আনোয়ার হোসেন, বেরোবি প্রতিনিধি
প্রকাশ : ০৭ নভেম্বর ২০২৩, ০২:৩৯ পিএম
আপডেট : ০৭ নভেম্বর ২০২৩, ০২:৫৩ পিএম
অনলাইন সংস্করণ

বেরোবি ছাত্রলীগ সভাপতির রুম বিলাস

বেরোবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে শাখা ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়ার ৩০৫ নম্বর কক্ষ। ছবি : কালবেলা
বেরোবির বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলে শাখা ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়ার ৩০৫ নম্বর কক্ষ। ছবি : কালবেলা

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার ‍পর থেকে শিক্ষার্থীরা তীব্র আবাসন সংকট রয়েছেন। এদিকে বিলাসবহুল রুমে বসবাসের অভিযোগ উঠেছে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়ার বিরুদ্ধে।

সরেজমিনে দেখা যায়, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হলের ৩০৫ নম্বর কক্ষে গড়ে তুলেছেন বিলাসবহুল রুম। সেখানে ৮ জনের সিট নির্ধারিত রয়েছে। তবুও একাই থাকছেন তিনি। রুমে বাইরে নেমপ্লেট লাগানো, দামি সোফা, রুমজুড়ে লালগালিচা বিছানো, জানালায় দামি পর্দা টানিয়ে নিজস্ব ডেরা গড়ে তুলেছেন এই ছাত্রলীগ সভাপতি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল সূত্রে জানা যায়, কোনো শিক্ষার্থী নিজ উদ্যোগে কক্ষে ডেকোরেশন করতে পারেন না। এমনকি পড়াশোনা শেষ হলে কক্ষে আর অবস্থান করারও সুযোগ নেই। যতদিন পড়াশোনা আছে ততদিন শিক্ষার্থীরা হলে থাকতে পারেন। কিন্তু কমিটি গঠনের পর থেকেই বর্তমান সভাপতি বিলাসবহুলভাবেই থাকছেন।

বিশ্ববিদ্যালয়ের ভুক্তভোগী এক শিক্ষার্থী পরিচয় গোপন রেখে কালবেলাকে অভিযোগ করে বলেন, যেদিন হল খুলেছে, বাড়িতে সমস্যা থাকায় সেদিন আমি উঠতে পারি নাই। পরে আমার রুমমেট বলে, তোমার বেডে আরেকজনকে তুলে দিছে। তখন আমি হলে এসে ওই ছেলেকে জিজ্ঞেস করলাম, আমার লিগ‍্যাল সিটে তুমি কে। পরে সে বলে পমেল বড়ুয়া ভাইয়ের ছেলেরা তুলে দিছে। আমি সিট চাইলে আমার কাছে টাকা দাবি করে পমেল বড়ুয়া গ্রুপের সদস্যরা। টাকা না দিতে চাইলে তারা আমাকে হল থেকে বের করে দেওয়ার হুমকিও দেয়।

বেরোবি ছাত্রলীগের সভাপতি পমেল বড়ুয়া বলেন, নৈতিকভাবে বলতে গেলে পড়াশোনা শেষ হওয়ার পরেও হলে থাকা ঠিক না। রুম ডেকেরেশনের বিষয়ে বলেন, আমরা সাতজন মিলে রুমটা ডেকোরেশন করেছি। রাজনীতি করি, বিভিন্ন সময় নেতাকর্মীরা রুমে আসেন। তাই একটু রুমটা পরিপাটি করে রেখেছি।

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আবাসিক হল প্রভোস্ট ড. বিজন মোহন চাকী বলেন, আমাদের আবাসন সংকট রয়েছে। অনেক শিক্ষার্থী হলে থাকতে পারে না, তারা বাইরে মেসে থাকেন। পড়াশোনা শেষ হলেই হল ছাড়তে হবে। এমন নিজের ইচ্ছেমতো রুম ডেকেরেশন করা ঠিক না। এই সংকট কাটিয়ে তোলার জন্য কাজ চলছে, আশা করি দ্রুতই সমাধান হয়ে যাবে।

উল্লেখ্য, ২০২২ সালের ৩১ জুলাই লোকপ্রশাসন বিভাগের সাবেক শিক্ষার্থী পোমেল বড়ুাকে সভাপতি ও রসায়ন বিভাগের মাহফুজুর রহমান শামীমকে সাধারণ সম্পাদক করে এক বছরের জন্য বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের আংশিক কমিটি ঘোষণা করে কেন্দ্রীয় ছাত্রলীগ।

কালবেলা অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি পরীক্ষা আজ

‘খালেদা জিয়া বাংলাদেশের মানুষের আপনজন’

২০ বছরের ব্যবসা বাঁচাতে ছাড়লেন চেয়ারম্যান পদ

তাসনিম অনন্যার অনুসন্ধানে মহাবিশ্বের চাঞ্চল্যকর রহস্য উন্মোচন

২০২৬ বিশ্বকাপে কবে মুখোমুখি হতে পারে আর্জেন্টিনা-ব্রাজিল?

বিশ্বকাপের গ্রুপ অব ডেথে ফ্রান্স

নুরুদ্দিন অপুর হাত ধরে আ.লীগ নেতার বিএনপিতে যোগদান

২০২৬ বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত: দেখে নিন কোন গ্রুপে কোন দল

২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনা ও ব্রাজিলের প্রতিপক্ষ যারা

রাতে আবার হাসপাতালে গেলেন জুবাইদা রহমান

১০

যুক্তরাষ্ট্রে ভ্রমণ নিষেধাজ্ঞার পরিধি বাড়ছে, তালিকায় ৩০টির বেশি দেশ

১১

খালেদা জিয়ার এন্ডোসকপি সম্পন্ন, বন্ধ হয়েছে রক্তক্ষরণ

১২

‘বাঁধের মাটি বড় বড় খণ্ড হয়ে ঝুপঝাপ শব্দে ভেঙে পড়ে’

১৩

রাজমিস্ত্রির বাড়ি থেকে অস্ত্র-গুলি উদ্ধার

১৪

দেড় হাজার দৌড়বিদের অংশগ্রহণে হাফ ম্যারাথন

১৫

খালেদা জিয়ার সুস্থতা কামনায় ফ্রি যাত্রীসেবা

১৬

বিদেশি কোম্পানিকে ইজারা, প্রতিবাদে বিক্ষোভ 

১৭

যুবদল নেতা সুমনের বহিষ্কারাদেশ প্রত্যাহার

১৮

দুই গ্রুপের সংঘর্ষ, একজন গুলিবিদ্ধসহ আহত ১০

১৯

গণতন্ত্র মঞ্চের নতুন সমন্বয়ক সাইফুল হক

২০
X