জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) উপাচার্যের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন চাঁদপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চাঁবিপ্রবি) উপাচার্য প্রফেসর ড. মো. নাছিম আখতার। শনিবার (১১ নভেম্বর) এক বিবৃতিতে এ শোক প্রকাশ করেন তিনি।
বিবৃতিতে উপাচার্য বলেন, অধ্যাপক ড. মো. ইমদাদুল হক অত্যন্ত সজ্জন এক ব্যক্তি ছিলেন। তিনি ছিলেন মানবিকতা, সততা ও উদারতার এক উজ্জ্বল দৃষ্টান্ত। তার মতো একজন জ্ঞানী ও প্রজ্ঞাবান ব্যক্তির মৃত্যুতে শিক্ষাক্ষেত্রের অপূরণীয় শূন্যস্থানের সৃষ্টি হলো। তার মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত। তিনি তার কর্মের কারণে স্মরণীয় থাকবেন।
উপাচার্য তার শোকবার্তায় প্রয়াত ভিসির আত্মার মাগফিরাত কামনা করে তার শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
শনিবার ভোরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন জগন্নাথ বিশ্ববিদ্যালয় উপাচার্য।
এর আগে গত সেপ্টেম্বরের শুরুর দিকে অধ্যাপক ড. ইমদাদুল হকের কোলন ক্যানসার ধরা পড়ে। উন্নত চিকিৎসা নিতে তিনি গত ১২ সেপ্টেম্বর সিঙ্গাপুরে যান। সেখানে তার রেডিও থেরাপি সম্পন্ন হয়। পরবর্তীতে শারীরিক অবস্থার উন্নতি হওয়ায় তিনি গত ১২ অক্টোবর দেশে ফিরে আসেন।
২০২১ সালের ১ জুন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের উপাচার্য পদে নিয়োগ পান ঢাকা বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদবিজ্ঞান বিভাগের অধ্যাপক ও ডিন ড. ইমদাদুল হক।
মন্তব্য করুন