সারা দেশে বিএনপির ডাকা চতুর্থ ধাপের সর্বাত্মক অবরোধের প্রথম দিনে ক্যাম্পাসের বাইরে মিছিল করেছে জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদল।
রোববার (১২ নভেম্বর) বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের ব্যানারে ক্যাম্পাসের বাইরে বিশ্ববিদ্যালয়ের ২নং গেট থেকে চেয়ারম্যান বাড়ি মোড় পর্যন্ত অবরোধের সমর্থনে মিছিল করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।
মিছিলে নেতাকর্মীদের বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়। এ সময় তারা ‘খালেদা জিয়ার অবরোধ, সফল হোক, সফল হোক’, ‘তারেক জিয়ার অবরোধ, সফল হোক, সফল হোক’, ‘ছাত্রদলের অ্যাকশন, ডাইরেক্ট অ্যাকশন’, ‘এই মুহূর্তে দরকার, খালেদা জিয়ার সরকার’ ও ‘জ্বালো রে জ্বালো, আগুন জ্বালো’সহ বিভিন্ন স্লোগান দেন।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের সাবেক সাংগঠনিক সম্পাদক ফরহাদ হুসাইন বলেন, আমাদের একদফা দাবি নিরপেক্ষ ও নির্দলীয় সরকারের অধীনে নির্বাচন। কেন্দ্রের নির্দেশনা অনুযায়ী আমাদের আজকের কর্মসূচি পালন করা হয়েছে। যেকোনো গণতান্ত্রিক আন্দোলনে আমরা সক্রিয় ভূমিকা পালন করবো। আমাদের পরবর্তী কার্যক্রমগুলো আমরা বিশ্ববিদ্যালয় প্রাঙ্গণে করবো।
ছাত্রদল নেতা মো. ফরহাদ হুসাইন এবং মামুন সরকারের নেতৃত্বে মো. ইসরাফিল হোসাইন, খায়রুল বাশার মণ্ডল ও মো. শিশিরসহ অন্যান্য নেতাকর্মীরা মিছিলে উপস্থিত ছিলেন।
মন্তব্য করুন