ্ববিদ্যালয়ের সুন্দরবন এলাকায় যেখানে গাছ কেটে ফেলা হয়েছে সেখানে নতুন করে বৃক্ষরোপণ ও সংরক্ষণের ব্যবস্থা করতে হবে। ক্যাম্পাসে যে কোনো সিদ্ধান্ত গ্রহণ ও বাস্তবায়ন প্রক্রিয়ায় শিক্ষার্থীদের কার্যকর অংশগ্রহণ নিশ্চিত করতে উন্মুক্ত মতবিনিময়ের আয়োজন করতে হবে। যে কোনো ধরনের উন্নয়নমূলক কর্মকাণ্ডে যেখানে জীববৈচিত্র্য ও প্রাকৃতিক পরিবেশের স্থিতিশীলতা নষ্ট হওয়ার সম্ভাবনা আছে, সেখানে অবশ্যই আন্তর্জাতিক প্রটোকল অনুযায়ী এনভায়রনমেন্টাল সার্ভে এবং এনভায়রনমেন্টাল ইম্প্যাক্ট এসেসমেন্ট নিশ্চিত করতে হবে।

শিক্ষার্থীরা আরও জানান, আগামী তিন দিনের মধ্যে প্রথম দাবিটি বাস্তবায়ন করতে হবে। বাকি ২টি দাবির জন্য আমাদের আশ্বস্ত করতে হবে। দাবি মানা না হলে কঠোর কর্মসূচির ডাক দিবেন বলেও হুঁশিয়ার করেন তারা।

গত ২৩ মে বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান কারখানার পেছনে সুন্দরবন এলাকায় আইবিএ-জেইউ এর নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন ও নির্মাণকাজের উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক নূরুল আলম। এরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনসহ সাধারণ শিক্ষার্থীরা প্রতিবাদ জানায়।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ইসলামী আন্দোলনে যোগ দিলেন ৩ দলের ১৫ নেতাকর্মী

ফিক্সিং কেলেঙ্কারিতে শ্রীলঙ্কায় বাংলাদেশি–বংশোদ্ভূত ব্রিটিশের কারাদণ্ড

ইরানে আরও এক নৌবহর পাঠাচ্ছে যুক্তরাষ্ট্র

যারা অন্যায় করেনি আমরা তাদের বুকে টেনে নেব : মির্জা ফখরুল

হায়ার বাংলাদেশের জাঁকজমকপূর্ণ পার্টনার কনভেনশন অনুষ্ঠিত

২২ বছর পর রাজশাহীতে আসছেন তারেক রহমান

উত্তরায় কাঁচাবাজারে আগুন, নিয়ন্ত্রণে দুই ইউনিট

প্রার্থীর মেয়ের ওপর হামলায় ইসলামী আন্দোলনের প্রতিবাদ

দুর্নীতিবাজকে ভোট  দিয়ে সুশাসনের স্বপ্ন দেখাই আত্মপ্রবঞ্চনা

খেলা দেখতে যাওয়ার পথে দুর্ঘটনায় ৭ ফুটবল সমর্থক নিহত

১০

শীত আসছে কি না, জানাল আবহাওয়া অফিস

১১

বিএনপি-জামায়াতের তুমুল সংঘর্ষ

১২

ধর্মেন্দ্র পাচ্ছেন মরণোত্তর পদ্মবিভূষণ

১৩

হজের কার্যক্রম নিয়ে নতুন তথ্য জানালেন ধর্ম উপদেষ্টা

১৪

বিএনপির নির্বাচনী অফিস ভাঙচুর

১৫

বিএনপির দুপক্ষের তুমুল সংঘর্ষ

১৬

একই দলের প্রার্থী হয়ে লড়ছেন মামা-ভাগনে

১৭

নির্বাচিত হয়ে সরকারে গেলে সবার আগে শান্তি ফেরাব : মির্জা ফখরুল

১৮

বিশ্বকাপ নিশ্চিত করল বাংলাদেশ

১৯

নির্বাচনে বিএনপিকে দুটি চ্যালেঞ্জ নিতে হচ্ছে : রবিউল আলম

২০
X