পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) সাংবাদিক সমিতির ২য় কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে।
রোববার (৫ নভেম্বর) সকাল ১০টা থেকে পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. স্বদেশ চন্দ্র সামন্তর উপস্থিতিতে ভোটগ্রহণ শুরু হয়। সকাল ১১টা ৩০ মিনিটে ভোটগ্রহণ শেষ হয়।
ভোটগণনা শেষে প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর আবুল বাশার খানের পক্ষ থেকে ফল ঘোষণা করেন নির্বাচন কমিশনার প্রফেসর ড. মো. জাহিদ হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার সহযোগী অধ্যাপক মো. ফয়সাল।
কমিটিতে সভাপতি পদে দৈনিক আমাদের নতুন সময়ের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি নুর মোহাম্মদ শাহিন এবং সাধারণ সম্পাদক পদে দৈনিক কালবেলার বিশ্ববিদ্যালয় প্রতিনিধি সাব্বির হোসেন নির্বাচিত হয়েছেন।
এ ছাড়াও কমিটির অন্যান্য সদস্যরা হলেন- সহসভাপতি মারসিফুল আলম রিমন, যুগ্ম সাধারণ সম্পাদক সাজ্জাদ হোসাইন, সাংগঠনিক সম্পাদক আবু হাসনাত তুহিন, দপ্তর ও প্রকাশনা সম্পাদক জান্নাতীন নাঈম জীবন, কোষাধ্যক্ষ মুশফিকুর রহমান। কার্যকরী সদস্য পদে নির্বাচিত হয়েছেন এসএম ওমর, আবির মাহমুদ, সাইফুল আরেফিন, ফারহা তৃণ ও আশিকুর রহমান।
মন্তব্য করুন